
বিয়ের দাবিতে দিনাজপুরের বিরামপুরে স্থানীয় এক ছাত্রলীগ নেতার বাড়িতে এক তরুণীর অনশনের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সংগঠনের দায়িত্ব থেকে ওই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া শাহাবুল ইসলাম শাওন উপজেলার ৭ নম্বর পলিপ্রয়াগ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি এর মধ্যে ওই তরুণীকে বিয়ে করেছেন বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান।
‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িতে থাকার’ কারণ দেখিয়ে গতকাল সোমবার রাতে তাঁকে অব্যাহতি দেওয়া হয় বলে উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক জানান।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ওই তরুণীর অনশনের ঘটনার পর শাওন পালিয়ে যান। ‘তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হয়ে’ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়।
কয়েক দিন ধরে একটি কলেজের ছাত্রী ওই তরুণী বিয়ের দাবিতে শাওনের বাড়িতে অনশন করেন। বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে উপজেলার ছাত্রলীগের নেতা-কর্মীরা জানতে পেরে কেন্দ্রীয় ছাত্রলীগকে জানান।
এদিকে ওই তরুণী তাঁর বাড়িতে অবস্থান নেয়ার পরপরই আত্মগোপনে চলে যান ছাত্রলীগ নেতা শাহাবুল। মোবাইল ফোনে তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রং (ভুল) নম্বর বলে কল কেটে দেন।
ওই তরুণী স্থানীয়দের বলেছেন, শাহাবুলের সঙ্গে তাঁদের অনেক দিনের সম্পর্ক। শাহাবুল তাঁকে বিয়ে করবেন বলে আশ্বাস দিলেও তা বাস্তবে রূপ দিতে টালবাহানা করেন। নিরুপায় হয়ে তিনি অনশনে বসেছেন।
তবে শেষ পর্যন্ত ওই তরুণীকে শাহাবুল বিয়ে করেছেন বলে তাঁর বাবার বরাত দিয়ে জানিয়েছেন পলিপ্রয়াগ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সামসুদ্দিন।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘ওই ছাত্রীর সঙ্গে শাওনের বিয়ের খবর শুনেছি। ছেলের বাবার কাছে জানতে পেরেছি, এক আত্মীয়ের বাড়িতে আছেন তাঁরা। বউ নিয়ে এখনো বাড়ি আসেননি।’
এই তথ্য ওই তরুণীর বাবার বরাত থেকে নিশ্চিত করেছেন ১ নম্বর মুকুন্দপুর ইউপি সদস্য ইসমত আরা। তিনি বলেন, তাঁর মেয়ে ও শাওন গতকাল বিয়ে করেছেন বলে তিনি জানান। তবে তাঁরা তাঁর বাড়িতে তখনো যাননি।

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২ ঘণ্টা আগে