কুড়িগ্রামের রাজারহাটে পাঠদান চলাকালে মাদ্রাসা ভবনে বজ্রপাতে ৯ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলার চাকিরপশা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। ষষ্ঠ, নবম ও দশম শ্রেণির এসব আহত শিক্ষার্থীর মধ্যে ৭ জন ছাত্রী ও ২ জন ছাত্র রয়েছে।
মাদ্রাসা সুপার মানিক মিয়া বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ বিকট শব্দে মাদ্রাসার একটি টিন শেড কক্ষের ওপর বজ্রপাত হয়। এতে মাদ্রাসার ৬ ষ্ঠ, নবম ও দশম শ্রেণীর ৯ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদেরকে দ্রুত উদ্ধার করে আমরা হাসপাতালে ভর্তি করেছি। বজ্রপাতে ওই ভবনের ওয়াল ফেটে গেছে এবং টিন ক্ষতিগ্রস্ত হয়েছে। মাদ্রাসার বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জামও নষ্ট হয়ে গেছে।’
মাদ্রাসার সুপার মানিক মিয়া বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে মাদ্রাসার একটি টিনশেড ভবনে বজ্রপাত হয়। এতে ভবনের দেয়াল ফেটে গেছে এবং টিন ক্ষতিগ্রস্ত হয়েছে। মাদ্রাসার বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জামও নষ্ট হয়ে গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জয়শ্রী রায় নিপা আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীদের সবাই আশঙ্কামুক্ত। বজ্রপাতের আলোক ঝলকানিতে তারা আহত হয়েছে। তারা জানালার পাশে বসা ছিল। এর মধ্যে এক ছাত্রের একটি হাতে প্রতিক্রিয়া কম পাচ্ছে। তার চিকিৎসা চলছে। আশা করা হচ্ছে, সেও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে।
আহত শিক্ষার্থীদের দেখতে বিকেলে হাসপাতালে যান অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি আর্থিক সহযোগিতা করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের পরবর্তী চিকিৎসার প্রয়োজন হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে