চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পানি কমতে থাকলেও ভোগান্তি কমেনি মানুষের। উপজেলার ৬ ইউনিয়নে প্রায় ৮২ হাজার মানুষ পানিবন্দী রয়েছেন। উপজেলা প্রশাসন থেকে ত্রাণসহায়তা দেওয়া হচ্ছে।
ব্রহ্মপুত্র নদের পানি কমার তথ্য আজকের পত্রিকা নিশ্চিত করেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান। তিনি বলেন, ‘ব্রহ্মপুত্র নদের চিলমারী পয়েন্টে গত ৪৮ ঘণ্টায় ৫ সেন্টিমিটার পানি কমেছে। তবে কমার হার এই ধীরগতি।’
চিলমারীর বিভিন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ৮২ হাজার মানুষ পানিবন্দী আছেন। এর মধ্যে থানাহাট ইউনিয়নে ৮ হাজার, নয়ারহাট ১৮ হাজার, রমনা মডেল ১৬ হাজার, অষ্টমীর চর ১২ হাজার, রাণীগঞ্জ ২০ হাজার ও চিলমারী ইউনিয়নে পানিবন্দী আছেন ৮ হাজার মানুষ।
উপজেলার ১১ আশ্রয়কেন্দ্রে উঠেছেন প্রায় ১ হাজার মানুষ। ঢলে নদ-নদীর পানি বেড়ে বিভিন্ন এলাকায় ২ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। ভেসে গেছে অনেক পুকুরের মাছ।
সরেজমিন জানা গেছে, এক সপ্তাহ ধরে নৌকায় ও বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিচ্ছেন ভুক্তভোগী মানুষ। এসব মানুষ খাবার ও পয়োনিষ্কাশন সমস্যায় ভুগছেন। বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে। বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা বানভাসি মানুষের।
রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ এলাকার শামছুল হক বলেন, ‘দিন আনি দিন খাই। এখন আর কাজ নাই ঘরত পানি রাস্তা তলে গেইছে। কই যাই কোনো রকমে ছাও পাওয়া নিয়ে খায়া না খায়া আছি।’
চিলমারী সরকারি কলেজ কেন্দ্রে আসা আলামিন হোসেন নামের এক এইচএসসি পরীক্ষার্থী বলেন, ‘বাড়িতে কোমর ও রাস্তায় হাঁটুপানি থাকায় পরীক্ষার হলে আসতে খুব কষ্ট হচ্ছে। পরীক্ষাও খারাপ হয়েছে। কেন্দ্রের মাঠে পানি উঠেছে।’
রমনা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম আশেক আঁকা বলেন, ‘আমার ইউনিয়নে ১৬ হাজার মানুষ পানিবন্দী রয়েছেন। বরাদ্দ পেয়েছি ৫ টন চাল, যা আমার ইউনিয়নে অপ্রতুল।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম জানান, বন্যা পরিস্থিতির মধ্যে মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছে উপজেলা প্রশাসন। আরও ত্রাণের চাহিদা জেলা প্রশাসককে জানিয়েছেন তিনি।

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পানি কমতে থাকলেও ভোগান্তি কমেনি মানুষের। উপজেলার ৬ ইউনিয়নে প্রায় ৮২ হাজার মানুষ পানিবন্দী রয়েছেন। উপজেলা প্রশাসন থেকে ত্রাণসহায়তা দেওয়া হচ্ছে।
ব্রহ্মপুত্র নদের পানি কমার তথ্য আজকের পত্রিকা নিশ্চিত করেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান। তিনি বলেন, ‘ব্রহ্মপুত্র নদের চিলমারী পয়েন্টে গত ৪৮ ঘণ্টায় ৫ সেন্টিমিটার পানি কমেছে। তবে কমার হার এই ধীরগতি।’
চিলমারীর বিভিন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ৮২ হাজার মানুষ পানিবন্দী আছেন। এর মধ্যে থানাহাট ইউনিয়নে ৮ হাজার, নয়ারহাট ১৮ হাজার, রমনা মডেল ১৬ হাজার, অষ্টমীর চর ১২ হাজার, রাণীগঞ্জ ২০ হাজার ও চিলমারী ইউনিয়নে পানিবন্দী আছেন ৮ হাজার মানুষ।
উপজেলার ১১ আশ্রয়কেন্দ্রে উঠেছেন প্রায় ১ হাজার মানুষ। ঢলে নদ-নদীর পানি বেড়ে বিভিন্ন এলাকায় ২ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। ভেসে গেছে অনেক পুকুরের মাছ।
সরেজমিন জানা গেছে, এক সপ্তাহ ধরে নৌকায় ও বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিচ্ছেন ভুক্তভোগী মানুষ। এসব মানুষ খাবার ও পয়োনিষ্কাশন সমস্যায় ভুগছেন। বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে। বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা বানভাসি মানুষের।
রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ এলাকার শামছুল হক বলেন, ‘দিন আনি দিন খাই। এখন আর কাজ নাই ঘরত পানি রাস্তা তলে গেইছে। কই যাই কোনো রকমে ছাও পাওয়া নিয়ে খায়া না খায়া আছি।’
চিলমারী সরকারি কলেজ কেন্দ্রে আসা আলামিন হোসেন নামের এক এইচএসসি পরীক্ষার্থী বলেন, ‘বাড়িতে কোমর ও রাস্তায় হাঁটুপানি থাকায় পরীক্ষার হলে আসতে খুব কষ্ট হচ্ছে। পরীক্ষাও খারাপ হয়েছে। কেন্দ্রের মাঠে পানি উঠেছে।’
রমনা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম আশেক আঁকা বলেন, ‘আমার ইউনিয়নে ১৬ হাজার মানুষ পানিবন্দী রয়েছেন। বরাদ্দ পেয়েছি ৫ টন চাল, যা আমার ইউনিয়নে অপ্রতুল।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম জানান, বন্যা পরিস্থিতির মধ্যে মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছে উপজেলা প্রশাসন। আরও ত্রাণের চাহিদা জেলা প্রশাসককে জানিয়েছেন তিনি।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৫ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৬ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৬ ঘণ্টা আগে