দিনাজপুর প্রতিনিধি

উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুরে গত বছরের শেষ ২ দিনে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর হিমালয় থেকে আসা হিমেল হাওয়ায় বেড়েছে শীতের প্রকোপ। দিনভর হিমেল হাওয়া আর তার সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। এতে কষ্ট বেড়েছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের। শীতে বিপাকে পড়েছে বয়স্ক ও শিশুরা।
দিনাজপুর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সোমবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা। তবে বাতাসে আর্দ্রতা ৯৫ শতাংশ ও এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫ থেকে ৭ কিলোমিটার।
এদিকে সকালের অধিকাংশ সময় কুয়াশায় ঢেকে থাকায় দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনকে। প্রচণ্ড শীতে গ্রামে বসবাসরত ও নিম্ন আয়ের মানুষেরা বেশি বিপাকে পড়েছেন। একটু গরমের আশায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তাঁরা। ফুটপাত ও স্টেশনে বসবাসরত ছিন্নমূল মানুষদের কষ্ট বেড়েছে সবচেয়ে বেশি।
শহরের রামনগরে কাজের সন্ধানে আসা দিনমজুর জাহিদুল ইসলাম বলেন, ‘ঠান্ডা বেশি হওয়ার জন্য কাজ-কাম কম হচ্ছে। বেশি শীতের কারণে মানুষ কাজ করাতে চায় না। একদিন কাজ পাই তো দুই দিনই বসি থাকিবা হচ্ছে। কেমন করি যে দিন চলিবে আল্লায় জানে।’
সদরের খানপুর গ্রামের অটোচালক সাজেদুর রহমান বলেন, ‘কয়েক দিন ধরে ঠান্ডা আর ঘন কুয়াশার কারণে আগের মতো যাত্রী পাই না। ঠান্ডার কারণে সকাল ও সন্ধ্যার পর রাস্তায় মানুষ কম আসে। তাই যাত্রী না পেয়ে বেশির ভাগ সময় বেকার হয়ে বসে থাকতে হচ্ছে। এতে সংসার চালাতে কষ্ট হচ্ছে।’
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন আজকের পত্রিকাকে জানান, সোমবার সকাল ৬টায় দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে ১০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ ও এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫ থেকে ৭ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৪ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।
এ বিষয়ে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম বলেন, ‘জেলার নিম্নবিত্ত ও ছিন্নমূল অসহায় মানুষের জন্য শীতবস্ত্র ও ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।’

উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুরে গত বছরের শেষ ২ দিনে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর হিমালয় থেকে আসা হিমেল হাওয়ায় বেড়েছে শীতের প্রকোপ। দিনভর হিমেল হাওয়া আর তার সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। এতে কষ্ট বেড়েছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের। শীতে বিপাকে পড়েছে বয়স্ক ও শিশুরা।
দিনাজপুর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সোমবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা। তবে বাতাসে আর্দ্রতা ৯৫ শতাংশ ও এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫ থেকে ৭ কিলোমিটার।
এদিকে সকালের অধিকাংশ সময় কুয়াশায় ঢেকে থাকায় দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনকে। প্রচণ্ড শীতে গ্রামে বসবাসরত ও নিম্ন আয়ের মানুষেরা বেশি বিপাকে পড়েছেন। একটু গরমের আশায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তাঁরা। ফুটপাত ও স্টেশনে বসবাসরত ছিন্নমূল মানুষদের কষ্ট বেড়েছে সবচেয়ে বেশি।
শহরের রামনগরে কাজের সন্ধানে আসা দিনমজুর জাহিদুল ইসলাম বলেন, ‘ঠান্ডা বেশি হওয়ার জন্য কাজ-কাম কম হচ্ছে। বেশি শীতের কারণে মানুষ কাজ করাতে চায় না। একদিন কাজ পাই তো দুই দিনই বসি থাকিবা হচ্ছে। কেমন করি যে দিন চলিবে আল্লায় জানে।’
সদরের খানপুর গ্রামের অটোচালক সাজেদুর রহমান বলেন, ‘কয়েক দিন ধরে ঠান্ডা আর ঘন কুয়াশার কারণে আগের মতো যাত্রী পাই না। ঠান্ডার কারণে সকাল ও সন্ধ্যার পর রাস্তায় মানুষ কম আসে। তাই যাত্রী না পেয়ে বেশির ভাগ সময় বেকার হয়ে বসে থাকতে হচ্ছে। এতে সংসার চালাতে কষ্ট হচ্ছে।’
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন আজকের পত্রিকাকে জানান, সোমবার সকাল ৬টায় দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে ১০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ ও এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫ থেকে ৭ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৪ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।
এ বিষয়ে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম বলেন, ‘জেলার নিম্নবিত্ত ও ছিন্নমূল অসহায় মানুষের জন্য শীতবস্ত্র ও ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।’

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ মিনিট আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে