রংপুর প্রতিনিধি

রংপুরে ছয়তলা ভবনের পরিত্যক্ত ছাদে খোলা হয় একটি রেস্টুরেন্ট। রুফটপ নামের ওই রেস্টুরেন্টের আড়ালে চলছিল মাদকের কারবার। পুলিশ সেখানে অভিযান চালিয়ে মাদকসহ পাঁচ কারবারিকে গ্রেপ্তার করেছে। এ ঘটনা রংপুর নগরীর চারতলা মোড় এলাকা এসএম মঞ্জুর মোর্শেদ লিংকনের ছয়তলা বাসার ছাদে।
আজ সোমবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ে করে এসব তথ্য জানান উপ পুলিশ কমিশনার কাজী মুত্তাকি ইবনু মিনান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নগরীর কলেজ রোডের এসএম মঞ্জুর মোর্শেদ লিংকন (৫১), কুড়িগ্রাম নাগেশ্বরীর বাগডাঙ্গা গ্রামের মাসুদ রানা (৩২), রংপুর নগরীর পার্কের সামিউল আলম রতন (৩২), মিলনপাড়া ধর্মদাস এলাকার মোশারফ হোসেন (৩৫) ও পূর্ব শালবন এলাকার শিপন মিয়া (২৭)।
সংবাদ সম্মেলনে কাজী মুত্তাকি ইবনু মিনান জানান, রংপুর নগরীর চারতলা মোড় এলাকায় নিজ বাড়ির ছয়তলা ভবনের ছাদে রেস্টুরেন্ট খুলে এসএম মঞ্জুর মোর্শেদ মাদকের ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল গতকাল রোববার সন্ধ্যায় সেখানে অভিযান চালায়।
অভিযানে মাদক ক্রয়-বিক্রয়ের সময় ওই ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ১৬৩ পিস ইয়াবা ও ৪১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেপ্তার মাদক কারবারিদের সঙ্গে অন্য কোনো মাদক সিন্ডিকেটের যোগাযোগ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি মামলা দায়ের হয়েছে। আজ সোমবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ নুর আলম পাটোয়ারী, উৎপল কুমার রায়সহ মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা।

রংপুরে ছয়তলা ভবনের পরিত্যক্ত ছাদে খোলা হয় একটি রেস্টুরেন্ট। রুফটপ নামের ওই রেস্টুরেন্টের আড়ালে চলছিল মাদকের কারবার। পুলিশ সেখানে অভিযান চালিয়ে মাদকসহ পাঁচ কারবারিকে গ্রেপ্তার করেছে। এ ঘটনা রংপুর নগরীর চারতলা মোড় এলাকা এসএম মঞ্জুর মোর্শেদ লিংকনের ছয়তলা বাসার ছাদে।
আজ সোমবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ে করে এসব তথ্য জানান উপ পুলিশ কমিশনার কাজী মুত্তাকি ইবনু মিনান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নগরীর কলেজ রোডের এসএম মঞ্জুর মোর্শেদ লিংকন (৫১), কুড়িগ্রাম নাগেশ্বরীর বাগডাঙ্গা গ্রামের মাসুদ রানা (৩২), রংপুর নগরীর পার্কের সামিউল আলম রতন (৩২), মিলনপাড়া ধর্মদাস এলাকার মোশারফ হোসেন (৩৫) ও পূর্ব শালবন এলাকার শিপন মিয়া (২৭)।
সংবাদ সম্মেলনে কাজী মুত্তাকি ইবনু মিনান জানান, রংপুর নগরীর চারতলা মোড় এলাকায় নিজ বাড়ির ছয়তলা ভবনের ছাদে রেস্টুরেন্ট খুলে এসএম মঞ্জুর মোর্শেদ মাদকের ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল গতকাল রোববার সন্ধ্যায় সেখানে অভিযান চালায়।
অভিযানে মাদক ক্রয়-বিক্রয়ের সময় ওই ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ১৬৩ পিস ইয়াবা ও ৪১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেপ্তার মাদক কারবারিদের সঙ্গে অন্য কোনো মাদক সিন্ডিকেটের যোগাযোগ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি মামলা দায়ের হয়েছে। আজ সোমবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ নুর আলম পাটোয়ারী, উৎপল কুমার রায়সহ মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা।

টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
২৩ মিনিট আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২ ঘণ্টা আগে