কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটক ভেঙে গায়ের ওপর পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার পুঁটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মুনতাহা আক্তার (৪)। ভেড়ভেড়ী হাজিরহাট মাঝাপাড়া এলাকার মজনু মিয়ার মেয়ে সে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, ‘রংপুরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে। তার বাবা-মা থানায় আসেননি। এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।’
স্থানীয়রা বলছে, প্রতিদিনের মতো শনিবার সকালে স্কুলের মাঠে গরু-ছাগল চড়াতে যান মুনতাহার মা। এ সময় তাঁর পিছু পিছু শিশু মুনতাহাও স্কুলের দিকে যায়। স্কুলে প্রবেশের সময় হঠাৎ করেই বিদ্যালয়ের মূল ফটক (লোহার গেট) খুলে শিশুটির গায়ের ওপর পড়ে। পরে উপস্থিত লোকজন তাকে দ্রুত উদ্ধার কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ রেফার করে। পরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু মুনতাহার মৃত্যু হয়।
এ বিষয়ে ভেড়ভেরী মাঝাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাই আজকের পত্রিকাকে বলেন, ‘আজ আমি যখন স্কুলে আসি শিশুটির মা মাঠের এক পার্শ্বে ধান সিদ্ধ করছিল। গেটের কবজা গত বছর ঝালাই দিয়েছিলাম। গত কয়েক দিন ধরে পুরোনো ঝালাই খুলে গেছে। স্থানীয় ওয়েল্ডিং মিস্ত্রিকে বলেছিলাম ঠিক করতে, কিন্তু আজ-কাল করতে করতে শিশুর ওপর গেট ভেঙে পড়ল।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর ই আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি জানি না। দুর্ঘটনায় শিশুর মৃত্যু অত্যন্ত দুঃখজনক।’

নীলফামারীর কিশোরগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটক ভেঙে গায়ের ওপর পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার পুঁটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মুনতাহা আক্তার (৪)। ভেড়ভেড়ী হাজিরহাট মাঝাপাড়া এলাকার মজনু মিয়ার মেয়ে সে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, ‘রংপুরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে। তার বাবা-মা থানায় আসেননি। এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।’
স্থানীয়রা বলছে, প্রতিদিনের মতো শনিবার সকালে স্কুলের মাঠে গরু-ছাগল চড়াতে যান মুনতাহার মা। এ সময় তাঁর পিছু পিছু শিশু মুনতাহাও স্কুলের দিকে যায়। স্কুলে প্রবেশের সময় হঠাৎ করেই বিদ্যালয়ের মূল ফটক (লোহার গেট) খুলে শিশুটির গায়ের ওপর পড়ে। পরে উপস্থিত লোকজন তাকে দ্রুত উদ্ধার কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ রেফার করে। পরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু মুনতাহার মৃত্যু হয়।
এ বিষয়ে ভেড়ভেরী মাঝাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাই আজকের পত্রিকাকে বলেন, ‘আজ আমি যখন স্কুলে আসি শিশুটির মা মাঠের এক পার্শ্বে ধান সিদ্ধ করছিল। গেটের কবজা গত বছর ঝালাই দিয়েছিলাম। গত কয়েক দিন ধরে পুরোনো ঝালাই খুলে গেছে। স্থানীয় ওয়েল্ডিং মিস্ত্রিকে বলেছিলাম ঠিক করতে, কিন্তু আজ-কাল করতে করতে শিশুর ওপর গেট ভেঙে পড়ল।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর ই আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি জানি না। দুর্ঘটনায় শিশুর মৃত্যু অত্যন্ত দুঃখজনক।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে