Ajker Patrika

দিনাজপুরে কমেছে সবজির দাম, চালের বাজার স্থিতিশীল 

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে কমেছে সবজির দাম, চালের বাজার স্থিতিশীল 

দিনাজপুরে গত ২-৩ দিনে বাজারে শাক-সবজির দাম অনেকটাই কমেছে। সবজি ভেদে কেজিপ্রতি দাম কমেছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। তবে অধিকাংশ সবজির দাম কমলেও আলু, পেঁয়াজ ও চালের দাম স্থিতিশীল রয়েছে।

আজ বুধবার শহরের সবচেয়ে বড় পাইকারি ও খুচরা বাজার বাহাদুর বাজার এন এ মার্কেটে গিয়ে দেখা যায়, পটল বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা, লাউ আকার ভেদে ৫০-৬০ টাকা, বেগুন ৩৫-৪০ টাকা, করলা ৬০-৭০ টাকা, কাকরোল ৬০ টাকা, ঢেঁড়স ৪০, তরই ৪০ টাকা, ঝিঙ্গে ৫০ টাকা, চালকুমড়া আকার ভেদে ৫০-৬০ টাকা, টেমেটো ১৮০-২০০ টাকা, গাজর ১৮০-২০০ টাকা, কাঁচা মরিচ ২৪০-২৫০ টাকা, শশা ৪০ টাকা, মিস্টি কুমড়া ৩০-৩৫ টাকা, পেঁপে ৩৫-৪০ টাকা, বটবটি ৬০ টাকা, আলু হলান্ড ৫৫-৬০, দেশি আলু ৬৫-৭০ টাকা, দেশি পেঁয়াজ ১১৫-১২০ টাকা, হাইব্রিড পেঁয়াজ ৯৫-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অধিকাংশ সবজিই গত সপ্তাহে কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছিল বলে বিক্রেতারা জানিয়েছেন।

বাহাদুর বাজারের মিলন সবজি ঘরের স্বত্ত্বাধিকারী মো. ইব্রাহিম জানান, বর্তমানে সবজির আমদানি অনেক বেশি, সেই তুলনায় চাহিদা কম, আবার ঢাকায় স্বাভাবিকের তুলনায় সবজি কম যাচ্ছে। যার প্রভাব স্থানীয় বাজারে পড়ছে। এ কারণে সবজির দাম গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি ১০–২০ টাকা কম। তবে, সবজির দাম কমলেও আলু, কাঁচা মরিচ ও পেঁয়াজের দাম কমেনি।

বাহাদুর বাজার এন এ মার্কেটের পাইকারী ব্যবসায়ী মো. রবিউল ইসলাম জানান, সবজির দাম কমলেও আলু ও পেঁয়াজের দাম কমেনি। কারণ জানতে চাইলে তিনি জানান, এগুলো তো হিমাগার থেকে সরবরাহ করা হয়। তাই এগুলোর দাম কমেনি।

এদিকে, বুধবার বাহাদুর বাজারে খুচরা বাজারে স্বর্ণা ৪৬ টাকা, গুটি স্বর্ণ ৫০-৫২ টাকা, সুমন স্বর্ণ ৫৬-৫৮ টাকা, পাইজাম ৫৬-৫৮ টাকা, উনত্রিশ ৫৬-৫৮ টাকা, মিনিকেট ৬৬-৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর পাইকারি বাজারে কেজি প্রতি ২ থেকে ৩ টাকা কমে বিক্রি করা হচ্ছে।

এরশাদ ট্রেডার্সের স্বতাধিকারী এরশাদ আলী ভূইয়া জানান, গত ৩–৪ দিনে সাম্প্রতিক অস্থিরতার কারণে মিলগুলো চাল সরবরাহ করেনি। ফলে বাজার বাড়া–কমা হয়নি। আগামীকাল থেকে তারা চাল সরবরাহ করলে দাম জানা যাবে। এ সময় তিনি আরও জানান, বর্তমানে বাজারে ধানের দাম বাড়তি তাই চালের দামও বাড়ার সম্ভাবনা রয়েছে। 

এদিকে, বাজারে সবজির দাম অনেকটা নিয়ন্ত্রণে আসায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। এ সময় তারা আলু, পেঁয়াজ, কাঁচা মরিচ ও চালের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার জন্য বর্তমান প্রশাসনের প্রতি আহবান জানান।

পৌর এলাকার রামনগর এলাকার বেলাল হোসেন বলেন, ‘আমরা যারা দিন আনি দিন খাই তারা দিন শেষে দুটো ডাল, ভাত শান্তিতে খেয়ে পড়ে বাঁচতে চাই। বাজারে জিনিসের দাম তাতে আমাদের আয় দিয়ে তিনবেলা পেট ভরে ভাত খেতে পারছি না। জিনিসপত্রের দাম তাড়াতাড়ি কমানো দরকার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত