ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তদের হামলায় মেহেদি (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও দুজন। নিহত মেহেদী ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। গতকাল বুধবার রাতে শহরের বিসিক দুরামারি এলাকার শামিমের হোটেলের পাশে দুই গ্রুপের সংঘর্ষে এ ঘটনা ঘটে।
মৃত মেহেদীর বাড়ি সদর উপজেলার রুহিয়া থানার সেনিহারী গ্রামে। সে ওই গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে। আহতরা হলো ঠাকুরগাঁও জেলা পরিষদপাড়ার জুয়েলের ছেলে আরমান এবং একই এলাকার মিঠুর ছেলে গালিফ। এই দুজনও ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। একজন নবম শ্রেণির ছাত্র, অপরজন এসএসসি পরীক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ছাদেকুল জানান, রাত ৮টার দিকে কিশোর বয়সী কিছু ছেলের চিৎকার শুনে বাজারের লোকজন এগিয়ে যায়। গিয়ে তিনজনকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ছাবরিনা আজকের পত্রিকাকে বলেন, ‘অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আসার আগেই মেহেদির মৃত্যু হয়েছে। গালিব ও আরমানের অবস্থা খুব বেশি গুরুতর না হওয়ায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
মেহেদির মামা আমজাদ হোসেন বলেন, ‘স্কুলে যাওয়ার সুবিধার্থে মেহেদি আমাদের বাসায় থেকে পড়ালেখা করত। সন্ধ্যায় কেউ একজন তাকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরে মোবাইলে একজন হামলার বিষয়টি জানায়।’
আহত আরমানের বাবা মো. জুয়েল জানান, বুধবার সন্ধ্যার পর তাঁর ছেলে আরমান ও বোনের ছেলে গালিব এবং প্রতিবেশী মেহেদী বাড়ি থেকে বের হয়ে শহরের বিসিক শিল্পনগরী এলাকার শামীমের হোটেলে চা খাওয়ার জন্য যায়। চা খাওয়া শেষে বাড়িতে ফেরার পথে মোবাইল ফোনের লাইট জ্বালিয়ে তারা বাড়িতে ফিরছিল।
এ সময় রাস্তায় মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা কয়েকজন দুর্বৃত্ত আরমান, মেহেদী ও গালিবকে বেধড়ক পেটায়। একপর্যায়ে ওই দুর্বৃত্তরা ধারালো ছোরা দিয়ে মেহেদীকে কোপাতে থাকে। মেহেদীকে বাঁচাতে তাঁর ছেলে আরমান এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তিনি ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন। হঠাৎ ছেলে তাঁকে কল দিয়ে আহত হওয়ার কথা জানায়। ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পেয়ে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিয়ে আসেন।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তদের হামলায় মেহেদি (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও দুজন। নিহত মেহেদী ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। গতকাল বুধবার রাতে শহরের বিসিক দুরামারি এলাকার শামিমের হোটেলের পাশে দুই গ্রুপের সংঘর্ষে এ ঘটনা ঘটে।
মৃত মেহেদীর বাড়ি সদর উপজেলার রুহিয়া থানার সেনিহারী গ্রামে। সে ওই গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে। আহতরা হলো ঠাকুরগাঁও জেলা পরিষদপাড়ার জুয়েলের ছেলে আরমান এবং একই এলাকার মিঠুর ছেলে গালিফ। এই দুজনও ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। একজন নবম শ্রেণির ছাত্র, অপরজন এসএসসি পরীক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ছাদেকুল জানান, রাত ৮টার দিকে কিশোর বয়সী কিছু ছেলের চিৎকার শুনে বাজারের লোকজন এগিয়ে যায়। গিয়ে তিনজনকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ছাবরিনা আজকের পত্রিকাকে বলেন, ‘অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আসার আগেই মেহেদির মৃত্যু হয়েছে। গালিব ও আরমানের অবস্থা খুব বেশি গুরুতর না হওয়ায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
মেহেদির মামা আমজাদ হোসেন বলেন, ‘স্কুলে যাওয়ার সুবিধার্থে মেহেদি আমাদের বাসায় থেকে পড়ালেখা করত। সন্ধ্যায় কেউ একজন তাকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরে মোবাইলে একজন হামলার বিষয়টি জানায়।’
আহত আরমানের বাবা মো. জুয়েল জানান, বুধবার সন্ধ্যার পর তাঁর ছেলে আরমান ও বোনের ছেলে গালিব এবং প্রতিবেশী মেহেদী বাড়ি থেকে বের হয়ে শহরের বিসিক শিল্পনগরী এলাকার শামীমের হোটেলে চা খাওয়ার জন্য যায়। চা খাওয়া শেষে বাড়িতে ফেরার পথে মোবাইল ফোনের লাইট জ্বালিয়ে তারা বাড়িতে ফিরছিল।
এ সময় রাস্তায় মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা কয়েকজন দুর্বৃত্ত আরমান, মেহেদী ও গালিবকে বেধড়ক পেটায়। একপর্যায়ে ওই দুর্বৃত্তরা ধারালো ছোরা দিয়ে মেহেদীকে কোপাতে থাকে। মেহেদীকে বাঁচাতে তাঁর ছেলে আরমান এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তিনি ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন। হঠাৎ ছেলে তাঁকে কল দিয়ে আহত হওয়ার কথা জানায়। ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পেয়ে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিয়ে আসেন।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
২ মিনিট আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
১২ মিনিট আগে
যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
২২ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
৩০ মিনিট আগে