ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় দুলাল হোসেন (৪০) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান এ কমিটি গঠন করেন। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটিতে স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. এবিএম মারুফুল হাসানকে প্রধান করা হয়েছে। কমিটির বাকি দুজন হলেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সারোয়ার হোসেন সদস্য সচিব এবং সদস্য নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন। বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, পৌর মেয়র মাহমুদ আলম লিটনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী মৃত্যুর বিষয়ে কারও কোনো দায়িত্বে অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত কমিটিকে বলা হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সকালে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ও নার্সের অবহেলায় দুলাল হোসেন নামের এক ভ্যানচালকের মৃত্যুর অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে নিহতের স্বজন এবং বিক্ষুদ্ধ এলাকাবাসী স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শনসহ দোষীদের শাস্তির দাবি জানান।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় দুলাল হোসেন (৪০) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান এ কমিটি গঠন করেন। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটিতে স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. এবিএম মারুফুল হাসানকে প্রধান করা হয়েছে। কমিটির বাকি দুজন হলেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সারোয়ার হোসেন সদস্য সচিব এবং সদস্য নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন। বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, পৌর মেয়র মাহমুদ আলম লিটনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী মৃত্যুর বিষয়ে কারও কোনো দায়িত্বে অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত কমিটিকে বলা হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সকালে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ও নার্সের অবহেলায় দুলাল হোসেন নামের এক ভ্যানচালকের মৃত্যুর অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে নিহতের স্বজন এবং বিক্ষুদ্ধ এলাকাবাসী স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শনসহ দোষীদের শাস্তির দাবি জানান।
বিশ্বের উন্নত শহরগুলোর মতো এবার ঢাকার মিরপুর কলেজের সামনে পথচারী পারাপারের সিগন্যাল লাইট সিস্টেম পরীক্ষামূলক চালু করা হয়েছে। ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) আওতায় মিরপুরে পরীক্ষামূলকভাবে চালু হলো এই ‘নিরাপদ পথচারী পারাপার’ পাইলট প্রকল্প।
৮ মিনিট আগেপাবনার সাঁথিয়ায় চুরির অভিযোগে সালিসি বৈঠকের বিচারে দুই ভাইকে জুতার মালা পরিয়ে সারা গ্রাম ঘোরানোর ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (২৩ এপ্রিল) উপজেলার করমজা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লোকমান সরদারের বাড়িতে সালিসি বৈঠকে এ ঘটনা ঘটে। পরে ওই দুই ভাই লজ্জায় এলাকা ছেড়েছেন বলে জানা গেছে।
১০ মিনিট আগেঢাকার বিমানবন্দর থেকে কৌশলে অপহরণ করা তিন শ্রীলঙ্কান নাগরিকের মুক্তিপণ হিসেবে আড়াই কোটি টাকা চেয়েছিল অপহরণকারীরা। শ্রীলঙ্কা থেকে চারটি ব্যাংক হিসাবের মাধ্যমে টাকা আনারও চেষ্টা করা হয়। তবে এর আগেই বাগেরহাট থেকে তাঁদের উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে চার অপহরণকারীকে আটক করা হয়েছে।
১৩ মিনিট আগেহাইমচরে বড় ভায়ের স্ত্রীকে হত্যার দায়ে দেবর রিপন গাজীকে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমিরুল ইসলাম এ রায় দেন। রায়ে নিহত গৃহবধূর শ্বশুর সিরাজুল ইসলাম গাজী ও শাশুড়ি শাহানারা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
৪৩ মিনিট আগে