নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

টানা বৃষ্টি আর উজানের ঢলে সৃষ্ট বন্যায় নাগেশ্বরীর পুকুর ও জলাশয় ডুবে গেছে। এতে ভেসে গেছে প্রায় সাড়ে ৬৩ লাখ টাকার মাছ। ফলে আর্থিক ক্ষতিতে পড়েছেন উপজেলার মাছচাষিরা।
উপজেলা মৎস্য দপ্তরের তথ্যানুযায়ী এবার বন্যায় ডুবেছে ৩২৫টি পুকুর ও ৩১ দশমিক ৩৩ হেক্টর জলাশয়। এতে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৬৩ লাখ ৪৭ হাজার টাকা। ফলে আর্থিক ক্ষতিতে পড়েছেন উপজেলার ৩১৬ জন মাছচাষি। মাছচাষের আয়ে যাদের সংসার চলে, আকস্মিক বন্যায় মাছের সঙ্গে তাঁদের স্বপ্নও ভেসে গেছে। এতে ঋণের ফাঁদে আটকে পড়ার আশঙ্কা করছেন তাঁরা।
উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মাছচাষি পদ্ম কুমার দাস জানান, তিনি এবার একটি বেসরকারি ক্ষুদ্রঋণ সংস্থার কাছ থেকে ঋণ নিয়ে নুনখাওয়া ইউনিয়নের বোয়ালমারীতে দুই বিঘা জমির একটি পুকুর লিজ নিয়ে ৪০ হাজার টাকার পোনা মাছ ছেড়েছিলেন। কোনো বিপর্যয় না ঘটলে সব খরচ বাদে আয় হতো ৩০-৪০ হাজার টাকা। সেই আশা এবং স্বপ্ন ভাসিয়ে নিয়ে গেছে বন্যা। এখনো পানিতে তলিয়ে আছে সেই পুকুর। সব মাছ ভেসে গেছে বন্যার পানিতে। ফলে এবার তাঁর ঋণের টাকা পরিশোধ করা অসম্ভব হয়ে দাঁড়াবে।
পদ্ম কুমারের মতো একই রকম কথা বলেন একই এলাকার মাছচাষি আউয়াল ও কালাম।
কেদার ইউনিয়নের মাছচাষি অনুকূল বিশ্বাস জানান, ৬০ হাজার টাকা খরচ করে লিজ নেওয়া পুকুরে মাছ ছেড়েছিলেন। বন্যায় সব মাছ ভেসে গেছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন জানান, ইতিমধ্যে বন্যায় করণীয় শীর্ষক লিফলেট চাষিদের মধ্যে বিতরণ করা হয়েছে। এখন বন্যা পরিস্থিতির উন্নতিতে অবশিষ্ট মাছ রক্ষায় পুকুরে খৈল ও বিশেষ তেল মিশিয়ে দিতে বলা হচ্ছে, যাতে খাবারের লোভে বাইরে থেকেও মাছ প্রবেশ করে এবং পুকুরের মাছ পুকুরেই থেকে যায়। এ ছাড়া পুকুরে গাছের ডালপালা দিয়ে মাছের আশ্রয়স্থল তৈরি করতে পরামর্শ দেওয়া হচ্ছে।

টানা বৃষ্টি আর উজানের ঢলে সৃষ্ট বন্যায় নাগেশ্বরীর পুকুর ও জলাশয় ডুবে গেছে। এতে ভেসে গেছে প্রায় সাড়ে ৬৩ লাখ টাকার মাছ। ফলে আর্থিক ক্ষতিতে পড়েছেন উপজেলার মাছচাষিরা।
উপজেলা মৎস্য দপ্তরের তথ্যানুযায়ী এবার বন্যায় ডুবেছে ৩২৫টি পুকুর ও ৩১ দশমিক ৩৩ হেক্টর জলাশয়। এতে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৬৩ লাখ ৪৭ হাজার টাকা। ফলে আর্থিক ক্ষতিতে পড়েছেন উপজেলার ৩১৬ জন মাছচাষি। মাছচাষের আয়ে যাদের সংসার চলে, আকস্মিক বন্যায় মাছের সঙ্গে তাঁদের স্বপ্নও ভেসে গেছে। এতে ঋণের ফাঁদে আটকে পড়ার আশঙ্কা করছেন তাঁরা।
উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মাছচাষি পদ্ম কুমার দাস জানান, তিনি এবার একটি বেসরকারি ক্ষুদ্রঋণ সংস্থার কাছ থেকে ঋণ নিয়ে নুনখাওয়া ইউনিয়নের বোয়ালমারীতে দুই বিঘা জমির একটি পুকুর লিজ নিয়ে ৪০ হাজার টাকার পোনা মাছ ছেড়েছিলেন। কোনো বিপর্যয় না ঘটলে সব খরচ বাদে আয় হতো ৩০-৪০ হাজার টাকা। সেই আশা এবং স্বপ্ন ভাসিয়ে নিয়ে গেছে বন্যা। এখনো পানিতে তলিয়ে আছে সেই পুকুর। সব মাছ ভেসে গেছে বন্যার পানিতে। ফলে এবার তাঁর ঋণের টাকা পরিশোধ করা অসম্ভব হয়ে দাঁড়াবে।
পদ্ম কুমারের মতো একই রকম কথা বলেন একই এলাকার মাছচাষি আউয়াল ও কালাম।
কেদার ইউনিয়নের মাছচাষি অনুকূল বিশ্বাস জানান, ৬০ হাজার টাকা খরচ করে লিজ নেওয়া পুকুরে মাছ ছেড়েছিলেন। বন্যায় সব মাছ ভেসে গেছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন জানান, ইতিমধ্যে বন্যায় করণীয় শীর্ষক লিফলেট চাষিদের মধ্যে বিতরণ করা হয়েছে। এখন বন্যা পরিস্থিতির উন্নতিতে অবশিষ্ট মাছ রক্ষায় পুকুরে খৈল ও বিশেষ তেল মিশিয়ে দিতে বলা হচ্ছে, যাতে খাবারের লোভে বাইরে থেকেও মাছ প্রবেশ করে এবং পুকুরের মাছ পুকুরেই থেকে যায়। এ ছাড়া পুকুরে গাছের ডালপালা দিয়ে মাছের আশ্রয়স্থল তৈরি করতে পরামর্শ দেওয়া হচ্ছে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৪ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৫ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৫ ঘণ্টা আগে