কেএম হিমেল আহমেদ, বেরোবি (প্রতিনিধি)

জন্মগতভাবে সেরিব্রাল পালসি রোগে আক্রান্ত মো. আব্দুলাহ সুয়াদ। এসেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে। সঙ্গে বাবা-মা ও একজন শ্রুতলেখক। অদম্য ইচ্ছাশক্তি আর পরিবারের সহযোগিতা তাঁর সীমাবদ্ধ শরীরকে ঘরবন্দী করে রাখতে পারেনি। আজকের পত্রিকাকে সুয়াদ জানালেন, তিনি কারও বোঝা হয়ে থাকতে চান না, নিজ যোগ্যতায় পড়তে চান বিশ্ববিদ্যালয়ে।
আজ শুক্রবার গুচ্ছের মানবিক বিভাগের ‘বি ইউনিট’ ভর্তি পরীক্ষায় অংশ নিতে হুইলচেয়ার করে বাবা মো. মুশফিকুর রহমান এবং মা শিরিন রহমান নিয়ে এসেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে।
আব্দুলাহ সুয়াদের জন্ম রংপুর নগরীর নীলকণ্ঠ সোটাপির এলাকায়। বাবা-মায়ের দ্বিতীয় সন্তান তিনি। মা গৃহিণী, বাবা সরকারি কর্মকর্তা। শ্রুতলেখকের সাহায্যে রংপুর উচ্চবিদ্যালয় কলেজ থেকে এসএসসি এবং বিয়াম স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন।
আব্দুলাহ সুয়াদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের শুধু গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলাম। পরীক্ষা ভালো হয়েছে। আমার খুব ইচ্ছে করে স্বাভাবিক মানুষের মতো এগিয়ে যেতে। আমি কারও বোঝা হয়ে থাকতে চাই না। দেশের কোনো একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই। সমাজে আমাদের মতো বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের প্রতিষ্ঠিত হওয়া খুব দরকার।’
পড়াশোনার পাশাপাশি কীভাবে সময় কাটে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কম্পিউটার ও ল্যাপটপের যাবতীয় কাজ করতে পারি। পাশাপাশি ফাইবারে এসিও করি।’
বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক এ শিক্ষার্থীর বাবা-মা আজকের পত্রিকাকে জানান, সুয়াদের ইচ্ছাশক্তি অনেক বেশি। যার কারণে আজ তিনি এ পর্যন্ত আসতে পেরেছেন। উন্নত চিকিৎসা পেলে স্বাভাবিক জীবনে চলাফেরা করতে পারবেন বলে আশাবাদী তাঁরা।
সুয়াদের বাবা বলেন, ‘সব সময় ওর পাশে থাকার চেষ্টা করি। কোনো প্রয়োজনের কমতি রাখি না।’
প্রসঙ্গত, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় রংপুর জেলায় ১৩ হাজার ১৬৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। তাঁদের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ২৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।

জন্মগতভাবে সেরিব্রাল পালসি রোগে আক্রান্ত মো. আব্দুলাহ সুয়াদ। এসেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে। সঙ্গে বাবা-মা ও একজন শ্রুতলেখক। অদম্য ইচ্ছাশক্তি আর পরিবারের সহযোগিতা তাঁর সীমাবদ্ধ শরীরকে ঘরবন্দী করে রাখতে পারেনি। আজকের পত্রিকাকে সুয়াদ জানালেন, তিনি কারও বোঝা হয়ে থাকতে চান না, নিজ যোগ্যতায় পড়তে চান বিশ্ববিদ্যালয়ে।
আজ শুক্রবার গুচ্ছের মানবিক বিভাগের ‘বি ইউনিট’ ভর্তি পরীক্ষায় অংশ নিতে হুইলচেয়ার করে বাবা মো. মুশফিকুর রহমান এবং মা শিরিন রহমান নিয়ে এসেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে।
আব্দুলাহ সুয়াদের জন্ম রংপুর নগরীর নীলকণ্ঠ সোটাপির এলাকায়। বাবা-মায়ের দ্বিতীয় সন্তান তিনি। মা গৃহিণী, বাবা সরকারি কর্মকর্তা। শ্রুতলেখকের সাহায্যে রংপুর উচ্চবিদ্যালয় কলেজ থেকে এসএসসি এবং বিয়াম স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন।
আব্দুলাহ সুয়াদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের শুধু গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলাম। পরীক্ষা ভালো হয়েছে। আমার খুব ইচ্ছে করে স্বাভাবিক মানুষের মতো এগিয়ে যেতে। আমি কারও বোঝা হয়ে থাকতে চাই না। দেশের কোনো একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই। সমাজে আমাদের মতো বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের প্রতিষ্ঠিত হওয়া খুব দরকার।’
পড়াশোনার পাশাপাশি কীভাবে সময় কাটে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কম্পিউটার ও ল্যাপটপের যাবতীয় কাজ করতে পারি। পাশাপাশি ফাইবারে এসিও করি।’
বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক এ শিক্ষার্থীর বাবা-মা আজকের পত্রিকাকে জানান, সুয়াদের ইচ্ছাশক্তি অনেক বেশি। যার কারণে আজ তিনি এ পর্যন্ত আসতে পেরেছেন। উন্নত চিকিৎসা পেলে স্বাভাবিক জীবনে চলাফেরা করতে পারবেন বলে আশাবাদী তাঁরা।
সুয়াদের বাবা বলেন, ‘সব সময় ওর পাশে থাকার চেষ্টা করি। কোনো প্রয়োজনের কমতি রাখি না।’
প্রসঙ্গত, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় রংপুর জেলায় ১৩ হাজার ১৬৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। তাঁদের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ২৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি নির্বাচনী এলাকাতেই স্বতন্ত্র প্রার্থীদের চাপে পড়েছে বিএনপি। আর দীর্ঘদিন একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও জোটের প্রার্থী ঘোষণা নিয়ে চাপে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও।
৩ ঘণ্টা আগে