সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

আসন্ন ইউপি নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জে একমাত্র মহিলা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জোৎস্না বেগমের নির্বাচনী প্রচারণায় বাধা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রার্থীর দেবর আসাদুজ্জামান ভুট্টু গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
রোববার বিকেলে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের মন্ডলের হাটের নির্বাচনী কার্যালয়ে এ ঘটনা ঘটে। মহিলা চেয়ারম্যান প্রার্থী জোৎস্না বেগমের ছাপড়হাটী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। তিনি ওই ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের স্ত্রী।
স্থানীয়রা জানান, ঘটনার সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী কার্যালয়ে তাঁর দেবর মামুন সরকার নির্বাচনী প্রচারণার রেকর্ডিং একটি সাউন্ড বক্সে চেক করছিলেন। এ সময় পাশের মুদি দোকানদার ও ওই ইউনিয়নের পূর্ব ছাপডহাটী (হাউদের ভিটা) গ্রামের মৃত মনছুর আলীর ছেলে মশিউর রহমান বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কির হয়। তর্কাতর্কির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। সংঘর্ষে গুরুতর আহত হন প্রার্থীর দেবর আসাদুজ্জামান ভুট্টু। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন মশিউর রহমান। সেই সঙ্গে মন্ডলের হাটের দু-একটা চায়ের দোকান ছাড়া সব দোকানপাট বন্ধ রয়েছে। বাজার হয়েছে জনশূন্য। এ অবস্থায় এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা-পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছেন।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জনতার দেবর সুমন সরকার বলেন, ‘মশিউরের ভাতিজা মিল্টন, মিথুন ও রানা এসে আমার বড়ভাই আসাদুজ্জামান ভুট্টুকে ধাক্কা ও কিল-ঘুষি মারে। পরে পাশের চায়ের দোকান থেকে খড়ি নিয়ে এসে এলোপাতাড়িভাবে মারতে থাকে। এতে সে গুরুতর আহত হয়।’
অভিযুক্ত মশিউর রহমান আত্মগোপনে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জোৎস্না বেগম জনতা বলেন, ‘গত শুক্রবার নির্বাচনী কাজে ব্যবহার করতে ওই অফিস উদ্বোধন করা হয়। গতকাল শনিবার মশিউর রহমান অফিস করতে বাধা দেয়। আমরা তেমন গুরুত্ব দেয়নি। রোববার ঘটনার সময় সাউন্ড বক্সে রেকর্ডিং পরীক্ষা করা কালে সে আবারও এসে বাধা দেয়। এতে আমার লোকজন প্রতিবাদ করতে গেলে মশিউর ও তার ভাতিজারা আমার দেবরকে মারপিট করেন। এখন সে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় পর সুষ্ঠু নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। আমি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।’
উপজেলা মৎস্য কর্মকর্তা ও ইউপি নির্বাচনে নিয়োজিত রিটার্নিং কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে আমি কিছুই জানি না। তারা আমাকে বলুক। তারপরে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচারণায় কোনো বাধা নেই।’
সুষ্ঠু নির্বাচনের বিষয়ে জানতে চাইলে নির্বাহী কর্মকর্তা বলেন, ‘ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে ইনশা আল্লাহ। এতে সন্দেহের কোনো কারণ নেই।’

আসন্ন ইউপি নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জে একমাত্র মহিলা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জোৎস্না বেগমের নির্বাচনী প্রচারণায় বাধা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রার্থীর দেবর আসাদুজ্জামান ভুট্টু গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
রোববার বিকেলে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের মন্ডলের হাটের নির্বাচনী কার্যালয়ে এ ঘটনা ঘটে। মহিলা চেয়ারম্যান প্রার্থী জোৎস্না বেগমের ছাপড়হাটী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। তিনি ওই ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের স্ত্রী।
স্থানীয়রা জানান, ঘটনার সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী কার্যালয়ে তাঁর দেবর মামুন সরকার নির্বাচনী প্রচারণার রেকর্ডিং একটি সাউন্ড বক্সে চেক করছিলেন। এ সময় পাশের মুদি দোকানদার ও ওই ইউনিয়নের পূর্ব ছাপডহাটী (হাউদের ভিটা) গ্রামের মৃত মনছুর আলীর ছেলে মশিউর রহমান বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কির হয়। তর্কাতর্কির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। সংঘর্ষে গুরুতর আহত হন প্রার্থীর দেবর আসাদুজ্জামান ভুট্টু। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন মশিউর রহমান। সেই সঙ্গে মন্ডলের হাটের দু-একটা চায়ের দোকান ছাড়া সব দোকানপাট বন্ধ রয়েছে। বাজার হয়েছে জনশূন্য। এ অবস্থায় এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা-পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছেন।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জনতার দেবর সুমন সরকার বলেন, ‘মশিউরের ভাতিজা মিল্টন, মিথুন ও রানা এসে আমার বড়ভাই আসাদুজ্জামান ভুট্টুকে ধাক্কা ও কিল-ঘুষি মারে। পরে পাশের চায়ের দোকান থেকে খড়ি নিয়ে এসে এলোপাতাড়িভাবে মারতে থাকে। এতে সে গুরুতর আহত হয়।’
অভিযুক্ত মশিউর রহমান আত্মগোপনে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জোৎস্না বেগম জনতা বলেন, ‘গত শুক্রবার নির্বাচনী কাজে ব্যবহার করতে ওই অফিস উদ্বোধন করা হয়। গতকাল শনিবার মশিউর রহমান অফিস করতে বাধা দেয়। আমরা তেমন গুরুত্ব দেয়নি। রোববার ঘটনার সময় সাউন্ড বক্সে রেকর্ডিং পরীক্ষা করা কালে সে আবারও এসে বাধা দেয়। এতে আমার লোকজন প্রতিবাদ করতে গেলে মশিউর ও তার ভাতিজারা আমার দেবরকে মারপিট করেন। এখন সে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় পর সুষ্ঠু নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। আমি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।’
উপজেলা মৎস্য কর্মকর্তা ও ইউপি নির্বাচনে নিয়োজিত রিটার্নিং কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে আমি কিছুই জানি না। তারা আমাকে বলুক। তারপরে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচারণায় কোনো বাধা নেই।’
সুষ্ঠু নির্বাচনের বিষয়ে জানতে চাইলে নির্বাহী কর্মকর্তা বলেন, ‘ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে ইনশা আল্লাহ। এতে সন্দেহের কোনো কারণ নেই।’

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৫ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৫ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৫ ঘণ্টা আগে