রংপুর প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জে কৃষকের সেচপাম্প চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে হাসান মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের তাতারপুর গ্রামে এ ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মংকর্তা (ওসি) এম এ ফারুক।
পুলিশ ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার বড় আলমপুর ইউনিয়নের তাতারপুর গ্রামের কৃষক আফজাল হোসেন গতকাল শুক্রবার বিকেলে তাতারপুর মাঠে সেচঘরে তালা দিয়ে বাড়িতে যান। আজ ফজরের নামাজ শেষে জমিতে পানি দেওয়ার জন্য সেচঘরে গেলে ঘরের দরজার তালা খোলা দেখতে পান। ভেতরে গিয়ে দেখেন সেচপাম্পের বৈদ্যুতিক তারে একজন জড়িয়ে আছেন। তা দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে দেখে একই গ্রামের শহীদুল ইসলামের ছেলে হাসান মিয়া বৈদ্যুতিক তারে আটকে মৃত অবস্থায় রয়েছেন। ঘটনাটি ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন সেখানে ভিড় জমাতে শুরু করে। খবর পেয়ে পীরগঞ্জ থানা-পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
স্থানীয় ইউপি সদস্য আবু তাহের আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সকালে শুনলাম আফজাল হোসেনের সেচ মোটরে একজন বিদ্যুতায়িত মারা গেছেন। গিয়ে দেখি সে একই গ্রামের শহীদুল ইসলামে ছেলে হাসান। তবে আমরা ধারণা করছি, সে মোটর চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।’
পীরগঞ্জ থানার ওসি এম এ ফারুক মোবাইল ফোনে বলেন, প্রাথমিক তদন্তে চুরির সময় বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। মৃত হাসানের বাবা বিনা পোস্টমর্টেমে কাফনের জন্য থানায় একটা আবেদন জমা দিয়েছেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রংপুরের পীরগঞ্জে কৃষকের সেচপাম্প চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে হাসান মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের তাতারপুর গ্রামে এ ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মংকর্তা (ওসি) এম এ ফারুক।
পুলিশ ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার বড় আলমপুর ইউনিয়নের তাতারপুর গ্রামের কৃষক আফজাল হোসেন গতকাল শুক্রবার বিকেলে তাতারপুর মাঠে সেচঘরে তালা দিয়ে বাড়িতে যান। আজ ফজরের নামাজ শেষে জমিতে পানি দেওয়ার জন্য সেচঘরে গেলে ঘরের দরজার তালা খোলা দেখতে পান। ভেতরে গিয়ে দেখেন সেচপাম্পের বৈদ্যুতিক তারে একজন জড়িয়ে আছেন। তা দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে দেখে একই গ্রামের শহীদুল ইসলামের ছেলে হাসান মিয়া বৈদ্যুতিক তারে আটকে মৃত অবস্থায় রয়েছেন। ঘটনাটি ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন সেখানে ভিড় জমাতে শুরু করে। খবর পেয়ে পীরগঞ্জ থানা-পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
স্থানীয় ইউপি সদস্য আবু তাহের আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সকালে শুনলাম আফজাল হোসেনের সেচ মোটরে একজন বিদ্যুতায়িত মারা গেছেন। গিয়ে দেখি সে একই গ্রামের শহীদুল ইসলামে ছেলে হাসান। তবে আমরা ধারণা করছি, সে মোটর চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।’
পীরগঞ্জ থানার ওসি এম এ ফারুক মোবাইল ফোনে বলেন, প্রাথমিক তদন্তে চুরির সময় বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। মৃত হাসানের বাবা বিনা পোস্টমর্টেমে কাফনের জন্য থানায় একটা আবেদন জমা দিয়েছেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
১ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
৪ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
২৩ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
২৯ মিনিট আগে