Ajker Patrika

ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, পাশে পড়েছিল বিদ্যুতের ছেঁড়া তার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, পাশে পড়েছিল বিদ্যুতের ছেঁড়া তার

রংপুরের কাউনিয়ায় সনিয়া বেগম (২০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার উপজেলার বালাপাড়া ইউনিয়নের গোপিডাঙ্গা গ্রামে স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত সনিয়া বেগম ওই গ্রামের রিপন মিয়ার স্ত্রী এবং পাবনা সদরের চর বাঙ্গাবাড়িয়া গ্রামের আমিরুল ইসলামের মেয়ে। 

নিহতের পরিবার ও স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল সোমবার বিকেল ৩টার দিকে সনিয়া বেগম স্বামী রিপনকে বলেন তাদের শিশু সন্তানকে নিয়ে বাজার যেতে। রিপন সন্তানকে নিয়ে বাজারে গেলে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন সনিয়া। পরে প্রতিবেশীরা তাঁকে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা খুলে দেখতে পান ঘরের ভেতরে বিছানার চাদরে ও বালিশে আগুনের ধোয়া উঠছে এবং বিদ্যুতের ছেঁড়া তারের পাশে খাটের ওপর সনিয়া অচেতন অবস্থায় পড়ে আছে। 

পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। খবর পেয়ে আজ সকালে সনিয়ার মরদেহ উদ্ধার করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। ওই গৃহবধূর স্বজনদের দাবি নিজ ঘরে বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু হয়েছে। 

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, ওই নারীর মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মঙ্গলবার ওই নারীর বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত