গাইবান্ধার পলাশবাড়ীতে ভোট কেন্দ্রে দায়িত্বরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) তোফাজ্জল হোসেনের গালে চড় মারার অভিযোগে আটক হওয়ার তিন ঘণ্টা পর ছাড়া পেলেন হোসেনপুর ইউপি নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আশরাফ মণ্ডল। আজ রোববার বিকেল পৌনে ৩টার দিকে গাইবান্ধা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উপেন্দ্র চন্দ্র দাস তাঁকে ছেড়ে দেন।
এর আগে রোববার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার হোসেনপুর ইউনিয়নের শিশুসহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আটক হন তিনি।
আশরাফ ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে ওই কেন্দ্র পরিদর্শনে আসেন চেয়ারম্যান প্রার্থী আশরাফ। কেন্দ্রের পরিবেশ সন্তোষজনক মনে না হওয়ায় এ নিয়ে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা তোফাজ্জল হোসেনের সঙ্গে প্রার্থী আশরাফের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে পরিণত হয় এবং ওই প্রার্থী এএসআইয়ের গালে চড় মারেন। এ জন্য পুলিশ আশরাফকে আটক করে।
কেন্দ্রে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) রাকিব বলেন, দায়িত্বরত পুলিশ কর্মকর্তার সঙ্গে অসদাচরণ ও গালে থাপ্পড় মারার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে।
কেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার শফিউল ইসলাম শফি বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেল পৌনে ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ভোট কেন্দ্রে এসে উভয়ের বক্তব্য শোনেন। এরপর আটক চেয়ারম্যান প্রার্থীকে সতর্ক করার পাশাপাশি ভবিষ্যতে এমন আচরণ না করার নির্দেশ দিয়ে ছেড়ে দেওয়ার আদেশ দেন ম্যাজিস্ট্রেট।

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
৩ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩ ঘণ্টা আগে