সামান্য বৃষ্টিতেই ঘরের চাল দিয়ে পানি পড়ে। ভিজে যায় বিছানা। মাথা গোঁজার ঠাঁইটুকু রক্ষায় চালে দেওয়া হয়েছে পলিথিন। স্বামী-সন্তানসহ এই একটি ঘরেই গুটিসুটি মেরে থাকতে হয় সুখীতন বেগমের। অর্থের অভাবে মেরামত করতে না পেরে এভাবে তিন বছর পার করেছেন।
সুখীতন বেগমের বাড়ি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের পূর্ব কেদার পূর্ব পাড়া গ্রামে। প্রায় তিন বছর আগে শিলা বৃষ্টির আঘাতে তাঁর ঘরের টিনের চালে অসংখ্য ছিদ্র হয়ে যায়। সেই ছিদ্র দিয়ে প্রবেশ করা বৃষ্টির পানিতে ভিজে যায় ঘরের চালের কাঠসহ অন্যান্য জিনিসপত্র।
সুখীতন বেগমের বাড়িতে গিয়ে দেখা গেছে, বৃষ্টির পানি যাতে ঘরের ভেতর ঢুকতে না পারে সে জন্য অসংখ্য ছিদ্র হওয়া টিনের চাল পলিথিন দিয়ে ঢেকে দেওয়া। সেই পলিথিন কাগজও ছিঁড়ে গেছে। ঘরের ভেতরের বিছানাসহ অন্যান্য জিনিস যাতে বৃষ্টির পানিতে ভিজে নষ্ট না হয় সে জন্য পলিথিন দিয়ে সেগুলো ঢেকে রেখেছেন। ঘরের ভেতর থেকে ওপর দিকে তাকালে টিনের চালের ছিদ্র দিয়ে আকাশ দেখা যায়।
সুখীতন বেগম বলেন, ‘মাটি কাটার কাজ করি। অসুস্থ স্বামী সব সময় কাজ করতে পারে না। বাড়ি ভিটা ছাড়া আর জমি নেই। ছেলে স্কুলে যায়। মাটি কাটার কাজ করে যা পাই তা দিয়ে কোনো মতে দিন চলে। ঘরটি ঠিক করতে ৬০ থেকে ৭০ হাজার টাকা লাগবে। এত টাকা কোথায় পাব? বৃষ্টিতে ভিজে যাওয়া থেকে বাঁচতে পলিথিনই ভরসা।’
সুখীতন বেগম আরও বলেন, ‘বছর তিনেক আগে বাম হাত ভেঙে গিয়েছিল। টাকার অভাবে চিকিৎসা হচ্ছিল না। প্রতিবেশীরা চাঁদা তুলে চিকিৎসার ব্যবস্থা করেছিল। ভাঙা হাতে রড ঢোকাতে হয়েছিল। সেই রড এক বছর আগেই বের করতে বলেছিল ডাক্তার। টাকার অভাবে এখনো তা বের করা হয়নি।’
সুখীতনের প্রতিবেশী আইয়ুব আলী ও বাহতন বেগম জানান, দুই হাতের কর্মের ওপর সুখীতনের সংসার চলে। দিন আনে, দিন খায়। বৃষ্টির দিনে খুব সমস্যা হয়।
বলদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, সুখীতনের পরিবারকে বিভিন্নভাবে সহায়তা করা হয়। তবে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ঘর করে দেওয়ার সুযোগ নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপক কুমার দেব শর্মা বলেন, ‘উপজেলায় এ রকম পরিবার আছে জানা ছিল না। পরিবারটি সাহায্যের আবেদন করলে সুযোগ এলে সহযোগিতা করা হবে।’

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে