কুড়িগ্রামের রাজারহাটের বীর মুক্তিযোদ্ধা মো. আব্বাস আলী (৮০) নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়ার ঘটনায় রংপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর ছেলে দেলওয়ার হোসেন। চিকিৎসাজনিত কারণে রংপুরে ছেলের বাসায় বেড়াতে গিয়ে ১০ জুন তিনি নিখোঁজ হন।
নিখোঁজ হওয়ার বিষয়টি রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার।
জিডি থেকে জানা গেছে, রাজারহাট উপজেলার পুটিকাটা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী বেশ কিছুদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। চিকিৎসার জন্য তাঁকে রংপুরের কোতোয়ালি থানার রতিরামপুর আদর্শপাড়ায় ছেলের বাসায় নিয়ে যাওয়া হয়। গত ১০ জুন বিকেল ৩টার দিকে ছেলের ভাড়া বাসা থেকে পার্শ্ববর্তী রতিরামপুর বাজারের উদ্দেশ্যে রওনা হন আব্বাস আলী। পরে তিনি আর বাসায় ফেরেননি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পর তাঁর সন্ধান মেলেনি। পরে ১১ জুন তাঁর সন্ধান চেয়ে রংপুর কোতোয়ালি থানায় জিডি করা হয়। ডায়েরিতে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আব্বাস আলী বেশ কিছুদিন থেকে মানসিক অসুস্থতায় ভুগছেন।
মুক্তিযোদ্ধা আব্বাস আলীর বড় ছেলে ও পুলিশ সদস্য দেলওয়ার হোসেন বলেন, ‘বাবার উন্নত চিকিৎসার জন্য রংপুরে নিয়ে এসেছিলাম। ১০ জুন হঠাৎ বাসা থেকে বেরিয়ে যান। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য স্থানে খুঁজেও তাঁকে না পাওয়ায় কোতোয়ালি থানায় জিডি করেছি। তাঁর সন্ধান পেলে কাছের থানা অথবা মোবাইল ফোনের নম্বর ০১৭৬৪৩৪২৬১১-এ যোগাযোগের অনুরোধ জানাই।’
ওসি সুশান্ত কুমার সরকার বলেন, ‘নিখোঁজ মুক্তিযোদ্ধা আব্বাস আলীর সন্ধান পেতে আমরা ইতিমধ্যে জেলার সব থানায় ছবিসহ বার্তা পাঠিয়েছি। আশা করি খুব শিগগিরই তাঁর সন্ধান পাওয়া যাবে।’

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে