দিনাজপুর-বিরামপুর-গোবিন্দগঞ্জ সড়কটি বিরামপুর পৌর শহরের কিছু জায়গায় রয়েছে ত্রিমুখী ও চতুর্মুখ সংযোগ সড়ক। প্রায়ই এসব সড়কে ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণও হারিয়েছেন অনেকে। এভাবে আতঙ্ক নিয়ে চলাচল করছেন চালক ও পথচারীরা।
জানা যায়, গত ঈদুল ফিতরের আগে বিভিন্ন স্থানে প্লাস্টিকের তৈরি সড়ক বিভাজক স্থাপনের ব্যবস্থা করেন পৌর মেয়র। কিন্তু সম্প্রতি দেখা গেছে, অনেক সংযোগস্থলে বিভাজক গুলো নেই এতে পূর্বের মতো ঝুঁকি নিয়ে কোমলমতি ছাত্র-ছাত্রী, রিকশা-ভ্যান, অটোরিকশা, মোটরবাইক, সংযোগ স্থান দিয়ে সড়ক পারাপার হচ্ছে। বিশেষ করে কলেজ বাজার বড়তলী চতুর্মুখ সংযোগ স্থান ও উপজেলা গেট।
ওই এলাকায় সড়কের দু-পাশে মসজিদ, মাদ্রাসা, বাজার স্কুল-কলেজ, উপজেলা পরিষদ থাকায় সকাল ৯ থেকে ১০ পর্যন্ত সড়কটি জনসাধারণের চলাচলের জন্য ব্যস্ত থাকে। পাশাপাশি ঝুঁকি নিয়ে ছাত্র-ছাত্রী জনসাধারণ সড়ক পারাপার হচ্ছে।
পুরাতন বাজার এলাকার কবির হোসেন বলেন, নতুন করে সড়কের উন্নয়ন হয়েছে শুধু সড়ক বিভাজক হলে এ সড়কে দুর্ঘটনা আরও কমে যেত। শহরের কিছু কিছু স্থানে জেব্রা ক্রসিং ও প্রয়োজন আছে।
এ বিষয়ে পৌর মেয়র আক্কাস আলী জানান, বিভাজন গুলো অনেক জায়গায় থেকে চুরি হয়েছে এবং ট্রাক ও বাসের সঙ্গে ধাক্কা লেগে ভেঙে গেছে। অচিরেই স্থায়ীভাবে কংক্রিট দিয়ে তৈরি বিভাজন দেওয়ার আশ্বাস দেন তিনি।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, বিরামপুর শহরটি ব্যস্ততম এ পথ দিয়ে প্রচুর পরিমাণে দুরপাল্লার ট্রাক-বাস এবং ঢাকাগামী দিনের ও রাতের কোচগুলো চলাচল করে। প্রতিদিন কোনো না কোনো স্থানে দুর্ঘটনা ঘটছে।
ওসি আরও বলেন, শহরের যদি সড়ক বিভাজক দেওয়া হয় তাহলে দুর্ঘটনার মাত্রা কমে যাবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
৯ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
১২ মিনিট আগে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
১৫ মিনিট আগে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অপহৃত কর্মচারী আব্দুর রহমানকে (৪৫) উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. রাকিব হাসান আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে এ তথ্য জানিয়েছেন।
২২ মিনিট আগে