বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে দুই শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। এদিকে আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে অভিযুক্তদের লোকজন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করেছে।
মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তৃতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্রী পরীক্ষা দিতে যাওয়ার পথে রাস্তায় ডাবরা জিনেশ্বরী গ্রামের দুলাল হোসেন (৪৮) তার শ্লীলতাহানি করে। ওই সময় লোকজন এসে পড়লে দুলাল পাশের ভুট্টাখেতে নেমে পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শী ভ্যানচালক আলম জানান, মাদ্রাসায় গিয়ে শিক্ষকদের ঘটনাটি জানালে তাঁরা দুলালকে খুঁজে বের করে মাদ্রাসায় আটকে রাখেন। পরে মোশারফ হোসেন রুবেলের নেতৃত্বে একদল যুবক মাদ্রাসায় ঢুকে দুলালকে সেখান থেকে বের করে স্থানীয় ইউপি সদস্য আবু তাহের আইয়ুবের দোকানে নিয়ে যান। থানায় খবর দেওয়া হলে বীরগঞ্জ থানার এসআই দেবাশীষ রায়সহ পুলিশের একটি দল সেখানে গিয়ে অভিযুক্ত দুলালকে গ্রেপ্তার করে। পরে তাঁকে থানায় নিতে গেলে রুবেলের নেতৃত্বে ক্ষুব্ধ লোকজন পুলিশের সামনেই দুলালকে মারধর করে এবং মাথা ন্যাড়া ও জুতার মালা পরিয়ে ঘোরানোর দাবি জানায়। পুলিশ আইনি পদক্ষেপের পরামর্শ দিলে তারা পুলিশ ও ইউপি সদস্য আইয়ুবকে তাঁর ঘরে অবরুদ্ধ করে রাখে।
খবর পেয়ে বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শিহাব উদ্দিনের নেতৃত্বে পুলিশের অপর একটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁদেরকে উদ্ধার করে বিকেল ৪টায় থানায় নিয়ে আসে। আসার পথে পুলিশের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ লোকজন।
ইউপি সদস্য আবু তাহের আইয়ুব বলেন, ‘আমি আইন হাতে তুলে নিতে দিইনি বলে তারা ক্ষিপ্ত হয়ে আমার দোকানে আমাকে ও পুলিশকে অবরুদ্ধ করে রাখে।’
অপর দিকে একই দিন দুপুরে উপজেলায় ঘরজামাই থাকা পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার এলাকার হাঁড়িভাঙ্গাপাড়া গ্রামের মতিয়ার রহমান (৫০) আইসক্রিম দেওয়ার লোভ দেখিয়ে প্রথম শ্রেণির এক ছাত্রীকে নিজের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় মেয়েটির এক স্বজন দেখে ফেলেন। রাতে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ গেলে সেখানেও দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালায়।
বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শিহাব উদ্দিন আজ শুক্রবার জানান, ধর্ষণচেষ্টা ও পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বীরগঞ্জ থানায় তিনটি মামলা হয়েছে। র্ধষণচেষ্টা মামলার দুই আসামি দুলাল হোসেন ও মতিয়ার রহমানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

দিনাজপুরের বীরগঞ্জে দুই শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। এদিকে আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে অভিযুক্তদের লোকজন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করেছে।
মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তৃতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্রী পরীক্ষা দিতে যাওয়ার পথে রাস্তায় ডাবরা জিনেশ্বরী গ্রামের দুলাল হোসেন (৪৮) তার শ্লীলতাহানি করে। ওই সময় লোকজন এসে পড়লে দুলাল পাশের ভুট্টাখেতে নেমে পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শী ভ্যানচালক আলম জানান, মাদ্রাসায় গিয়ে শিক্ষকদের ঘটনাটি জানালে তাঁরা দুলালকে খুঁজে বের করে মাদ্রাসায় আটকে রাখেন। পরে মোশারফ হোসেন রুবেলের নেতৃত্বে একদল যুবক মাদ্রাসায় ঢুকে দুলালকে সেখান থেকে বের করে স্থানীয় ইউপি সদস্য আবু তাহের আইয়ুবের দোকানে নিয়ে যান। থানায় খবর দেওয়া হলে বীরগঞ্জ থানার এসআই দেবাশীষ রায়সহ পুলিশের একটি দল সেখানে গিয়ে অভিযুক্ত দুলালকে গ্রেপ্তার করে। পরে তাঁকে থানায় নিতে গেলে রুবেলের নেতৃত্বে ক্ষুব্ধ লোকজন পুলিশের সামনেই দুলালকে মারধর করে এবং মাথা ন্যাড়া ও জুতার মালা পরিয়ে ঘোরানোর দাবি জানায়। পুলিশ আইনি পদক্ষেপের পরামর্শ দিলে তারা পুলিশ ও ইউপি সদস্য আইয়ুবকে তাঁর ঘরে অবরুদ্ধ করে রাখে।
খবর পেয়ে বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শিহাব উদ্দিনের নেতৃত্বে পুলিশের অপর একটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁদেরকে উদ্ধার করে বিকেল ৪টায় থানায় নিয়ে আসে। আসার পথে পুলিশের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ লোকজন।
ইউপি সদস্য আবু তাহের আইয়ুব বলেন, ‘আমি আইন হাতে তুলে নিতে দিইনি বলে তারা ক্ষিপ্ত হয়ে আমার দোকানে আমাকে ও পুলিশকে অবরুদ্ধ করে রাখে।’
অপর দিকে একই দিন দুপুরে উপজেলায় ঘরজামাই থাকা পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার এলাকার হাঁড়িভাঙ্গাপাড়া গ্রামের মতিয়ার রহমান (৫০) আইসক্রিম দেওয়ার লোভ দেখিয়ে প্রথম শ্রেণির এক ছাত্রীকে নিজের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় মেয়েটির এক স্বজন দেখে ফেলেন। রাতে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ গেলে সেখানেও দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালায়।
বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শিহাব উদ্দিন আজ শুক্রবার জানান, ধর্ষণচেষ্টা ও পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বীরগঞ্জ থানায় তিনটি মামলা হয়েছে। র্ধষণচেষ্টা মামলার দুই আসামি দুলাল হোসেন ও মতিয়ার রহমানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

আওয়ামী লীগের লোকজনকে জামায়াতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য লতিফুর রহমান বলেছেন, জামায়াতে যোগ দিলে তাঁদের দায়দায়িত্ব তাঁরা নেবেন। আইন-আদালত, থানা-পুলিশ সবকিছুই তাঁরা দেখবেন।
৭ মিনিট আগে
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাতনামা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারানখালী ব্রিজের নিচে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম জানান, গতকাল রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে নাঈমের প্রাইভেটকারটির। এতে মোটরসাইকেলের আরোহীরা নঈমকে প্রাইভেটকার থেকে টেনেহিঁচড়ে বের করে এলোপাতাড়ি মারধর করে।
২ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুর খননে বাধা দেওয়ায় আহমেদ জুবায়ের (২৩) নামের এক তরুণকে হত্যার ঘটনায় বিপ্লব হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার দিবাগত রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ওয়াপদা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে