Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নুর জামাল (৪০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। পরে গুলিবিদ্ধ লাশ নিয়ে গেছেন বিএসএফের সদস্যরা।

গতকাল রোববার রাত ১টার দিকে উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই বিওপি সীমান্তের ৩৮২ / ৩ এস পিলার থেকে ২০০ গজ ভারতের ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত নুর জামাল উপজেলার আমজানখোর ইউনিয়নের মৃত তসলিম উদ্দীনের ছেলে এবং আমজানখোর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য নুর ইসলামের ছোট ভাই।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, রোববার রাতে নুর জামালসহ পাঁচ-ছয়জন গরু আনার জন্য রত্নাই সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। এ সময় আমজানখোর ইউনিয়নের রত্নাই বিওপি সীমান্তের ৩৮২ / ৩ এস পিলার থেকে ২০০ গজ ভারতের ভেতরে গেলে ভারতের সোনামতি বিএসএফ ক্যাম্পের সদস্য তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান নুর জামাল। বাকিরা পালিয়ে আসেন।

রত্নাই কোম্পানি কমান্ডার আব্দুল জলিল বলেন, নুর জামালের লাশ রাতেই নিয়ে গেছে ভারতের সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা।

এদিকে লাশ ফেরতের জন্য আজ সোমবার দুপুরে ভারতের সোনামতি বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সন্দীপ কুমারের সঙ্গে রত্নাই এলাকার সীমান্ত পিলার ৩৮২ / ৩ এস থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মারাধর এলাকায় বিজিবির সদস্যদের পতাকা বৈঠক হয়েছে।

পতাকা বৈঠকে থাকা বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মো. শামসুল আলম জানান, গুলিতে নিহত এবং লাশ নিয়ে যাওয়ার বিষয়টি বিএসএফের পক্ষ থেকে স্বীকার করা হলেও লাশ ফেরত দেওয়ার সময় এখন পর্যন্ত জানায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত