আল মামুন জীবন, বোদা (পঞ্চগড়) থেকে

পঞ্চগড়ের বোদায় নৌকাডুবির ঘটনা অবহেলার কারণে ঘটেছে বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ঘাটে যাঁরা দায়িত্বে ছিলেন তাঁরা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি বলে মন্তব্য করেন রেলমন্ত্রী।
আজ বুধবার বিকেলে মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদে নৌকাডুবিতে মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘পঞ্চগড়ের মানুষ এত বড় নৌকাডুবির ঘটনা কখনো দেখেনি। এখানে প্রশাসনের গাফিলতি ছিল। আমাদের লোকও দেখেনি, ঘাটের লোকও দেখেনি। এটা একটা অবহেলার কারণ হিসেবে আমি দেখছি। ঘাটে যারা দায়িত্বে ছিল তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেনি।’
রেলপথমন্ত্রী বলেন, ‘যাত্রীদেরও অবহেলা আছে। মাঝিরও উচিত ছিল একসঙ্গে এত মানুষ নৌকায় না ওঠানো। আর যারা ঘাটের দায়িত্বে ছিল তাদেরও দায়িত্বের অভাব ছিল। যদি দায়িত্ব পালন করত, তাহলে এত বড় দুর্ঘটনা ঘটত না। কারা দায়িত্ব পালন করেছে আর কারা করেনি, তা খতিয়ে দেখার জন্য জেলা থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন হাতে পেলেই ব্যবস্থা নেওয়া হবে।’
নুরুল ইসলাম সুজন আরও বলেন, স্বজনহারা পরিবারগুলোর জন্য যা যা করা দরকার, সরকারের পক্ষ থেকে সবই করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর নির্দেশে আগামীকাল বৃহস্পতিবার সকালে ত্রাণ প্রতিমন্ত্রীর উপস্থিতিতে নিহতদের প্রত্যেককে জেলা প্রশাসকের পক্ষে ২০ হাজার টাকা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান থেকে ২৫ হাজার টাকা, ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা ও রেলপথমন্ত্রীর পক্ষে থেকে ৫ হাজার টাকা দেওয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত রোববার বেলা ৩টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নে অবস্থিত করতোয়া নদীর আউলিয়া ঘাট থেকে শতাধিক পুণ্যার্থী নিয়ে একটি নৌকা বদেশ্বরী মন্দিরে যাচ্ছিল। নৌকাটি নদীর মাঝে গেলে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে নারী ৩০ জন, পুরুষ ১৮ জন এবং শিশু ২১ জন।

পঞ্চগড়ের বোদায় নৌকাডুবির ঘটনা অবহেলার কারণে ঘটেছে বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ঘাটে যাঁরা দায়িত্বে ছিলেন তাঁরা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি বলে মন্তব্য করেন রেলমন্ত্রী।
আজ বুধবার বিকেলে মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদে নৌকাডুবিতে মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘পঞ্চগড়ের মানুষ এত বড় নৌকাডুবির ঘটনা কখনো দেখেনি। এখানে প্রশাসনের গাফিলতি ছিল। আমাদের লোকও দেখেনি, ঘাটের লোকও দেখেনি। এটা একটা অবহেলার কারণ হিসেবে আমি দেখছি। ঘাটে যারা দায়িত্বে ছিল তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেনি।’
রেলপথমন্ত্রী বলেন, ‘যাত্রীদেরও অবহেলা আছে। মাঝিরও উচিত ছিল একসঙ্গে এত মানুষ নৌকায় না ওঠানো। আর যারা ঘাটের দায়িত্বে ছিল তাদেরও দায়িত্বের অভাব ছিল। যদি দায়িত্ব পালন করত, তাহলে এত বড় দুর্ঘটনা ঘটত না। কারা দায়িত্ব পালন করেছে আর কারা করেনি, তা খতিয়ে দেখার জন্য জেলা থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন হাতে পেলেই ব্যবস্থা নেওয়া হবে।’
নুরুল ইসলাম সুজন আরও বলেন, স্বজনহারা পরিবারগুলোর জন্য যা যা করা দরকার, সরকারের পক্ষ থেকে সবই করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর নির্দেশে আগামীকাল বৃহস্পতিবার সকালে ত্রাণ প্রতিমন্ত্রীর উপস্থিতিতে নিহতদের প্রত্যেককে জেলা প্রশাসকের পক্ষে ২০ হাজার টাকা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান থেকে ২৫ হাজার টাকা, ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা ও রেলপথমন্ত্রীর পক্ষে থেকে ৫ হাজার টাকা দেওয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত রোববার বেলা ৩টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নে অবস্থিত করতোয়া নদীর আউলিয়া ঘাট থেকে শতাধিক পুণ্যার্থী নিয়ে একটি নৌকা বদেশ্বরী মন্দিরে যাচ্ছিল। নৌকাটি নদীর মাঝে গেলে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে নারী ৩০ জন, পুরুষ ১৮ জন এবং শিশু ২১ জন।

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মিজানুর গাজী (৫০) নামে এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নড়াইল-লোহাগড়া সড়কের হাওয়াইখালী সেতুর সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর গাজী যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত ফেলু গাজীর ছেলে।
৩ মিনিট আগে
২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয়ে দাফন করা ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই আন্দোলনে শহীদরা হলেন...
৯ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাহেল হোসেন বিএনপিতে যোগদান করেছেন। সম্প্রতি মৌলভীবাজার-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমান রাহেল হোসেনের গলায় ফুলের মালা পরিয়ে তাঁকে বিএনপিতে বরণ করে নেন।
১৪ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
১ ঘণ্টা আগে