নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

একদল তরুণের পরনে হলুদ পাঞ্জাবি। সাদা পর্দায় তৈরি করা হয়েছে ছোট একটি মঞ্চ। এর ওপর সাজানো বাঁশের ডালা, কুলা, চালুন, মাটির ঘড়া ও মটকা। আর মঞ্চটির পেছনে লেখা ‘আকিবের গায়ে হলুদ’। এটি কোনো বাসাবাড়ি কিংবা কমিউনিটি সেন্টারের চিত্র নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদার বখশ হলের পুকুরপাড়।
গতকাল শুক্রবার বিকেলে এভাবেই ক্যাম্পাসে রাবি শিক্ষার্থী আকিবুল ইসলাম ও সাদিয়া আফরোজের গায়েহলুদ হয়েছে। ব্যতিক্রমী এই গায়েহলুদের আয়োজন করেন বরের বন্ধুরা। গ্রামবাংলার সেই চিরায়ত হলুদবাটা, মেহেদিবাটা, মিষ্টি-মিঠাই, ফলমূল—সবকিছুই ছিল সেখানে।
জানা গেছে, ক্যাম্পাস থেকে আকিবের বাড়ি অনেক দূরে হওয়ায় বন্ধুদের অনেকেই গায়েহলুদের অনুষ্ঠানে অংশ নিতে পারতেন না। তাই ক্যাম্পাসেই এই আয়োজন।
বর আকিবুল ইসলাম ও কনে সাদিয়া আফরোজ—দুজনেই বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। আকিবুলের বাড়ি শেরপুর। সাদিয়ার বাড়ি রাজশাহী নগরীর পদ্মা আবাসিকে। পড়াশোনার পাশাপাশি আকিবুল একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত। গায়েহলুদের পরদিন গতকাল শনিবার কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। দুই পরিবারের সম্মতিতেই হয় বিয়ে।
ক্যাম্পাসে গায়েহলুদের অনুষ্ঠান বিষয়ে আকিবুল ইসলাম আকিব বলেন, ‘বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠানে হয়তো এদের কাউকেই পেতাম না। তাই আমার খুব ইচ্ছে ছিল, ক্যাম্পাসে এমন একটি আয়োজন হোক। বন্ধু ও ছোট ভাইয়েরা মিলে আমার সেই আশা পূরণ করল। ক্যাম্পাসের সবাইকে একসঙ্গে পেয়ে আমি আনন্দিত।’
আকিবের বন্ধু আবিদ হাসান বলেন, ‘এ রকম আয়োজনের অভিজ্ঞতা এই প্রথম। কয়েকজন মিলে আলোচনা করে উদ্যোগটি নিই। এই ব্যতিক্রমী অনুষ্ঠানে বন্ধু, বড় ও ছোট ভাই—সবাই মিলে নেচে-গেয়ে অনেক আনন্দ করেছি। স্মৃতিবিজড়িত ক্যাম্পাসে এই অনুষ্ঠান আমাদের আজীবন মনে থাকবে।’

একদল তরুণের পরনে হলুদ পাঞ্জাবি। সাদা পর্দায় তৈরি করা হয়েছে ছোট একটি মঞ্চ। এর ওপর সাজানো বাঁশের ডালা, কুলা, চালুন, মাটির ঘড়া ও মটকা। আর মঞ্চটির পেছনে লেখা ‘আকিবের গায়ে হলুদ’। এটি কোনো বাসাবাড়ি কিংবা কমিউনিটি সেন্টারের চিত্র নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদার বখশ হলের পুকুরপাড়।
গতকাল শুক্রবার বিকেলে এভাবেই ক্যাম্পাসে রাবি শিক্ষার্থী আকিবুল ইসলাম ও সাদিয়া আফরোজের গায়েহলুদ হয়েছে। ব্যতিক্রমী এই গায়েহলুদের আয়োজন করেন বরের বন্ধুরা। গ্রামবাংলার সেই চিরায়ত হলুদবাটা, মেহেদিবাটা, মিষ্টি-মিঠাই, ফলমূল—সবকিছুই ছিল সেখানে।
জানা গেছে, ক্যাম্পাস থেকে আকিবের বাড়ি অনেক দূরে হওয়ায় বন্ধুদের অনেকেই গায়েহলুদের অনুষ্ঠানে অংশ নিতে পারতেন না। তাই ক্যাম্পাসেই এই আয়োজন।
বর আকিবুল ইসলাম ও কনে সাদিয়া আফরোজ—দুজনেই বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। আকিবুলের বাড়ি শেরপুর। সাদিয়ার বাড়ি রাজশাহী নগরীর পদ্মা আবাসিকে। পড়াশোনার পাশাপাশি আকিবুল একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত। গায়েহলুদের পরদিন গতকাল শনিবার কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। দুই পরিবারের সম্মতিতেই হয় বিয়ে।
ক্যাম্পাসে গায়েহলুদের অনুষ্ঠান বিষয়ে আকিবুল ইসলাম আকিব বলেন, ‘বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠানে হয়তো এদের কাউকেই পেতাম না। তাই আমার খুব ইচ্ছে ছিল, ক্যাম্পাসে এমন একটি আয়োজন হোক। বন্ধু ও ছোট ভাইয়েরা মিলে আমার সেই আশা পূরণ করল। ক্যাম্পাসের সবাইকে একসঙ্গে পেয়ে আমি আনন্দিত।’
আকিবের বন্ধু আবিদ হাসান বলেন, ‘এ রকম আয়োজনের অভিজ্ঞতা এই প্রথম। কয়েকজন মিলে আলোচনা করে উদ্যোগটি নিই। এই ব্যতিক্রমী অনুষ্ঠানে বন্ধু, বড় ও ছোট ভাই—সবাই মিলে নেচে-গেয়ে অনেক আনন্দ করেছি। স্মৃতিবিজড়িত ক্যাম্পাসে এই অনুষ্ঠান আমাদের আজীবন মনে থাকবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৩ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে