শরীয়তপুর প্রতিনিধি

‘ঘৃণা করলাম সংগঠন ছাত্রলীগকে’—এই লেখা ফেসবুকে পোস্ট করে ছাত্রলীগ ত্যাগ করেছেন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ইসহাক। গতকাল সোমবার ফেসবুকে নিজের আইডিতে এই পোস্ট করেন তিনি।
পরে কাজী ইসহাক এ বিষয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন। তিনি লিখেন, ‘বিবেকের তাড়নায় আমি ছাত্রলীগ থেকে পদত্যাগের ঘোষণা করেছি।’ এর আগে তিনি আলাওলপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে কাজী ইসহাক উল্লেখ করেন, “যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, আমি কাজী ইসহাক। হাদিস মোতাবেক, ‘দুনিয়াতে তুমি যে দল করবে আখিরাতে তুমি সেই দলভুক্ত হয়ে হাশরের ময়দানে উঠবে।’ এ প্রসঙ্গে আমি বাংলোদেশ ছাত্রলীগ, আলাওলপুর ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে সম্পূর্ণ সজ্ঞানে নিজে পদত্যাগ করলাম।’
পদত্যাগপত্র নিজের ফেসবুকেও পোস্ট করেন কাজী ইসহাক। ফেসবুক আইডিতে তিনি কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের বর্বর হামলার ছবি, ভিডিওসহ কয়েকটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, ‘ঘৃণা করলাম সংগঠন ছাত্রলীগকে। দুনিয়াতে তুমি যে দল করবে আখিরাতে তুমি সেই দলভুক্ত হয়ে হাশরের ময়দানে উঠবে। কী অন্যায় করেছিল আমার বোন?’
ফেসবুকে কাজী ইসহাক আরও লিখেন, ‘ঘৃণা করি তুমাদের রাজনীতি, তুমাদের রাজনীতিতে অসংখ্য সাধারণ মানুষের রক্ত লেগে আছে।’
এ বিষয়ে জানতে চাইলে কাজী ইসহাক বলেন, ‘আমার বিশ্বাস ছিল ছাত্রলীগ দেশের জন্য ভালো কাজ করে। কিন্তু আমার ধারণা ভুল ছিল। তারা স্বার্থের জন্য যা ইচ্ছা তা-ই করতে পারে। কোটা আন্দোলনকারীদের ওপর হামলার বিষয়টি আমি কিছুতেই মানতে পারছি না। তাই বিবেকের তাড়নায় আমি ছাত্রলীগ থেকে পদত্যাগের ঘোষণা করেছি।’
এ বিষয়ে জানতে চাইলে শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর আজকের পত্রিকাকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কাজী ইসহাককে বহিষ্কার করা হতে পারে ভেবে সে নিজেই পদত্যাগ করতে পারে।

‘ঘৃণা করলাম সংগঠন ছাত্রলীগকে’—এই লেখা ফেসবুকে পোস্ট করে ছাত্রলীগ ত্যাগ করেছেন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ইসহাক। গতকাল সোমবার ফেসবুকে নিজের আইডিতে এই পোস্ট করেন তিনি।
পরে কাজী ইসহাক এ বিষয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন। তিনি লিখেন, ‘বিবেকের তাড়নায় আমি ছাত্রলীগ থেকে পদত্যাগের ঘোষণা করেছি।’ এর আগে তিনি আলাওলপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে কাজী ইসহাক উল্লেখ করেন, “যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, আমি কাজী ইসহাক। হাদিস মোতাবেক, ‘দুনিয়াতে তুমি যে দল করবে আখিরাতে তুমি সেই দলভুক্ত হয়ে হাশরের ময়দানে উঠবে।’ এ প্রসঙ্গে আমি বাংলোদেশ ছাত্রলীগ, আলাওলপুর ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে সম্পূর্ণ সজ্ঞানে নিজে পদত্যাগ করলাম।’
পদত্যাগপত্র নিজের ফেসবুকেও পোস্ট করেন কাজী ইসহাক। ফেসবুক আইডিতে তিনি কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের বর্বর হামলার ছবি, ভিডিওসহ কয়েকটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, ‘ঘৃণা করলাম সংগঠন ছাত্রলীগকে। দুনিয়াতে তুমি যে দল করবে আখিরাতে তুমি সেই দলভুক্ত হয়ে হাশরের ময়দানে উঠবে। কী অন্যায় করেছিল আমার বোন?’
ফেসবুকে কাজী ইসহাক আরও লিখেন, ‘ঘৃণা করি তুমাদের রাজনীতি, তুমাদের রাজনীতিতে অসংখ্য সাধারণ মানুষের রক্ত লেগে আছে।’
এ বিষয়ে জানতে চাইলে কাজী ইসহাক বলেন, ‘আমার বিশ্বাস ছিল ছাত্রলীগ দেশের জন্য ভালো কাজ করে। কিন্তু আমার ধারণা ভুল ছিল। তারা স্বার্থের জন্য যা ইচ্ছা তা-ই করতে পারে। কোটা আন্দোলনকারীদের ওপর হামলার বিষয়টি আমি কিছুতেই মানতে পারছি না। তাই বিবেকের তাড়নায় আমি ছাত্রলীগ থেকে পদত্যাগের ঘোষণা করেছি।’
এ বিষয়ে জানতে চাইলে শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর আজকের পত্রিকাকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কাজী ইসহাককে বহিষ্কার করা হতে পারে ভেবে সে নিজেই পদত্যাগ করতে পারে।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৩ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
৪ ঘণ্টা আগে