রংপুরের পীরগাছায় গভীর রাতে জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুজনকে আটক করেছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার পারুল ইউনিয়নের দেউতি বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম—মো. আবু তাহের (৪৩)। তিনি পার্শ্ববর্তী নাগদহ গ্রামের মৃত আয়নাল হকের ছেলে। তাহের স্থানীয় বড় দরগাহ বাজারে একটি মিলে কাজ করতেন।
আটককৃতরা হলেন—আবুল কাশেম (৩০) ও মহসিন আলী (৩২)।
নিহতের পরিবার ও স্থানীয়রা বলছে, দেউতি বাজার সংলগ্ন এলাকায় ৩৭ শতাংশ জমি নিয়ে ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে কাদের ও নুর হোসেনের সঙ্গে তাঁর জ্যাঠাতো ভাইদের দ্বন্দ্ব চলে আসছিল। ওই ঘটনায় গত ১১ অক্টোবর দুই পক্ষের মধ্যে মারামারি হয়। ওই জমি নিয়ে একাধিক মামলা ও এলাকায় একাধিকবার সালিস বৈঠক করেও কোনো সমাধান হয়নি।
গতকাল রোববার রাত ২টার দিকে ৩০-৩৫ জনের একটি দল ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বিবাদপূর্ণ ওই জমি দখল করতে গেলে প্রতিপক্ষের লোকজন আবু তাহের নামের ওই ব্যক্তিকে পিটিয়ে আহত করে। পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে রাসেল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাবাকে রাতে নানার বাড়িতে দাওয়াত দিয়েছিলেন মামা। সেই দাওয়াত খেতে এসেছিলেন বাবা। উনি তো কারও সঙ্গে মারামারি করেননি। তাঁকে বাড়ি থেকে টেনে নিয়ে মেরে ফেলা হয়েছে। আমি আমার বাবা হত্যার বিচার চাই।’
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আবুল কাশেম ও মহসিন আলী নামে দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২০ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩০ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে