পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছায় গভীর রাতে জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুজনকে আটক করেছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার পারুল ইউনিয়নের দেউতি বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম—মো. আবু তাহের (৪৩)। তিনি পার্শ্ববর্তী নাগদহ গ্রামের মৃত আয়নাল হকের ছেলে। তাহের স্থানীয় বড় দরগাহ বাজারে একটি মিলে কাজ করতেন।
আটককৃতরা হলেন—আবুল কাশেম (৩০) ও মহসিন আলী (৩২)।
নিহতের পরিবার ও স্থানীয়রা বলছে, দেউতি বাজার সংলগ্ন এলাকায় ৩৭ শতাংশ জমি নিয়ে ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে কাদের ও নুর হোসেনের সঙ্গে তাঁর জ্যাঠাতো ভাইদের দ্বন্দ্ব চলে আসছিল। ওই ঘটনায় গত ১১ অক্টোবর দুই পক্ষের মধ্যে মারামারি হয়। ওই জমি নিয়ে একাধিক মামলা ও এলাকায় একাধিকবার সালিস বৈঠক করেও কোনো সমাধান হয়নি।
গতকাল রোববার রাত ২টার দিকে ৩০-৩৫ জনের একটি দল ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বিবাদপূর্ণ ওই জমি দখল করতে গেলে প্রতিপক্ষের লোকজন আবু তাহের নামের ওই ব্যক্তিকে পিটিয়ে আহত করে। পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে রাসেল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাবাকে রাতে নানার বাড়িতে দাওয়াত দিয়েছিলেন মামা। সেই দাওয়াত খেতে এসেছিলেন বাবা। উনি তো কারও সঙ্গে মারামারি করেননি। তাঁকে বাড়ি থেকে টেনে নিয়ে মেরে ফেলা হয়েছে। আমি আমার বাবা হত্যার বিচার চাই।’
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আবুল কাশেম ও মহসিন আলী নামে দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রংপুরের পীরগাছায় গভীর রাতে জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুজনকে আটক করেছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার পারুল ইউনিয়নের দেউতি বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম—মো. আবু তাহের (৪৩)। তিনি পার্শ্ববর্তী নাগদহ গ্রামের মৃত আয়নাল হকের ছেলে। তাহের স্থানীয় বড় দরগাহ বাজারে একটি মিলে কাজ করতেন।
আটককৃতরা হলেন—আবুল কাশেম (৩০) ও মহসিন আলী (৩২)।
নিহতের পরিবার ও স্থানীয়রা বলছে, দেউতি বাজার সংলগ্ন এলাকায় ৩৭ শতাংশ জমি নিয়ে ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে কাদের ও নুর হোসেনের সঙ্গে তাঁর জ্যাঠাতো ভাইদের দ্বন্দ্ব চলে আসছিল। ওই ঘটনায় গত ১১ অক্টোবর দুই পক্ষের মধ্যে মারামারি হয়। ওই জমি নিয়ে একাধিক মামলা ও এলাকায় একাধিকবার সালিস বৈঠক করেও কোনো সমাধান হয়নি।
গতকাল রোববার রাত ২টার দিকে ৩০-৩৫ জনের একটি দল ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বিবাদপূর্ণ ওই জমি দখল করতে গেলে প্রতিপক্ষের লোকজন আবু তাহের নামের ওই ব্যক্তিকে পিটিয়ে আহত করে। পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে রাসেল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাবাকে রাতে নানার বাড়িতে দাওয়াত দিয়েছিলেন মামা। সেই দাওয়াত খেতে এসেছিলেন বাবা। উনি তো কারও সঙ্গে মারামারি করেননি। তাঁকে বাড়ি থেকে টেনে নিয়ে মেরে ফেলা হয়েছে। আমি আমার বাবা হত্যার বিচার চাই।’
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আবুল কাশেম ও মহসিন আলী নামে দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
২ মিনিট আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
৮ মিনিট আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তাছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
২১ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৭ মিনিট আগে