রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে বিদ্যালয়ের নিয়োগ-সংক্রান্ত বিরোধের জেরে প্রধান শিক্ষককে পিটিয়েছেন আওয়ামী লীগ নেতা রোকনুজ্জামান রোকন। গতকাল বৃহস্পতিবার বিকেলে রৌমারী সি জি জামান উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে। রোকন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক।
এ ঘটনায় রাত ৮টার দিকে দুজনের নাম উল্লেখ করে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ওই প্রধান শিক্ষক।
ভুক্তভোগী উপজেলার ফুলকারচর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নবী লিখিত অভিযোগে বলেছেন, বিদ্যালয়ের নিয়োগ-সংক্রান্ত বিষয় নিয়ে উপজেলা আওয়ামী লীগ নেতা রোকনুজ্জামান রোকন ও আসাদুল ইসলামের সঙ্গে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন তিনি ও তাঁর বিদ্যালয়ের অফিস সহকারী আব্দুর রশিদকে সঙ্গে নিয়ে উপজেলা শিক্ষা অফিসে যান। বেলা ১টার দিকে শিক্ষা অফিসে কাজ শেষে উপজেলা চত্বরে এলে রোকনুজ্জামান ও তাঁর লোকজন তাঁকে উঠিয়ে নিয়ে পলি পরিবহন কাউন্টারে আটকে রাখেন।
পরে আওয়ামী লীগ নেতা রোকনের মোটরসাইকেলে তুলে নিয়ে রৌমারী সি জি জামান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোরায়রার বিদ্যালয়ের অফিস কক্ষে নেন। আবু হোরায়রা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সেখানে রোকনুজ্জামান শিক্ষক নুরুন্নবীকে এলোপাতাড়ি চড়থাপ্পড় ও কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে আবু হোরায়রা চেয়ার থেকে উঠে রোকনকে অফিস কক্ষ থেকে বের করে দেন।
পরে ওই বিদ্যালয়ে অন্য শিক্ষক ও উপস্থিত লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে দুজনের নাম উল্লেখ করে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন শিক্ষক নুরুন্নবী।
প্রধান শিক্ষককে পেটানোর কথা স্বীকার করেছেন রৌমারী উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক রোকনুজ্জামান রোকন। তিনি বলেন, ‘নিয়োগ-সংক্রান্ত বিষয় নিয়ে ওই প্রধান শিক্ষক আমাকে “দালাল” বলেছেন। এ সময় আমি নিজেকে সংযত রাখতে না পেরে তাঁকে দুটো থাপ্পড় মেরেছি।’
এ বিষয়ে জানতে চাইলে রৌমারী সি জি জামান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোরায়রা বলেন, ‘আওয়ামী লীগ নেতা রোকনকে আমি ডাকিনি। কয়েক ব্যক্তিসহ তিনি প্রধান শিক্ষক নুরুন্নবীকে নিয়ে আমার অফিস কক্ষে ঢোকেন। এ সময় ওই প্রধান শিক্ষক নিয়োগ-সংক্রান্ত বিষয়ে বিবরণ দিতে গেলে রোকনুজ্জামান তাঁকে মারধর করেন। বিষয়টি উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে জানানো হয়েছে। শিগগিরই তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগের বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার বলেন, ‘প্রধান শিক্ষককে পেটানোর ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কুড়িগ্রামের রৌমারীতে বিদ্যালয়ের নিয়োগ-সংক্রান্ত বিরোধের জেরে প্রধান শিক্ষককে পিটিয়েছেন আওয়ামী লীগ নেতা রোকনুজ্জামান রোকন। গতকাল বৃহস্পতিবার বিকেলে রৌমারী সি জি জামান উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে। রোকন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক।
এ ঘটনায় রাত ৮টার দিকে দুজনের নাম উল্লেখ করে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ওই প্রধান শিক্ষক।
ভুক্তভোগী উপজেলার ফুলকারচর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নবী লিখিত অভিযোগে বলেছেন, বিদ্যালয়ের নিয়োগ-সংক্রান্ত বিষয় নিয়ে উপজেলা আওয়ামী লীগ নেতা রোকনুজ্জামান রোকন ও আসাদুল ইসলামের সঙ্গে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন তিনি ও তাঁর বিদ্যালয়ের অফিস সহকারী আব্দুর রশিদকে সঙ্গে নিয়ে উপজেলা শিক্ষা অফিসে যান। বেলা ১টার দিকে শিক্ষা অফিসে কাজ শেষে উপজেলা চত্বরে এলে রোকনুজ্জামান ও তাঁর লোকজন তাঁকে উঠিয়ে নিয়ে পলি পরিবহন কাউন্টারে আটকে রাখেন।
পরে আওয়ামী লীগ নেতা রোকনের মোটরসাইকেলে তুলে নিয়ে রৌমারী সি জি জামান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোরায়রার বিদ্যালয়ের অফিস কক্ষে নেন। আবু হোরায়রা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সেখানে রোকনুজ্জামান শিক্ষক নুরুন্নবীকে এলোপাতাড়ি চড়থাপ্পড় ও কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে আবু হোরায়রা চেয়ার থেকে উঠে রোকনকে অফিস কক্ষ থেকে বের করে দেন।
পরে ওই বিদ্যালয়ে অন্য শিক্ষক ও উপস্থিত লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে দুজনের নাম উল্লেখ করে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন শিক্ষক নুরুন্নবী।
প্রধান শিক্ষককে পেটানোর কথা স্বীকার করেছেন রৌমারী উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক রোকনুজ্জামান রোকন। তিনি বলেন, ‘নিয়োগ-সংক্রান্ত বিষয় নিয়ে ওই প্রধান শিক্ষক আমাকে “দালাল” বলেছেন। এ সময় আমি নিজেকে সংযত রাখতে না পেরে তাঁকে দুটো থাপ্পড় মেরেছি।’
এ বিষয়ে জানতে চাইলে রৌমারী সি জি জামান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোরায়রা বলেন, ‘আওয়ামী লীগ নেতা রোকনকে আমি ডাকিনি। কয়েক ব্যক্তিসহ তিনি প্রধান শিক্ষক নুরুন্নবীকে নিয়ে আমার অফিস কক্ষে ঢোকেন। এ সময় ওই প্রধান শিক্ষক নিয়োগ-সংক্রান্ত বিষয়ে বিবরণ দিতে গেলে রোকনুজ্জামান তাঁকে মারধর করেন। বিষয়টি উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে জানানো হয়েছে। শিগগিরই তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগের বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার বলেন, ‘প্রধান শিক্ষককে পেটানোর ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৪ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৪ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৫ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৫ ঘণ্টা আগে