পঞ্চগড় প্রতিনিধি

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আগামীকাল শনিবার (১১ জুন) পঞ্চগড়-সান্তাহার রুটে চালু হতে যাচ্ছে উত্তরবঙ্গের জনপ্রিয় আন্তনগর ট্রেন দোলনচাঁপা এক্সপ্রেস। এদিন রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে উপস্থিত থেকে ট্রেনটির শুভ উদ্বোধন করবেন। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মীর আলমগীর হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বেলা ১১টার সময় পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে নবনির্মিত গেট ও অ্যাপ্রোচ রোড এবং দেলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি বীমুসিই-সান্তাহার (ভায়া রংপুর-বগুড়া) রুটে চলাচলের জন্য শুভ উদ্বোধন করা হবে। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত গেট ও অ্যাপ্রোচ রোড এবং দোলনচাঁপা এক্সপ্রেসের শুভ উদ্বোধন করবেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
উল্লেখ্য, সান্তাহার থেকে দিনাজপুর পর্যন্ত রেলরুটে চলাচলকারী দোলনচাঁপা এক্সপ্রেস গত ১৯৮৬ সালের ১৬ মার্চ উদ্বোধন করা হলেও পঞ্চগড়ের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। অবশেষে পঞ্চগড়সহ ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের চাওয়া এই দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন সার্ভিসটি আগামী শনিবার চালু হতে যাচ্ছে।
দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন উদ্বোধনের বিষয়ে পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট বলেন, চিকিৎসার ক্ষেত্রে বা অন্য কাজে রেলপথে পঞ্চগড়ের মানুষের রংপুরে যেতে অনেকটাই দুর্ভোগ পোহাতে হয়েছে। পঞ্চগড়বাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই ট্রেনের। কিছুদিন আগে মাননীয় রেলপথমন্ত্রী ও সচিব মহোদয়ের উপস্থিতিতে রেলস্টেশনে এক প্রোগ্রামে জেলাবাসীর পক্ষ থেকে এই ট্রেন চেয়ে দাবি তোলা হয়েছিল। অবশেষে শনিবার পঞ্চগড়-সান্তাহার রেল রুটে আমাদের দাবির ট্রেনটি উদ্বোধনের মাধ্যমে চালু হতে যাচ্ছে। এতে করে এই সেবার মাধ্যমে উত্তরাঞ্চলের সর্বস্তরের মানুষ উপকৃত হতে যাচ্ছে। একই সঙ্গে পঞ্চগড়ের সঙ্গে রংপুর বিভাগের যে সম্পর্ক চিকিৎসা ও অন্যান্য ক্ষেত্রে, তা এই ট্রেনের মাধ্যমে আরও প্রভাব ফেলবে।
এদিকে পঞ্চগড়-সান্তাহার রেল রুটে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন চালু হতে যাওয়ায় স্বস্তির পাশাপাশি অনেকটাই খুশির আমেজ দেখা গেছে পঞ্চগড়বাসীর মধ্যে।

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আগামীকাল শনিবার (১১ জুন) পঞ্চগড়-সান্তাহার রুটে চালু হতে যাচ্ছে উত্তরবঙ্গের জনপ্রিয় আন্তনগর ট্রেন দোলনচাঁপা এক্সপ্রেস। এদিন রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে উপস্থিত থেকে ট্রেনটির শুভ উদ্বোধন করবেন। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মীর আলমগীর হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বেলা ১১টার সময় পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে নবনির্মিত গেট ও অ্যাপ্রোচ রোড এবং দেলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি বীমুসিই-সান্তাহার (ভায়া রংপুর-বগুড়া) রুটে চলাচলের জন্য শুভ উদ্বোধন করা হবে। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত গেট ও অ্যাপ্রোচ রোড এবং দোলনচাঁপা এক্সপ্রেসের শুভ উদ্বোধন করবেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
উল্লেখ্য, সান্তাহার থেকে দিনাজপুর পর্যন্ত রেলরুটে চলাচলকারী দোলনচাঁপা এক্সপ্রেস গত ১৯৮৬ সালের ১৬ মার্চ উদ্বোধন করা হলেও পঞ্চগড়ের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। অবশেষে পঞ্চগড়সহ ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের চাওয়া এই দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন সার্ভিসটি আগামী শনিবার চালু হতে যাচ্ছে।
দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন উদ্বোধনের বিষয়ে পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট বলেন, চিকিৎসার ক্ষেত্রে বা অন্য কাজে রেলপথে পঞ্চগড়ের মানুষের রংপুরে যেতে অনেকটাই দুর্ভোগ পোহাতে হয়েছে। পঞ্চগড়বাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই ট্রেনের। কিছুদিন আগে মাননীয় রেলপথমন্ত্রী ও সচিব মহোদয়ের উপস্থিতিতে রেলস্টেশনে এক প্রোগ্রামে জেলাবাসীর পক্ষ থেকে এই ট্রেন চেয়ে দাবি তোলা হয়েছিল। অবশেষে শনিবার পঞ্চগড়-সান্তাহার রেল রুটে আমাদের দাবির ট্রেনটি উদ্বোধনের মাধ্যমে চালু হতে যাচ্ছে। এতে করে এই সেবার মাধ্যমে উত্তরাঞ্চলের সর্বস্তরের মানুষ উপকৃত হতে যাচ্ছে। একই সঙ্গে পঞ্চগড়ের সঙ্গে রংপুর বিভাগের যে সম্পর্ক চিকিৎসা ও অন্যান্য ক্ষেত্রে, তা এই ট্রেনের মাধ্যমে আরও প্রভাব ফেলবে।
এদিকে পঞ্চগড়-সান্তাহার রেল রুটে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন চালু হতে যাওয়ায় স্বস্তির পাশাপাশি অনেকটাই খুশির আমেজ দেখা গেছে পঞ্চগড়বাসীর মধ্যে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে