কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে মো. ইয়াকুব আলী সাদ্দাম (৩০) নামের এক যুবক গ্রেপ্তার হয়েছেন। আজ বুধবার জেলা পুলিশ লাইনসে লিখিত পরীক্ষা চলাকালীন তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ইয়াকুব আলী সাদ্দাম রংপুর জেলার পীরগঞ্জ থানার গুরজী পাড়া গ্রামের বাসিন্দা। তিনি রংপুরের কারমাইকেল কলেজ থেকে সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন।
জেলা পুলিশ জানায়, কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে মূল প্রার্থীর স্থানে প্রক্সি প্রার্থী হয়ে পরীক্ষা দেওয়ার সময় ইয়াকুব আলী সাদ্দামকে কুড়িগ্রাম জেলা টিআরসি নিয়োগ বোর্ডের সদস্যরা আটক করে। পরে তার বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নিয়োগ বোর্ড সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ইয়াকুব আলী সাদ্দাম কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেলাল হোসেন নামে এক প্রার্থীর হয়ে লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন। প্রার্থীর সঙ্গে গ্রেপ্তার সাদ্দামের সম্পর্কসহ প্রক্সি দিতে কোনো আর্থিক লেনদেন হয়েছে কিনা তা তদন্ত করছে পুলিশ।
পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করা হচ্ছে। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম কিংবা জালিয়াতির আশ্রয় নেওয়ার কোন সুযোগ নেই। আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

কুড়িগ্রামে পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে মো. ইয়াকুব আলী সাদ্দাম (৩০) নামের এক যুবক গ্রেপ্তার হয়েছেন। আজ বুধবার জেলা পুলিশ লাইনসে লিখিত পরীক্ষা চলাকালীন তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ইয়াকুব আলী সাদ্দাম রংপুর জেলার পীরগঞ্জ থানার গুরজী পাড়া গ্রামের বাসিন্দা। তিনি রংপুরের কারমাইকেল কলেজ থেকে সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন।
জেলা পুলিশ জানায়, কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে মূল প্রার্থীর স্থানে প্রক্সি প্রার্থী হয়ে পরীক্ষা দেওয়ার সময় ইয়াকুব আলী সাদ্দামকে কুড়িগ্রাম জেলা টিআরসি নিয়োগ বোর্ডের সদস্যরা আটক করে। পরে তার বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নিয়োগ বোর্ড সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ইয়াকুব আলী সাদ্দাম কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেলাল হোসেন নামে এক প্রার্থীর হয়ে লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন। প্রার্থীর সঙ্গে গ্রেপ্তার সাদ্দামের সম্পর্কসহ প্রক্সি দিতে কোনো আর্থিক লেনদেন হয়েছে কিনা তা তদন্ত করছে পুলিশ।
পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করা হচ্ছে। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম কিংবা জালিয়াতির আশ্রয় নেওয়ার কোন সুযোগ নেই। আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন। এই আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাইকালে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর প্রার্থীরা প্রবাসী স্ত্রী, ভাই, বোন ও ছেলের টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন বলে
৩ ঘণ্টা আগে
সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা-১ আসন এবং বামনা, পাথরঘাটা ও বেতাগী নিয়ে গঠিত বরগুনা-২ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন দুটিতে মোট বৈধ প্রার্থী ১৮ জন। রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, কোনো প্রার্থীরই বার্ষিক আয় ১ কোটি টাকা নেই।
৩ ঘণ্টা আগে
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এবারই প্রথম তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি তিনি আজকের পত্রিকার পাবনা প্রতিনিধি শাহীন রহমানের মুখোমুখি হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
দেশে এলপি গ্যাসের তীব্র সংকট শিগগির অবসানের কোনো আভাস নেই। জ্বালানি মন্ত্রণালয় পর্যাপ্ত মজুতের কথা বললেও এলপি গ্যাস আমদানিকারকেরা বলছেন ভিন্ন কথা। তাঁরা বলছেন, সরবরাহ সংকটই এই অবস্থার কারণ।
৩ ঘণ্টা আগে