নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ৩৪ ঘণ্টা পরও নিখোঁজ তিনজনের খোঁজ মেলেনি। তাঁদের সন্ধানে পদ্মা নদীতে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। কিন্তু আজ সোমবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিখোঁজ একজনেরও খোঁজ পাওয়া যায়নি।
গতকাল রোববার ভোর ৬টার দিকে রাজশাহী নগরীর তালাইমারী বিজয়নগর শাহপুর এলাকায় প্রায় ২৫ জন যাত্রী নিয়ে পদ্মা নদীতে একটি নৌকা ডুবে যায়। এতে তিনজন নিখোঁজ হন।
নিখোঁজ ব্যক্তিরা হলেন—নগরীর মিজানের মোড় এলাকার সাদেক আলী, একই এলাকার মো. নজু এবং ডাঁসমারী সাতবাড়িয়া এলাকার মো. নবী। তাঁরা সবাই পদ্মার চরে কৃষিকাজ করেন।
জানা যায়, রোববার ভোরে কৃষকেরা একটি নৌকায় চড়ে পদ্মা নদীর মাঝচরের জমিতে কাজ করতে যাচ্ছিলেন। ছোট নৌকাতে অতিরিক্ত যাত্রী ও ঢেউয়ের কারণে তখন মাঝনদীতে নৌকাটি ডুবে যায়। এই নৌকাডুবির পরই নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ডুবে যাওয়ার পর প্রথম নৌকাটিরও সন্ধান পাওয়া যায়নি। সন্ধান মেলেনি নিখোঁজ তিনজনেরও। তাঁদের অপেক্ষায় নদীপাড়ে বসে অপেক্ষা করছেন পরিবারের সদস্যরা।
এর মধ্যে আরেকটি নৌকাডুবির ঘটনা ঘটে একই এলাকায়। ওই নৌকায় যাত্রী ছিলেন তিনজন। ফায়ার সার্ভিস ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা এ নৌকার তিন যাত্রীকেই উদ্ধার করেন। তবে নৌকাটি পদ্মা নদীতে তলিয়ে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের স্টেশন অফিসার লতীফুল বারী বলেন, নিখোঁজ তিনজন আর বেঁচে নেই বলেই ধরে নেওয়া হচ্ছে। সেভাবেই সন্ধান চলছে। প্রথম দিন চারজন ডুবুরি ঘটনাস্থল ও এর আশপাশে তল্লাশি চালিয়েছেন। দ্বিতীয় দিন ঘটনাস্থল থেকে ভাটিতে রাজশাহীর চারঘাট ও বাঘা পর্যন্ত তল্লাশি চালানো হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা আরও বলেন, ‘নৌকা ও স্পিডবোট নিয়ে সন্ধান কাজ চলছে। ডুবুরিরা কখনো পদ্মার তলদেশে, কখনো ওপরে উঠে এসে নদীতে নজর রাখছেন। তাও সন্ধান পাওয়া যাচ্ছে না। সন্ধ্যায় অভিযান আপাতত শেষ করা হবে। পরদিন আবার অভিযান চলবে কি না সে সিদ্ধান্ত পরে নেওয়া হবে।’

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ৩৪ ঘণ্টা পরও নিখোঁজ তিনজনের খোঁজ মেলেনি। তাঁদের সন্ধানে পদ্মা নদীতে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। কিন্তু আজ সোমবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিখোঁজ একজনেরও খোঁজ পাওয়া যায়নি।
গতকাল রোববার ভোর ৬টার দিকে রাজশাহী নগরীর তালাইমারী বিজয়নগর শাহপুর এলাকায় প্রায় ২৫ জন যাত্রী নিয়ে পদ্মা নদীতে একটি নৌকা ডুবে যায়। এতে তিনজন নিখোঁজ হন।
নিখোঁজ ব্যক্তিরা হলেন—নগরীর মিজানের মোড় এলাকার সাদেক আলী, একই এলাকার মো. নজু এবং ডাঁসমারী সাতবাড়িয়া এলাকার মো. নবী। তাঁরা সবাই পদ্মার চরে কৃষিকাজ করেন।
জানা যায়, রোববার ভোরে কৃষকেরা একটি নৌকায় চড়ে পদ্মা নদীর মাঝচরের জমিতে কাজ করতে যাচ্ছিলেন। ছোট নৌকাতে অতিরিক্ত যাত্রী ও ঢেউয়ের কারণে তখন মাঝনদীতে নৌকাটি ডুবে যায়। এই নৌকাডুবির পরই নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ডুবে যাওয়ার পর প্রথম নৌকাটিরও সন্ধান পাওয়া যায়নি। সন্ধান মেলেনি নিখোঁজ তিনজনেরও। তাঁদের অপেক্ষায় নদীপাড়ে বসে অপেক্ষা করছেন পরিবারের সদস্যরা।
এর মধ্যে আরেকটি নৌকাডুবির ঘটনা ঘটে একই এলাকায়। ওই নৌকায় যাত্রী ছিলেন তিনজন। ফায়ার সার্ভিস ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা এ নৌকার তিন যাত্রীকেই উদ্ধার করেন। তবে নৌকাটি পদ্মা নদীতে তলিয়ে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের স্টেশন অফিসার লতীফুল বারী বলেন, নিখোঁজ তিনজন আর বেঁচে নেই বলেই ধরে নেওয়া হচ্ছে। সেভাবেই সন্ধান চলছে। প্রথম দিন চারজন ডুবুরি ঘটনাস্থল ও এর আশপাশে তল্লাশি চালিয়েছেন। দ্বিতীয় দিন ঘটনাস্থল থেকে ভাটিতে রাজশাহীর চারঘাট ও বাঘা পর্যন্ত তল্লাশি চালানো হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা আরও বলেন, ‘নৌকা ও স্পিডবোট নিয়ে সন্ধান কাজ চলছে। ডুবুরিরা কখনো পদ্মার তলদেশে, কখনো ওপরে উঠে এসে নদীতে নজর রাখছেন। তাও সন্ধান পাওয়া যাচ্ছে না। সন্ধ্যায় অভিযান আপাতত শেষ করা হবে। পরদিন আবার অভিযান চলবে কি না সে সিদ্ধান্ত পরে নেওয়া হবে।’

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৪১ মিনিট আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
২ ঘণ্টা আগে