Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় নিহত তিন গরু ব্যবসায়ীর দাফন সম্পন্ন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় নিহত তিন গরু ব্যবসায়ীর দাফন সম্পন্ন

সড়ক দুর্ঘটনায় নিহত চাটমোহরের তিন গরু ব্যবসায়ীর দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার ছাইকোলা গ্রামে নিহত তিনজনের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। তিনজনের পরিবারেই চলছে শোকের মাতম। 

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের দোবিরগঞ্জ এলাকায় বাস ও নসিমনের সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। 

নিহতরা হলেন পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা দক্ষিণপাড়া গ্রামের আতাহার আলীর ছেলে আব্দুস সামাদ (৪৫), ছাইকোলা সবুজপাড়া গ্রামের শের মাহমুদ খান শেরু খাঁর ছেলে ঠান্ডু খান (৪০), ছাইকোলা সড়কপাড়া গ্রামের ময়নাল ফকিরের ছেলে বোরহান ফকির (৫০)। 

বিষয়টি নিশ্চিত করে ছাইকোলা ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু জানান, নিহতদের জানানা সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। পরে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। 

হাটিকুমরুল হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর জানান, রাজশাহী থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলস বাসের সঙ্গে গরুবাহী নসিমনের সংঘর্ষ হয়। এত তিন ব্যবসায়ী নিহত হন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত