নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক স্কুলশিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম মনিরুল ইসলাম। তিনি গোদাগাড়ীর মহিষালবাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জীববিজ্ঞান বিষয়ের শিক্ষক।
আজ মঙ্গলবার বিদ্যালয়ের ১৩ জন ছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, ‘তিনি ছাত্রীদের সঙ্গে বিভিন্নভাবে খারাপ আচরণ, অঙ্গভঙ্গি ও অশ্লীল ভাষা ব্যবহার করেন, যা ছাত্রীদের পক্ষে সহ্য করা সম্ভব না। তিনি দীর্ঘদিন ধরেই ছাত্রীদের সঙ্গে এই আচরণ করে আসছেন।’
অভিযোগে আরও বলা হয়, ‘ছাত্রীরা লজ্জায় ও ভয়ে কাউকে বলতে পারে না। এই আচরণটি দিনের পর দিন বেড়ে যাওয়ায় ছাত্রীরা তাদের পরিবারকে বলতে বাধ্য হয়।’ অভিযোগে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনওকে অনুরোধ করা হয়।
অভিযোগ পেয়েই অভিযুক্ত শিক্ষককে ডেকে পাঠান ইউএনও ফয়সাল আহমেদ। অভিযুক্ত শিক্ষক মনিরুল ইসলাম ইউএনওর কাছে ক্ষমা প্রার্থনা করেন। পরে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
ইউএনও ফয়সাল আহমেদ বলেন, ‘অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
যোগাযোগ করা হলে অভিযুক্ত শিক্ষক মনিরুল ইসলাম বলেন, ‘আমি এমন লোক না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু আমার দোষ স্বীকার করা ছাড়া উপায় ছিল না। আমি দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছিলাম।’

ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক স্কুলশিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম মনিরুল ইসলাম। তিনি গোদাগাড়ীর মহিষালবাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জীববিজ্ঞান বিষয়ের শিক্ষক।
আজ মঙ্গলবার বিদ্যালয়ের ১৩ জন ছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, ‘তিনি ছাত্রীদের সঙ্গে বিভিন্নভাবে খারাপ আচরণ, অঙ্গভঙ্গি ও অশ্লীল ভাষা ব্যবহার করেন, যা ছাত্রীদের পক্ষে সহ্য করা সম্ভব না। তিনি দীর্ঘদিন ধরেই ছাত্রীদের সঙ্গে এই আচরণ করে আসছেন।’
অভিযোগে আরও বলা হয়, ‘ছাত্রীরা লজ্জায় ও ভয়ে কাউকে বলতে পারে না। এই আচরণটি দিনের পর দিন বেড়ে যাওয়ায় ছাত্রীরা তাদের পরিবারকে বলতে বাধ্য হয়।’ অভিযোগে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনওকে অনুরোধ করা হয়।
অভিযোগ পেয়েই অভিযুক্ত শিক্ষককে ডেকে পাঠান ইউএনও ফয়সাল আহমেদ। অভিযুক্ত শিক্ষক মনিরুল ইসলাম ইউএনওর কাছে ক্ষমা প্রার্থনা করেন। পরে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
ইউএনও ফয়সাল আহমেদ বলেন, ‘অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
যোগাযোগ করা হলে অভিযুক্ত শিক্ষক মনিরুল ইসলাম বলেন, ‘আমি এমন লোক না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু আমার দোষ স্বীকার করা ছাড়া উপায় ছিল না। আমি দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছিলাম।’

ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগরে সোমেশ্বরী নদীর ওপর গার্ডার সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত সেতুর খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য কাজ আর হয়নি।
৫ ঘণ্টা আগে
ইটভাটার আগ্রাসনে চাঁদপুরে ফসলি জমির উর্বরতা শক্তি ক্রমে কমছে। প্রতিবছর শীত মৌসুমে ভাটাগুলো চালুর সময় জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নিচু হয়ে যাচ্ছে মাটির স্তর।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারিত রয়েছে ২১ জানুয়ারি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ওই তারিখের আগে কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তাঁদের পক্ষে কেউ প্রচারে অংশ নিতে পারবেন না।
৫ ঘণ্টা আগে