Ajker Patrika

ফেল করা বিষয়ে ফের পরীক্ষা দেওয়ার দাবি

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ৫৫
ফেল করা বিষয়ে ফের পরীক্ষা দেওয়ার দাবি

ফেল করা বিষয়ে ফের পরীক্ষা নেওয়ার দাবিতে রাজশাহী কলেজের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্সের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে তাঁরা এই কর্মসূচি পালন করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত এই শিক্ষার্থীরা প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম পর্বের পরীক্ষায় ‘গণফেল’-এর প্রতিবাদ জানান। অনাকাঙ্ক্ষিত এই ফল প্রত্যাখ্যান করে তাঁরা আবার পরীক্ষা গ্রহণের দাবি জানান। তাঁরা বলেন, গণফেলের ফল তাঁরা মানেন না। আবার পরীক্ষা নিতে হবে। 

বক্তারা বলেন, খাতা ঠিকভাবে মূল্যায়ন করা হয়নি বলে গণফেল এসেছে। যেকোনো শর্তে দ্রুত সময়ের মধ্যে তাঁদের মাস্টার্স শেষ পর্বে ভর্তির সুযোগ দিতে হবে। 

তাঁরা আরও বলেন, ‘সেশনজটের কারণে আমরা হতাশায় ভুগছি। আমাদের মাস্টার্স দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ করা হোক। আমরা অকৃতকার্য বিষয়ে পুনরায় পরীক্ষা দিতে চাই।’ তাঁরা এক মাসের মধ্যে অর্থ ছাড়া সীমিত সিলেবাসে পুনরায় অকৃতকার্য বিষয়ে পরীক্ষা নেওয়ার দাবি জানান। 

শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানের কাছে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। আর তাঁদের ভর্তির সুযোগ করে না দেওয়া হলে রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের সামনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন। মানববন্ধনে প্রিলিমিনারি টু মাস্টার্স পর্বের অকৃতকার্য প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত