রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে এক ইসলামিক বক্তার বিরুদ্ধে মাদ্রাসার ৭ শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ উঠেছে। এর মধ্যে এক ছাত্রকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ইসলামিক বক্তার নাম আবদুর রহমান। তিনি আলোচিত-সমালোচিত ইসলামিক বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মেজ ছেলে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রাজশাহীর পবা উপজেলার ডাঙ্গিপাড়া এলাকায় আল-জামি’আহ আস সালাফিয়া নামে একটি মাদ্রাসা পরিচালনা করেন। রাজ্জাক বিন ইউসুফের নাতির বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ করায় ওই ছাত্রদের পেটানো হয়। এর মধ্যে চতুর্থ শ্রেণির এক ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার নির্যাতনের শিকার হয় ওই শিক্ষার্থীরা।
হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির পরিবারের সদস্যরা জানান, মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নাতির বিরুদ্ধে টাকা চুরি অভিযোগ করায় নির্যাতনের শিকার হয় তাদের সন্তান।
ওই শিক্ষার্থীর বাবা মেরাজুল ইসলাম রিন্টু জানান, গত বুধবার মাদ্রাসার দুই শিক্ষার্থীর টাকা হারিয়ে যায়। এ সময় আব্দুর রহমানের ভাইয়ের ছেলে এবং ওই মাদ্রাসার চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ তোলেন তার ছেলে। এতেই ক্ষিপ্ত হয়ে পাইপ দিয়ে বেপরোয়া পেটাতে থাকেন আব্দুর রহমান। এ সময় অন্য ছয় ছাত্রকেও পেটানো হয়।
এ বিষয়ে কথা বলার জন্য মাদ্রাসায় গেলেও আবদুর রহমানকে পাওয়া যায়নি। বন্ধ পাওয়া গেছে তাঁর মোবাইল ফোন।
মাদ্রাসার প্রশাসনিক কর্মকর্তা মাহিদুল আলম মাহির জানান, সেদিন মোট সাত শিক্ষার্থীকে মারধর করা হয়। কেন মারধর করা হয়েছে, তা তিনি জানেন না।
নগরীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘মাদ্রাসায় শিশু নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহীতে এক ইসলামিক বক্তার বিরুদ্ধে মাদ্রাসার ৭ শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ উঠেছে। এর মধ্যে এক ছাত্রকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ইসলামিক বক্তার নাম আবদুর রহমান। তিনি আলোচিত-সমালোচিত ইসলামিক বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মেজ ছেলে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রাজশাহীর পবা উপজেলার ডাঙ্গিপাড়া এলাকায় আল-জামি’আহ আস সালাফিয়া নামে একটি মাদ্রাসা পরিচালনা করেন। রাজ্জাক বিন ইউসুফের নাতির বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ করায় ওই ছাত্রদের পেটানো হয়। এর মধ্যে চতুর্থ শ্রেণির এক ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার নির্যাতনের শিকার হয় ওই শিক্ষার্থীরা।
হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির পরিবারের সদস্যরা জানান, মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নাতির বিরুদ্ধে টাকা চুরি অভিযোগ করায় নির্যাতনের শিকার হয় তাদের সন্তান।
ওই শিক্ষার্থীর বাবা মেরাজুল ইসলাম রিন্টু জানান, গত বুধবার মাদ্রাসার দুই শিক্ষার্থীর টাকা হারিয়ে যায়। এ সময় আব্দুর রহমানের ভাইয়ের ছেলে এবং ওই মাদ্রাসার চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ তোলেন তার ছেলে। এতেই ক্ষিপ্ত হয়ে পাইপ দিয়ে বেপরোয়া পেটাতে থাকেন আব্দুর রহমান। এ সময় অন্য ছয় ছাত্রকেও পেটানো হয়।
এ বিষয়ে কথা বলার জন্য মাদ্রাসায় গেলেও আবদুর রহমানকে পাওয়া যায়নি। বন্ধ পাওয়া গেছে তাঁর মোবাইল ফোন।
মাদ্রাসার প্রশাসনিক কর্মকর্তা মাহিদুল আলম মাহির জানান, সেদিন মোট সাত শিক্ষার্থীকে মারধর করা হয়। কেন মারধর করা হয়েছে, তা তিনি জানেন না।
নগরীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘মাদ্রাসায় শিশু নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৪ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৫ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
৫ ঘণ্টা আগে