বগুড়া প্রতিনিধি

যানবাহন ভাঙচুর, ককটেল বিস্ফোরণ আর পুলিশের টিয়ারশেল নিক্ষেপের মধ্য দিয়ে বগুড়ায় চলছে অবরোধ কর্মসূচি। বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচির প্রথম দিনে আজ রোববার বগুড়ার বিভিন্ন মহাসড়কে এই চিত্র দেখা গেছে।
অবরোধ কর্মসূচির প্রথম দফায় বগুড়ায় ব্যাপক যানবাহন ভাঙচুর এবং চারটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনার পর পুলিশ কঠোর অবস্থান নেয়।
স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, রোববার সকাল ৭টার দিকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে শহরতলির তেলীপুকুর ও বারপুর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। সকাল সোয়া ৮টার দিকে পুলিশ পাহারায় বেশ কিছু পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান পারাপারের সময় বহরের পেছনে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে অবরোধকারীরা। পরে পুলিশ সেখানে টিয়ারশেল নিক্ষেপ করলে অবরোধকারীরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
সকাল ১০টার দিকে তেলীপুকুর এলাকায় আবারও অবরোধকারীরা অবস্থান নিয়ে যানবাহন ভাঙচুর শুরু করলে পুলিশ আবারও টিয়ারশেল নিক্ষেপ করে। তখন অবরোধকারীরা ককটেলের বিস্ফোরণ ঘটায়। একই সময়ে মহাসড়কের ঝোপগাড়ী এলাকায় কিছু যানবাহন চলাচলের সময় অবরোধকারীরা পাঁচ-ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
মহাসড়কে যানবাহন একেবারই কম চলাচল করছে। রাতে আটকে পড়া কিছু পণ্যবাহী ট্রাক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পার করে দেওয়ার সময় ভাঙচুরের ঘটনা ঘটে।
অন্যদিকে শহরতলির মাটিডালি ও বনানী মোড়ে অবরোধবিরোধী সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।
তবে বগুড়ার চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আন্তজেলা বাস টার্মিনাল থেকে কোনো বাস চলাচল করেনি। ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রীর সংখ্যা ছিল কম।
সার্বিক বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার আজকের পত্রিকাকে বলেন, মহাসড়কে যানবাহনের সংখ্যা কিছুটা বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।’

যানবাহন ভাঙচুর, ককটেল বিস্ফোরণ আর পুলিশের টিয়ারশেল নিক্ষেপের মধ্য দিয়ে বগুড়ায় চলছে অবরোধ কর্মসূচি। বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচির প্রথম দিনে আজ রোববার বগুড়ার বিভিন্ন মহাসড়কে এই চিত্র দেখা গেছে।
অবরোধ কর্মসূচির প্রথম দফায় বগুড়ায় ব্যাপক যানবাহন ভাঙচুর এবং চারটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনার পর পুলিশ কঠোর অবস্থান নেয়।
স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, রোববার সকাল ৭টার দিকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে শহরতলির তেলীপুকুর ও বারপুর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। সকাল সোয়া ৮টার দিকে পুলিশ পাহারায় বেশ কিছু পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান পারাপারের সময় বহরের পেছনে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে অবরোধকারীরা। পরে পুলিশ সেখানে টিয়ারশেল নিক্ষেপ করলে অবরোধকারীরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
সকাল ১০টার দিকে তেলীপুকুর এলাকায় আবারও অবরোধকারীরা অবস্থান নিয়ে যানবাহন ভাঙচুর শুরু করলে পুলিশ আবারও টিয়ারশেল নিক্ষেপ করে। তখন অবরোধকারীরা ককটেলের বিস্ফোরণ ঘটায়। একই সময়ে মহাসড়কের ঝোপগাড়ী এলাকায় কিছু যানবাহন চলাচলের সময় অবরোধকারীরা পাঁচ-ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
মহাসড়কে যানবাহন একেবারই কম চলাচল করছে। রাতে আটকে পড়া কিছু পণ্যবাহী ট্রাক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পার করে দেওয়ার সময় ভাঙচুরের ঘটনা ঘটে।
অন্যদিকে শহরতলির মাটিডালি ও বনানী মোড়ে অবরোধবিরোধী সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।
তবে বগুড়ার চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আন্তজেলা বাস টার্মিনাল থেকে কোনো বাস চলাচল করেনি। ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রীর সংখ্যা ছিল কম।
সার্বিক বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার আজকের পত্রিকাকে বলেন, মহাসড়কে যানবাহনের সংখ্যা কিছুটা বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।’

খুলনার পূর্ব রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাছেদ বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এদিকে বিকুলের মায়ের করা মামলায় ট্যারা হেলালকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ সোমবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ট্যারা হেলাল উপজেলার রামনগর গ্রামের...
১৭ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
১ ঘণ্টা আগে
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
১ ঘণ্টা আগে