জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে মিজানুর রহমান নামের এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন জেলা জজ আদালতের বিচারক ও অতিরিক্ত দায়রা জজ মো. গোলাম সারোয়ার। সেই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আজ সোমবার দুপুরে এ রায় ঘোষণা করা হয়।
মিজানুর রহমান পলাতক রয়েছেন। তিনি জেলার কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের চরবারই-ইটাতলা গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, বগুড়ার শিবগঞ্জ উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের তোজাম্মেল হকের মেয়ে জেসমিনের সঙ্গে মিজানুর রহমানের (২৪) বিয়ে হয়। ২০০৯ সালের ২৭ অক্টোবর সকালে জেসমিনের বাবা তোজাম্মেল হক জানতে পারেন মেয়ে মারা গেছেন। খবর পেয়ে মেয়ের বাড়িতে গিয়ে মিজানুরকে পাননি। এ সময় মেয়ের মুখে ও নাকে রক্ত বের হতে দেখা যায়। এতে মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে তোজাম্মেলের সন্দেহ হয়। এ ঘটনায় ২০০৯ সালের ২৭ অক্টোবর জেসমিনের বাবা তোজাম্মেল হক বাদী হয়ে মিজানুরকে অভিযুক্ত করে কালাই থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় মিজানুরকে আসামি করে কালাই থানার তৎকালীন উপপরিদর্শক আকতার হোসেন আদালতে ২০১১ সালের ৩১ জানুয়ারি অভিযোগপত্র জমা দেন।
আসামি পক্ষের আইনজীবী মোজাহিদুল ইসলাম রাজু আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এই রায়ে সন্তুষ্ট হতে পারিনি। তাই এ রায়ের বিপরীতে উচ্চ আদালতে আপিল করব।’
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার ঘটনায় আদালত যে রায় দিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট। আসামি মিজানুর পলাতক। তাই তাঁর অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। ফলে, রায়ে বিচারক উল্লেখ করেছেন যে, আসামি স্বেচ্ছায় আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ তাঁকে যে দিন গ্রেপ্তার করবেন, সেদিন থেকেই তাঁর সাজা কার্যকর হবে।’

জয়পুরহাটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে মিজানুর রহমান নামের এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন জেলা জজ আদালতের বিচারক ও অতিরিক্ত দায়রা জজ মো. গোলাম সারোয়ার। সেই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আজ সোমবার দুপুরে এ রায় ঘোষণা করা হয়।
মিজানুর রহমান পলাতক রয়েছেন। তিনি জেলার কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের চরবারই-ইটাতলা গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, বগুড়ার শিবগঞ্জ উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের তোজাম্মেল হকের মেয়ে জেসমিনের সঙ্গে মিজানুর রহমানের (২৪) বিয়ে হয়। ২০০৯ সালের ২৭ অক্টোবর সকালে জেসমিনের বাবা তোজাম্মেল হক জানতে পারেন মেয়ে মারা গেছেন। খবর পেয়ে মেয়ের বাড়িতে গিয়ে মিজানুরকে পাননি। এ সময় মেয়ের মুখে ও নাকে রক্ত বের হতে দেখা যায়। এতে মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে তোজাম্মেলের সন্দেহ হয়। এ ঘটনায় ২০০৯ সালের ২৭ অক্টোবর জেসমিনের বাবা তোজাম্মেল হক বাদী হয়ে মিজানুরকে অভিযুক্ত করে কালাই থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় মিজানুরকে আসামি করে কালাই থানার তৎকালীন উপপরিদর্শক আকতার হোসেন আদালতে ২০১১ সালের ৩১ জানুয়ারি অভিযোগপত্র জমা দেন।
আসামি পক্ষের আইনজীবী মোজাহিদুল ইসলাম রাজু আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এই রায়ে সন্তুষ্ট হতে পারিনি। তাই এ রায়ের বিপরীতে উচ্চ আদালতে আপিল করব।’
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার ঘটনায় আদালত যে রায় দিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট। আসামি মিজানুর পলাতক। তাই তাঁর অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। ফলে, রায়ে বিচারক উল্লেখ করেছেন যে, আসামি স্বেচ্ছায় আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ তাঁকে যে দিন গ্রেপ্তার করবেন, সেদিন থেকেই তাঁর সাজা কার্যকর হবে।’

নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ মিনিট আগে
হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, অর্থাৎ কালকে রায় হলে পরশু ইলেকশন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাকসুর নির্বাচনের পক্ষে ইতিবাচক রায়ের জন্য বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবে।
৫ মিনিট আগে
এক শীত চলে গেছে, আরেক শীতের মৌসুম শেষ হওয়ার পথে, তবু শীতার্তদের জন্য বিদেশে থেকে অনুদান হিসেবে পাওয়া ৮ কনটেইনার শীতবস্ত্র পৌঁছায়নি দুস্থদের কাছে। ১০ মাস আগে এসব শীতবস্ত্র কনটেইনারে করে চট্টগ্রাম বন্দরে পৌঁছালেও আমলাতান্ত্রিক জটিলতায় মালপত্র এখনো খালাস করা যায়নি।
৮ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
৪৩ মিনিট আগে