বগুড়া প্রতিনিধি

বগুড়া রেলস্টেশনের লাইন ভেঙে যাওয়ায় বড় ধরের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ঢাকাগামী আন্তনগর রংপুর এক্সপ্রেস ট্রেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে রেললাইন মেরামতের কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে ১ নম্বর লাইন দিয়ে ট্রেনটি বগুড়া রেলস্টেশন ত্যাগ করার সময় রেললাইনটি ভেঙে যায়।
বগুড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু বলেন, ঢাকাগামী আন্তনগর রংপুর এক্সপ্রেস ট্রেনটি গতকাল রাত ১২টা ৮ মিনিটে ১ নম্বর লাইন দিয়ে বগুড়া রেলস্টেশন ত্যাগ করে। এ সময় স্টেশনের পশ্চিমে ৩২২ / ২ কিলোমিটার এলাকায় রেললাইন দুই ফুট অংশ ভেঙে যায়। গতি কম থাকায় ভেঙে যাওয়া লাইনের ওপর দিয়েই ট্রেনটি পার হয়। তবে, ট্রেনের গতি বেশি থাকলে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা ছিল।
স্টেশন মাস্টার আরও বলেন, রেললাইন ভেঙে যাওয়ায় ১ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। রাত ১২টার পর থেকে ২ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল করে। পরে আজ দুপুর ১২টার দিকে মেরামত কাজ শেষ হলে সান্তাহার থেকে পঞ্চগড়গামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি ১ নম্বর লাইন দিয়ে বগুড়া স্টেশন ত্যাগ করে।
বগুড়া রেলওয়ের নিরাপত্তা বাহিনীর উপসহকারী পরিদর্শক (এএসআই) শুকুর আলী জানান, গতকাল রাত ১২টা ১০ মিনিটে রেলস্টেশনের বস্তি এলাকার লোকজন রংপুর এক্সপ্রেস ট্রেনটি যাওয়ার সময় বিকট শব্দ শুনতে পান। এ সময় তাঁরা দেখেন রেললাইনের দুই ফুট অংশ ভেঙে গেছে। পরে তাঁরা দ্রুত আমাদের খবর দিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।
বগুড়ার রেলওয়ের সিনিয়র উপসহকারী প্রকৌশলী (পথ) মাজেদুল ইসলাম বলেন, রেললাইন পুরোনো হওয়ায় স্টেশনের পশ্চিমপাশে লাইন আনুমানিক দুই ফুট ভেঙে যায়। আজ দুপুরে মেরামত কাজ শেষ হয়। বর্তমানে রেললাইনটি ট্রেন চলাচলের উপযোগী।

বগুড়া রেলস্টেশনের লাইন ভেঙে যাওয়ায় বড় ধরের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ঢাকাগামী আন্তনগর রংপুর এক্সপ্রেস ট্রেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে রেললাইন মেরামতের কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে ১ নম্বর লাইন দিয়ে ট্রেনটি বগুড়া রেলস্টেশন ত্যাগ করার সময় রেললাইনটি ভেঙে যায়।
বগুড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু বলেন, ঢাকাগামী আন্তনগর রংপুর এক্সপ্রেস ট্রেনটি গতকাল রাত ১২টা ৮ মিনিটে ১ নম্বর লাইন দিয়ে বগুড়া রেলস্টেশন ত্যাগ করে। এ সময় স্টেশনের পশ্চিমে ৩২২ / ২ কিলোমিটার এলাকায় রেললাইন দুই ফুট অংশ ভেঙে যায়। গতি কম থাকায় ভেঙে যাওয়া লাইনের ওপর দিয়েই ট্রেনটি পার হয়। তবে, ট্রেনের গতি বেশি থাকলে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা ছিল।
স্টেশন মাস্টার আরও বলেন, রেললাইন ভেঙে যাওয়ায় ১ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। রাত ১২টার পর থেকে ২ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল করে। পরে আজ দুপুর ১২টার দিকে মেরামত কাজ শেষ হলে সান্তাহার থেকে পঞ্চগড়গামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি ১ নম্বর লাইন দিয়ে বগুড়া স্টেশন ত্যাগ করে।
বগুড়া রেলওয়ের নিরাপত্তা বাহিনীর উপসহকারী পরিদর্শক (এএসআই) শুকুর আলী জানান, গতকাল রাত ১২টা ১০ মিনিটে রেলস্টেশনের বস্তি এলাকার লোকজন রংপুর এক্সপ্রেস ট্রেনটি যাওয়ার সময় বিকট শব্দ শুনতে পান। এ সময় তাঁরা দেখেন রেললাইনের দুই ফুট অংশ ভেঙে গেছে। পরে তাঁরা দ্রুত আমাদের খবর দিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।
বগুড়ার রেলওয়ের সিনিয়র উপসহকারী প্রকৌশলী (পথ) মাজেদুল ইসলাম বলেন, রেললাইন পুরোনো হওয়ায় স্টেশনের পশ্চিমপাশে লাইন আনুমানিক দুই ফুট ভেঙে যায়। আজ দুপুরে মেরামত কাজ শেষ হয়। বর্তমানে রেললাইনটি ট্রেন চলাচলের উপযোগী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় শেরপুর-১ (সদর) আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ তিন প্রার্থীকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক...
৫ মিনিট আগে
১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তাঁরা মুক্ত হন।
২ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৮ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৯ ঘণ্টা আগে