সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে এক ব্যক্তিকে (৩৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর শ্যালকের বিরুদ্ধে। গতকাল শুক্রবার উত্তর সারটিয়া গ্রামে তাঁকে কুপিয়ে জখম করা হয়। আজ শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।
নিহত ইমরান হোসেন সিরাজগঞ্জ পৌর এলাকার রানীগ্রাম মহল্লার আবুল হোসেনের ছেলে। তিনি সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের উত্তর সারটিয়া গ্রামের ফরিদুল ইসলামের মেয়েকে বিয়ে করে শ্বশুরবাড়িতেই থাকতেন। ঘটনার পর থেকে শ্যালক রাশেদুল ইসলাম পলাতক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, বেশ কিছুদিন আগে ইমরানকে মারধর করেন শ্যালক রাশেদুল। এ ঘটনায় রাশেদুলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন ইমরান। রাশেদুলের সঙ্গে তাঁর স্ত্রীর পারিবারিক কলহ নিয়ে ঝগড়াবিবাদ হয়ে আসছিল। এ ঘটনায় রাশেদুলের স্ত্রী তাঁর বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতন মামলা দায়ের করেন।
স্ত্রীর দায়ের করা মামলায় রাশেদুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে পুলিশ রাশেদুলকে গ্রেপ্তার করতে গেলে তিনি পালিয়ে যান। রাশেদুলের ধারণা ইমরানের দায়ের করা মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে যায়।
এই ধারণা থেকে গতকাল বিকেলে উত্তর সারটিয়া গ্রামে ইমরানকে কুপিয়ে আহত করেন রাশেদুল ইসলাম। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে রাতেই ঢামেকে রেফার্ড করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান ইমরান।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ইমরানের মৃত্যুর খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে এক ব্যক্তিকে (৩৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর শ্যালকের বিরুদ্ধে। গতকাল শুক্রবার উত্তর সারটিয়া গ্রামে তাঁকে কুপিয়ে জখম করা হয়। আজ শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।
নিহত ইমরান হোসেন সিরাজগঞ্জ পৌর এলাকার রানীগ্রাম মহল্লার আবুল হোসেনের ছেলে। তিনি সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের উত্তর সারটিয়া গ্রামের ফরিদুল ইসলামের মেয়েকে বিয়ে করে শ্বশুরবাড়িতেই থাকতেন। ঘটনার পর থেকে শ্যালক রাশেদুল ইসলাম পলাতক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, বেশ কিছুদিন আগে ইমরানকে মারধর করেন শ্যালক রাশেদুল। এ ঘটনায় রাশেদুলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন ইমরান। রাশেদুলের সঙ্গে তাঁর স্ত্রীর পারিবারিক কলহ নিয়ে ঝগড়াবিবাদ হয়ে আসছিল। এ ঘটনায় রাশেদুলের স্ত্রী তাঁর বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতন মামলা দায়ের করেন।
স্ত্রীর দায়ের করা মামলায় রাশেদুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে পুলিশ রাশেদুলকে গ্রেপ্তার করতে গেলে তিনি পালিয়ে যান। রাশেদুলের ধারণা ইমরানের দায়ের করা মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে যায়।
এই ধারণা থেকে গতকাল বিকেলে উত্তর সারটিয়া গ্রামে ইমরানকে কুপিয়ে আহত করেন রাশেদুল ইসলাম। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে রাতেই ঢামেকে রেফার্ড করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান ইমরান।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ইমরানের মৃত্যুর খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মুছারচর এলাকায় প্রতিবন্ধী এক অটোরিকশাচালকের স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে মুছারচর সড়কের ঢালে সোহেল (৪০) নামের ওই ব্যক্তির লাশ পাওয়া যায়।
১৮ মিনিট আগে
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘আমাদেরই একটি অংশ চায় না যাতে নির্বাচন ভালো হোক। তবে আগামী নির্বাচনে কী হবে, কী হবে না, তা ঠিক করবে তরুণরা।’
১ ঘণ্টা আগে
ডিএনসিসি প্রশাসক বলেন, ভাড়া দেওয়ার আগে অবশ্যই বাড়িটি বসবাসের উপযোগী করে রাখতে হবে। বাড়িতে ইউটিলিটি সার্ভিসের (গ্যাস, বিদ্যুৎ ও পানি) নিরবচ্ছিন্ন সংযোগ ও প্রতিদিন গৃহস্থালি বর্জ্য সংগ্রহসহ অন্যান্য সব সুবিধা নিশ্চিত করতে হবে। তবে ইউটিলিটি সার্ভিসের ক্ষেত্রে যথাযথ বিলের বেশি বা লাভ নেওয়া যাবে না।
১ ঘণ্টা আগে
বরিশালের হিজলা উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ চার জেলের মধ্যে দুজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার জেলেরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার
১ ঘণ্টা আগে