Ajker Patrika

পরীক্ষা কেন্দ্রে সিলিং ফ্যান খুলে পড়ে ৩ পরীক্ষার্থী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
পরীক্ষা কেন্দ্রে সিলিং ফ্যান খুলে পড়ে ৩ পরীক্ষার্থী আহত

সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার হলে চলন্ত সিলিং ফ্যান খুলে পড়ে তিন পরীক্ষার্থী আহত হয়েছে। আজ রোববার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে শহরের হাজী আহমাদ আলী আলিয়া কামিল এম. এ মাদ্রাসা কেন্দ্রে এই দুর্ঘটনা ঘটে। 

আহত তিন পরীক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়ে পরীক্ষা সম্পন্ন করে। তারা সদর উপজেলার চিলগাছা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী। 

কেন্দ্র সূত্রে জানা গেছে, রোববার সাধারণ গণিত পরীক্ষা চলছিল। পরীক্ষা শুরু হওয়ার প্রায় ২০ মিনিট আগেই ৯টা ৪০ মিনিটের দিকে শ্রেণিকক্ষের একটি সিলিং ফ্যান হঠাৎ খুলে পড়ে। এতে ফ্যানের নিচে থাকা তিন পরীক্ষার্থী আহত হয়। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকেরা এসে তাদের প্রাথমিক চিকিৎসা দেন। পরে তারা পরীক্ষায় অংশ নেয়। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব অধ্যক্ষ দুলাল হোসেন বলেন, পরীক্ষা শুরু হওয়ার ২০ মিনিট আগেই পরীক্ষা কেন্দ্রের ৬ নম্বর কক্ষের একটি সিলিং ফ্যান চলতে চলতে হঠাৎ খুলে পড়ে। এতে তিন শিক্ষার্থী আহত হয়। তাদের অবস্থা গুরুতর নয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা নিয়ে পরীক্ষা দেয়। 

হাজী আহমাদ আলী আলিয়া কামিল এম. এ মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মোনয়েম বলেন, সিলিং ফ্যানটি তিন বছর আগে লাগানো হয়। আজ চলতে চলতে হঠাৎ ফ্যানের ভেতরের প্যাঁচ খুলে পড়ে যায়। এতে তিন শিক্ষার্থীর শরীরে আঘাত লাগলেও তা গুরুতর নয়। 

সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল টিমের দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এস এম মনিরুজ্জামান বলেন, সিলিং ফ্যান খুলে তিন শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে মধ্যে একজনের মাথায়, একজনের ডান হাতে ও একজনের গালে লেগেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তারা পরীক্ষা দিয়েছে। 

এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্লাহ বলেন, ‘বিষয়টি আমি জানার পর ঘটনাস্থলে লোক পাঠিয়েছিলাম। তিন পরীক্ষার্থী আহত হয়েছে তবে তারা ভালো আছে। আঘাত গুরুতর নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত