নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

গত কয়েক দিনে বগুড়ার নন্দীগ্রামে পল্লী বিদ্যুতের চলমান লোডশেডিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী। এই সমস্যা সমাধান হতে আরও দু-এক দিন সময় লাগতে পাড়ে বলে জানিয়েছেন নন্দীগ্রাম জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সিদ্দিকুর রহমান।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গত শনিবার সন্ধ্যার ঝড়-বৃষ্টির পর থেকে নন্দীগ্রামে লোডশেডিং ও বিদ্যুৎবিভ্রাটের ঘটনা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ওই ঝড়-বৃষ্টির প্রায় ১৭ ঘণ্টা পর বিদ্যুতের দেখা পায় নন্দীগ্রামবাসী। কিন্তু তারপর থেকেই চলছে বিদ্যুতের আসা-যাওয়ার খেলা। পৌর এলাকায় এক-দুই ঘণ্টা বিদ্যুৎ থাকার পর আরার এক দুই-ঘণ্টা উধাও থাকে। আর গ্রামাঞ্চলের অবস্থা আরও ভয়াবহ। সারা দিন-রাতে এক থেকে দুই ঘণ্টাও বিদ্যুতের দেখা পাচ্ছে না বলে অভিযোগ তাঁদের।
উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা রেজাউল করিম বলেন, ‘শনিবার সন্ধ্যার ঝড়-বৃষ্টির পর থেকে এখন পর্যন্ত মোবাইল ১০০ ভাগ চার্জও করতে পারছি না। তাহলে বুঝতেই পারছেন বিদ্যুতের অবস্থা কেমন?’
রণবাঘা বাজারের ব্যবসায়ী টিপু সুলতান বলেন, বিদ্যুতের এই আসা-যাওয়ায় মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। আবহাওয়া গরম আবার বিদ্যুৎ নাই। ব্যবসা-বাণিজ্য ঠিকমতো করা যাচ্ছে না। খুব দ্রুত সমস্যার সমাধান করা উচিত।
পৌর এলাকার কলেজপাড়ার বাসিন্দা পাপ্পু কুমার বলেন, নন্দীগ্রামের বিদ্যুতের এই ভেলকিবাজিতে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। যেকোনো সময় এর প্রতিফলন পড়তে পারে।
এসব অভিযোগ বিষয়ে জানতে চাইলে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান বলেন, বগুড়া গ্রিডে সমস্যা হওয়ার কারণে বিদ্যুৎবিভ্রাট দেখা দিয়েছে। সেখানে মেরামতের কাজ চলছে। আশা করছি এক-দুই দিনের মধ্যেই সমস্যার সমাধান হবে।

গত কয়েক দিনে বগুড়ার নন্দীগ্রামে পল্লী বিদ্যুতের চলমান লোডশেডিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী। এই সমস্যা সমাধান হতে আরও দু-এক দিন সময় লাগতে পাড়ে বলে জানিয়েছেন নন্দীগ্রাম জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সিদ্দিকুর রহমান।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গত শনিবার সন্ধ্যার ঝড়-বৃষ্টির পর থেকে নন্দীগ্রামে লোডশেডিং ও বিদ্যুৎবিভ্রাটের ঘটনা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ওই ঝড়-বৃষ্টির প্রায় ১৭ ঘণ্টা পর বিদ্যুতের দেখা পায় নন্দীগ্রামবাসী। কিন্তু তারপর থেকেই চলছে বিদ্যুতের আসা-যাওয়ার খেলা। পৌর এলাকায় এক-দুই ঘণ্টা বিদ্যুৎ থাকার পর আরার এক দুই-ঘণ্টা উধাও থাকে। আর গ্রামাঞ্চলের অবস্থা আরও ভয়াবহ। সারা দিন-রাতে এক থেকে দুই ঘণ্টাও বিদ্যুতের দেখা পাচ্ছে না বলে অভিযোগ তাঁদের।
উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা রেজাউল করিম বলেন, ‘শনিবার সন্ধ্যার ঝড়-বৃষ্টির পর থেকে এখন পর্যন্ত মোবাইল ১০০ ভাগ চার্জও করতে পারছি না। তাহলে বুঝতেই পারছেন বিদ্যুতের অবস্থা কেমন?’
রণবাঘা বাজারের ব্যবসায়ী টিপু সুলতান বলেন, বিদ্যুতের এই আসা-যাওয়ায় মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। আবহাওয়া গরম আবার বিদ্যুৎ নাই। ব্যবসা-বাণিজ্য ঠিকমতো করা যাচ্ছে না। খুব দ্রুত সমস্যার সমাধান করা উচিত।
পৌর এলাকার কলেজপাড়ার বাসিন্দা পাপ্পু কুমার বলেন, নন্দীগ্রামের বিদ্যুতের এই ভেলকিবাজিতে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। যেকোনো সময় এর প্রতিফলন পড়তে পারে।
এসব অভিযোগ বিষয়ে জানতে চাইলে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান বলেন, বগুড়া গ্রিডে সমস্যা হওয়ার কারণে বিদ্যুৎবিভ্রাট দেখা দিয়েছে। সেখানে মেরামতের কাজ চলছে। আশা করছি এক-দুই দিনের মধ্যেই সমস্যার সমাধান হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে