ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী এক নারী বাঁশ বাগানের ভেতর সন্তান প্রসব করেছে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার বথুয়াবাড়ি গ্রামের একটি বাঁশ বাগানের ভেতর তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন। খবর পেয়ে দুপুর ১২টার দিকে ওই বুদ্ধি প্রতিবন্ধী মা ও তাঁর নবজাতক সন্তানকে উদ্ধার করেছে থানা-পুলিশ।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে পরিচয় বলতে না পারা ওই বুদ্ধি প্রতিবন্ধী নারী উপজেলার বথুয়াবাড়ি এলাকায় আসেন। সে নিজের নাম বলেছেন মর্জিনা। এর বেশি কিছু সে বলতে পারে না।
বথুয়াবাড়ি গ্রামের আব্দুর রসিদ নামে এক কৃষকরে বাড়ির পাশে বাঁশ বাগানের ভেতর গত চার দিন ধরে আশ্রয় নেন তিনি। ওই নারী অন্তঃসত্ত্বা হওয়ায় বাঁশ বাগানের পাশের বাসিন্দারা তাঁকে তিন বেলা খাবার দিত। এ অবস্থায় শনিবার সকালের দিকে বাঁশ বাগান থেকে শিশুর কান্নার আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। তাঁরা গিয়ে দেখেন মর্জিনা একটি পুত্র সন্তানের জন্ম দিয়ে তাঁকে নিয়ে বসে আছে। স্থানীয় লোকজন ওই নবজাতককে দত্তক নেওয়ার আগ্রহ করেন। কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী মর্জিনা তাঁর সন্তানকে দিতে রাজি হয়নি। সংবাদ পেয়ে মা ও তাঁর সন্তানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ।
ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসানুল হাছিব বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে মা ও তাঁর সন্তানকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তাঁরা উভয়ই সুস্থ রয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, মা ও নবজাতককে উদ্ধার করে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাঁদের পরিচয় জানার চেষ্টা অব্যাহত রয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বগুড়ার ধুনট উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী এক নারী বাঁশ বাগানের ভেতর সন্তান প্রসব করেছে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার বথুয়াবাড়ি গ্রামের একটি বাঁশ বাগানের ভেতর তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন। খবর পেয়ে দুপুর ১২টার দিকে ওই বুদ্ধি প্রতিবন্ধী মা ও তাঁর নবজাতক সন্তানকে উদ্ধার করেছে থানা-পুলিশ।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে পরিচয় বলতে না পারা ওই বুদ্ধি প্রতিবন্ধী নারী উপজেলার বথুয়াবাড়ি এলাকায় আসেন। সে নিজের নাম বলেছেন মর্জিনা। এর বেশি কিছু সে বলতে পারে না।
বথুয়াবাড়ি গ্রামের আব্দুর রসিদ নামে এক কৃষকরে বাড়ির পাশে বাঁশ বাগানের ভেতর গত চার দিন ধরে আশ্রয় নেন তিনি। ওই নারী অন্তঃসত্ত্বা হওয়ায় বাঁশ বাগানের পাশের বাসিন্দারা তাঁকে তিন বেলা খাবার দিত। এ অবস্থায় শনিবার সকালের দিকে বাঁশ বাগান থেকে শিশুর কান্নার আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। তাঁরা গিয়ে দেখেন মর্জিনা একটি পুত্র সন্তানের জন্ম দিয়ে তাঁকে নিয়ে বসে আছে। স্থানীয় লোকজন ওই নবজাতককে দত্তক নেওয়ার আগ্রহ করেন। কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী মর্জিনা তাঁর সন্তানকে দিতে রাজি হয়নি। সংবাদ পেয়ে মা ও তাঁর সন্তানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ।
ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসানুল হাছিব বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে মা ও তাঁর সন্তানকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তাঁরা উভয়ই সুস্থ রয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, মা ও নবজাতককে উদ্ধার করে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাঁদের পরিচয় জানার চেষ্টা অব্যাহত রয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
২১ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগে