Ajker Patrika

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের মুখে চুনকালি, জুতার মালা

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি  
অভিযুক্ত বৃদ্ধের মুখে চুনকালি দেয় এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা
অভিযুক্ত বৃদ্ধের মুখে চুনকালি দেয় এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর দুর্গাপুরে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে আব্দুস সাত্তার (৭০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় ওই বৃদ্ধকে ধরে মুখে চুনকালি ও গলায় জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আজ সোমবার (১৯ মে) উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশুটির দাদি বলেন, ‘আজ সোমবার সকালে আমার নাতনি বাড়ির বাইরে খেলতে গিয়েছিল। খেলা শেষে বাড়ি ফেরার পথে আব্দুস সাত্তার আমার নাতনিকে বাঁশঝাড়ে নিয়ে যায়। সেখানে সে অনেক চিৎকার ও ধস্তাধস্তি করে। একপর্যায়ে বৃদ্ধ সাত্তার আমার নাতনিকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর সাত্তার পালিয়ে বিলের একটি পুকুর পাড়ের ঘরে লুকিয়ে ছিলেন। বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী তাঁকে বিল থেকে ধরে নিয়ে আসে। পরে স্থানীয় নারীরা বৃদ্ধ আব্দুস সাত্তারের মুখে চুনকালি ও জুতার মালা পরিয়ে দেন। এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সাত্তারকে থানায় নিয়ে যায়।

অভিযুক্ত বৃদ্ধের মুখে চুনকালি দেয় এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা
অভিযুক্ত বৃদ্ধের মুখে চুনকালি দেয় এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

আব্দুল বারী নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘গত বছর তিনি একই গ্রামের এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টা করেন। তাঁর বিরুদ্ধে এলাকায় নারীঘটিত একাধিক অভিযোগ রয়েছে। আমরা এলাকাবাসী আইনের আওতায় তাঁর শাস্তি দাবি করছি।’

জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, ‘ঘটনাটি শুনেছি। উপজেলার সাঁয়বাড় গ্রাম থেকে অভিযুক্ত এক বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বাদী এলে এ ব্যাপারে থানায় মামলা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত