পাবনা প্রতিনিধি

নিজেকে কখনো জেল সুপার, কখনোবা পুলিশ কর্মকর্তা পরিচয় দিতেন পাবনার চাটমোহর উপজেলার মামুন হোসেন (৩০)। ফোন করতেন কারাগারে বন্দীদের আত্মীয়স্বজনদের কাছে। বিভিন্ন উপায়ে আসামিকে জেল থেকে ছাড়ানোর আশ্বাসে তাঁদের কাছ থেকে হাতিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা।
মানুষের সঙ্গে এমনভাবে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চক্রের মূল হোতা মামুন হোসেন ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে র্যাব পাবনা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১২ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড় আহাদ মোড় গ্রামের মামুন হোসেন (৩০), বোঁথড় গ্রামের ইমরান হোসেন (২৮)।
র্যাব কমান্ডার এহতেশামুল হক খান বলেন, আদালত প্রাঙ্গণে উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে আসামিদের আত্মীয়স্বজনেরা অপেক্ষা করেন। কেউ জামিনের জন্য, আবার কেউ অপেক্ষা করেন কারাগার থেকে হাজিরা দিতে আসা স্বজনদের একনজর দেখার জন্য। এই ধরনের ব্যক্তির আত্মীয়স্বজনদের টার্গেট করে প্রতারক চক্র। কখনো জেল সুপার, কখনো জেলা পুলিশ, কখনোবা উকিল পরিচয়ে আত্মীয়স্বজনের মোবাইল নম্বরে ফোন করে সহযোগিতার আশ্বাস দেন। তারপর জামিন ও মামলার নিষ্পত্তির কথা বলে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা।
এই চক্রটি দীর্ঘদিন যাবৎ পাবনা জেলায় নানা কৌশলে মোবাইলের মাধ্যমে প্রতারণা করে আসছে। এ রকম একটি ঘটনায় প্রতারণার স্বীকার হন পাবনা সদর উপজেলার শ্রীকোল পশ্চিমপাড়া গ্রামের আসলাম প্রামাণিক। তাঁর বাবার জামিন করে দেওয়ার কথা বলে ১ লাখ ৭ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেয় এই প্রতারক চক্র।
ভুক্তভোগী আসলাম র্যাবের কাছে লিখিত অভিযোগ দিলে মাঠে নামে র্যাব। এরই ধারাবাহিকতায় গত শনিবার রাতে অভিযান চালিয়ে চক্রের মূল হোতা মামুন ও তাঁর সহযোগী ইমরানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা মানুষের সঙ্গে প্রতারণা করার বিষয়টি স্বীকার করেছেন।
এ ঘটনায় মামলা দায়ের করে আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার সকালে চাটমোহর থানায় হস্তান্তর করা হয়। পরে চাটমোহর থানা-পুলিশ তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

নিজেকে কখনো জেল সুপার, কখনোবা পুলিশ কর্মকর্তা পরিচয় দিতেন পাবনার চাটমোহর উপজেলার মামুন হোসেন (৩০)। ফোন করতেন কারাগারে বন্দীদের আত্মীয়স্বজনদের কাছে। বিভিন্ন উপায়ে আসামিকে জেল থেকে ছাড়ানোর আশ্বাসে তাঁদের কাছ থেকে হাতিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা।
মানুষের সঙ্গে এমনভাবে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চক্রের মূল হোতা মামুন হোসেন ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে র্যাব পাবনা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১২ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড় আহাদ মোড় গ্রামের মামুন হোসেন (৩০), বোঁথড় গ্রামের ইমরান হোসেন (২৮)।
র্যাব কমান্ডার এহতেশামুল হক খান বলেন, আদালত প্রাঙ্গণে উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে আসামিদের আত্মীয়স্বজনেরা অপেক্ষা করেন। কেউ জামিনের জন্য, আবার কেউ অপেক্ষা করেন কারাগার থেকে হাজিরা দিতে আসা স্বজনদের একনজর দেখার জন্য। এই ধরনের ব্যক্তির আত্মীয়স্বজনদের টার্গেট করে প্রতারক চক্র। কখনো জেল সুপার, কখনো জেলা পুলিশ, কখনোবা উকিল পরিচয়ে আত্মীয়স্বজনের মোবাইল নম্বরে ফোন করে সহযোগিতার আশ্বাস দেন। তারপর জামিন ও মামলার নিষ্পত্তির কথা বলে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা।
এই চক্রটি দীর্ঘদিন যাবৎ পাবনা জেলায় নানা কৌশলে মোবাইলের মাধ্যমে প্রতারণা করে আসছে। এ রকম একটি ঘটনায় প্রতারণার স্বীকার হন পাবনা সদর উপজেলার শ্রীকোল পশ্চিমপাড়া গ্রামের আসলাম প্রামাণিক। তাঁর বাবার জামিন করে দেওয়ার কথা বলে ১ লাখ ৭ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেয় এই প্রতারক চক্র।
ভুক্তভোগী আসলাম র্যাবের কাছে লিখিত অভিযোগ দিলে মাঠে নামে র্যাব। এরই ধারাবাহিকতায় গত শনিবার রাতে অভিযান চালিয়ে চক্রের মূল হোতা মামুন ও তাঁর সহযোগী ইমরানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা মানুষের সঙ্গে প্রতারণা করার বিষয়টি স্বীকার করেছেন।
এ ঘটনায় মামলা দায়ের করে আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার সকালে চাটমোহর থানায় হস্তান্তর করা হয়। পরে চাটমোহর থানা-পুলিশ তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
২ মিনিট আগে
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজশিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-২ আসনের সা
৫ মিনিট আগে
ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
১৮ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
২১ মিনিট আগে