সিরাজগঞ্জ প্রতিনিধি

গাড়ির ছাদ খুলে ভিডিও ধারণ করার সময় ব্রিজের লোহার পাইপে আঘাত পেয়ে রবিউল আজিম তনু (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার ভোর ৫টায় সিরাজগঞ্জ শহরের ইলিয়ট ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
রবিউল আজিম তনু সাতক্ষীরা জেলার কলারোয়া থানার গোপীনাথপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিরাজগঞ্জ শহরের এসএস রোডের বন্ধু মুখলেসুর রহমানকে সঙ্গে নিয়ে রবিউল হাসান তনু ও অপর এক বন্ধু ভোরে একটি প্রাইভেট কার নিয়ে ইলিয়ট ব্রিজের ওপরে যান। এ সময় রবিউল হাসান গাড়ির ছাদ খুলে দাঁড়িয়ে ব্রিজের সৌন্দর্যের ভিডিও ধারণ করছিলেন। হঠাৎ রবিউল ব্রিজের লোহার পাইপের সঙ্গে ধাক্কা খান। এতে গুরুতর আহত হন তিনি।
ওসি আরও বলেন, বন্ধুরা রবিউলকে উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, রবিউল আজিম তনু স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৮১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি পড়াশোনার পাশাপাশি ব্লগার আর এস ফাহিমের ভিডিওগ্রাফার হিসেবে কাজ করতেন।
অনেকে বলছেন, তনু টিকটক করার সময় ব্রিজের পাইপে ধাক্কা খেয়ে মারা গেছেন। এ প্রসঙ্গে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজের সহকারী অধ্যাপক ফেরদৌস আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘তনু টিকটক করতে যায়নি। সে শুটিংয়ের ভিডিও ধারণ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এখন তাকে টিকটকার বানিয়ে গুরুতর একটা ঘটনাকে তুচ্ছ–তাচ্ছিল্যের সঙ্গে উপস্থাপন করা হচ্ছে। এটা দুঃখজনক।’ কারও অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে কিনা সেটির তদন্তেরও দাবি জানান তিনি।

গাড়ির ছাদ খুলে ভিডিও ধারণ করার সময় ব্রিজের লোহার পাইপে আঘাত পেয়ে রবিউল আজিম তনু (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার ভোর ৫টায় সিরাজগঞ্জ শহরের ইলিয়ট ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
রবিউল আজিম তনু সাতক্ষীরা জেলার কলারোয়া থানার গোপীনাথপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিরাজগঞ্জ শহরের এসএস রোডের বন্ধু মুখলেসুর রহমানকে সঙ্গে নিয়ে রবিউল হাসান তনু ও অপর এক বন্ধু ভোরে একটি প্রাইভেট কার নিয়ে ইলিয়ট ব্রিজের ওপরে যান। এ সময় রবিউল হাসান গাড়ির ছাদ খুলে দাঁড়িয়ে ব্রিজের সৌন্দর্যের ভিডিও ধারণ করছিলেন। হঠাৎ রবিউল ব্রিজের লোহার পাইপের সঙ্গে ধাক্কা খান। এতে গুরুতর আহত হন তিনি।
ওসি আরও বলেন, বন্ধুরা রবিউলকে উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, রবিউল আজিম তনু স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৮১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি পড়াশোনার পাশাপাশি ব্লগার আর এস ফাহিমের ভিডিওগ্রাফার হিসেবে কাজ করতেন।
অনেকে বলছেন, তনু টিকটক করার সময় ব্রিজের পাইপে ধাক্কা খেয়ে মারা গেছেন। এ প্রসঙ্গে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজের সহকারী অধ্যাপক ফেরদৌস আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘তনু টিকটক করতে যায়নি। সে শুটিংয়ের ভিডিও ধারণ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এখন তাকে টিকটকার বানিয়ে গুরুতর একটা ঘটনাকে তুচ্ছ–তাচ্ছিল্যের সঙ্গে উপস্থাপন করা হচ্ছে। এটা দুঃখজনক।’ কারও অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে কিনা সেটির তদন্তেরও দাবি জানান তিনি।

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন। এই আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাইকালে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর প্রার্থীরা প্রবাসী স্ত্রী, ভাই, বোন ও ছেলের টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন বলে
২ ঘণ্টা আগে
সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা-১ আসন এবং বামনা, পাথরঘাটা ও বেতাগী নিয়ে গঠিত বরগুনা-২ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন দুটিতে মোট বৈধ প্রার্থী ১৮ জন। রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, কোনো প্রার্থীরই বার্ষিক আয় ১ কোটি টাকা নেই।
২ ঘণ্টা আগে
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এবারই প্রথম তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি তিনি আজকের পত্রিকার পাবনা প্রতিনিধি শাহীন রহমানের মুখোমুখি হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
দেশে এলপি গ্যাসের তীব্র সংকট শিগগির অবসানের কোনো আভাস নেই। জ্বালানি মন্ত্রণালয় পর্যাপ্ত মজুতের কথা বললেও এলপি গ্যাস আমদানিকারকেরা বলছেন ভিন্ন কথা। তাঁরা বলছেন, সরবরাহ সংকটই এই অবস্থার কারণ।
২ ঘণ্টা আগে