পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

পুঠিয়া বানেশ্বর সরকারি ডিগ্রি কলেজ মাঠে রাজশাহীর বৃহত্তম আমের পাইকারি বাজারে প্রতিদিনই কমছে আমদানি। বিভিন্ন জাতের আম প্রায় শেষ। তবে বর্তমানে ফজলি, আশ্বিনী ও আম্রপলি জাতের আম বেচাকেনা চলছে। আমচাষিরা বলছেন, এ বছর গড়ে দু-একটি জাতে আম মোটামুটি ভালো দামে বিক্রি হয়েছে। আর বেশির ভাগ জাতের আম বিক্রি হয়েছে খুবই কম দামে। এতে কিছু চাষি ও বাগান ব্যবসায়ীদের কিছুটা লোকসান হচ্ছে।
আজ রোববার সকালে বানেশ্বর আমের মোকাম ঘুরে দেখা গেছে, বাজারজুড়ে ফজলি, আশ্বিনী ও আম্রপলি আম কেনাবেচা হচ্ছে। সেই সঙ্গে কিছু হাঁড়িভাঙা, বারি-৪, গৌড়মতি আমও বেচাকেনা হচ্ছে। তবে বর্তমানে বাজারে আমের আমদানি তুলনামূলক অনেক কম। প্রতি মণ আম্রপলি আম বিক্রি হচ্ছে ১ হাজার ৭০০ থেকে ২ হাজার ২০০ টাকা। ফজলি ৯০০ থেকে ১ হাজার ২০০, আশ্বিনী ৫০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বর্তমানে সবচেয়ে বেশি দরে বিক্রি হচ্ছে বারি-৪ ও গৌড়মতি আম। যার প্রতি মণ ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৬০০ টাকা পর্যন্ত। তবে খুচরা বাজারে সব ধরনের আম প্রতি মণে আরও ১০০ থেকে ২০০ টাকা বেশি।
উপজেলার সদর এলাকার আমচাষি মিজানুর রহমান বলেন, এখন আমের মৌসুম প্রায় শেষ পর্যায়ে। তাঁদের গাছে এখনো অনেক আম আছে। এ বছর গড়ে আমের বাজার অনেক কম গেল। তবে চাষিরা দুই-একটি জাতের আমের দাম কিছুটা ভালো পেয়েছে।
নাজমুল হক নামের অপর এক চাষি বলেন, বিগত কয়েক বছরে এই এলাকার চাষিরা বাণিজ্যিকভাবে নতুন জাতের বিভিন্ন আমবাগান প্রস্তুত করছেন। তিনি বলেন, এ বছর আমবাগানগুলোতে তুলনামূলক কিছুটা বেশি আসে। তবে শীলা ঝড়ে বাগানগুলোতে কিছুটা ক্ষতি হয়েছে। আবার মৌসুমের শুরু থেকে বাজারে আমের দাম তুলনামূলক অনেক কম ছিল। এতে চাষি ও আমবাগান ব্যবসায়ীদের কিছুটা লোকসানে পড়বেন।
বানেশ্বর বাজারের আম আড়তদার জাহিদ হোসেন বলেন, ‘প্রতিদিনই বাজারে আম অনেক কমে আসছে। ফলে স্থানীয় আম ব্যবসায়ীর সংখ্যাও কিছুটা কমেছে। আবার বহিরাগত ব্যবসায়ীরাও আগের মতো আসছেন না।’
জাহিদ হোসেন আরও বলেন, এখন আম্রপলি, ফজলি, আশ্বিনীর বাজার চলছে। সেই সঙ্গে অন্য কিছু নতুন জাতের আম অল্প পরিসরে আসছে। আবার পাইকারি বাজার ও খুচরা বাজারে আম কেনাবেচায় প্রতি মণে ২০০ থেকে ৩০০ টাকা কম-বেশি হচ্ছে।

পুঠিয়া বানেশ্বর সরকারি ডিগ্রি কলেজ মাঠে রাজশাহীর বৃহত্তম আমের পাইকারি বাজারে প্রতিদিনই কমছে আমদানি। বিভিন্ন জাতের আম প্রায় শেষ। তবে বর্তমানে ফজলি, আশ্বিনী ও আম্রপলি জাতের আম বেচাকেনা চলছে। আমচাষিরা বলছেন, এ বছর গড়ে দু-একটি জাতে আম মোটামুটি ভালো দামে বিক্রি হয়েছে। আর বেশির ভাগ জাতের আম বিক্রি হয়েছে খুবই কম দামে। এতে কিছু চাষি ও বাগান ব্যবসায়ীদের কিছুটা লোকসান হচ্ছে।
আজ রোববার সকালে বানেশ্বর আমের মোকাম ঘুরে দেখা গেছে, বাজারজুড়ে ফজলি, আশ্বিনী ও আম্রপলি আম কেনাবেচা হচ্ছে। সেই সঙ্গে কিছু হাঁড়িভাঙা, বারি-৪, গৌড়মতি আমও বেচাকেনা হচ্ছে। তবে বর্তমানে বাজারে আমের আমদানি তুলনামূলক অনেক কম। প্রতি মণ আম্রপলি আম বিক্রি হচ্ছে ১ হাজার ৭০০ থেকে ২ হাজার ২০০ টাকা। ফজলি ৯০০ থেকে ১ হাজার ২০০, আশ্বিনী ৫০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বর্তমানে সবচেয়ে বেশি দরে বিক্রি হচ্ছে বারি-৪ ও গৌড়মতি আম। যার প্রতি মণ ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৬০০ টাকা পর্যন্ত। তবে খুচরা বাজারে সব ধরনের আম প্রতি মণে আরও ১০০ থেকে ২০০ টাকা বেশি।
উপজেলার সদর এলাকার আমচাষি মিজানুর রহমান বলেন, এখন আমের মৌসুম প্রায় শেষ পর্যায়ে। তাঁদের গাছে এখনো অনেক আম আছে। এ বছর গড়ে আমের বাজার অনেক কম গেল। তবে চাষিরা দুই-একটি জাতের আমের দাম কিছুটা ভালো পেয়েছে।
নাজমুল হক নামের অপর এক চাষি বলেন, বিগত কয়েক বছরে এই এলাকার চাষিরা বাণিজ্যিকভাবে নতুন জাতের বিভিন্ন আমবাগান প্রস্তুত করছেন। তিনি বলেন, এ বছর আমবাগানগুলোতে তুলনামূলক কিছুটা বেশি আসে। তবে শীলা ঝড়ে বাগানগুলোতে কিছুটা ক্ষতি হয়েছে। আবার মৌসুমের শুরু থেকে বাজারে আমের দাম তুলনামূলক অনেক কম ছিল। এতে চাষি ও আমবাগান ব্যবসায়ীদের কিছুটা লোকসানে পড়বেন।
বানেশ্বর বাজারের আম আড়তদার জাহিদ হোসেন বলেন, ‘প্রতিদিনই বাজারে আম অনেক কমে আসছে। ফলে স্থানীয় আম ব্যবসায়ীর সংখ্যাও কিছুটা কমেছে। আবার বহিরাগত ব্যবসায়ীরাও আগের মতো আসছেন না।’
জাহিদ হোসেন আরও বলেন, এখন আম্রপলি, ফজলি, আশ্বিনীর বাজার চলছে। সেই সঙ্গে অন্য কিছু নতুন জাতের আম অল্প পরিসরে আসছে। আবার পাইকারি বাজার ও খুচরা বাজারে আম কেনাবেচায় প্রতি মণে ২০০ থেকে ৩০০ টাকা কম-বেশি হচ্ছে।

সুনামগঞ্জ থেকে ভোলার মনপুরায় এসে এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। তাকে জিম্মি করে একদল দুষ্কৃতকারী তার ওপর পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
আগামী এক সপ্তাহের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ‘হাদি সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন।
১ ঘণ্টা আগে
শতকোটি টাকা আত্মসাতের অভিযোগে আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (আইসিএল) ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান ওরফে আইসিএল শফিককে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়ানোর জন্য আজ সময় এসেছে। রাষ্ট্রের ক্ষমতা বেশি বেড়ে গেলে জনগণের অসুবিধা হয়, ফ্যাসিজম সৃষ্টি হয়। আমরা আগামী দিনে এই পরিবর্তন আনতে চাই।’
১ ঘণ্টা আগে