সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগ কার্যালয়ে আগুনের ঘটনায় বিএনপির সন্দেহভাজন ৪১ নেতা-কর্মীর নামে মামলা করা হয়েছে। এ ঘটনায় ৯জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার বিকেলে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগার আলী বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলায় এনায়েতপুর থানা বিএনপির সদস্যসচিব মঞ্জুর শিকদার মঞ্জুসহ সন্দেহভাজন ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫-২০ জনকে। মামলায় ইতিমধ্যে ৯জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন এনায়েতপুর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার।
মামলার বাদী এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগার আলী মাস্টার বলেন, ‘কারা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছে তা সঠিকভাবে না জানায় সন্দেহজনকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমরা মনে করছি বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরাই আগুন দিয়েছিল।’
মামলার ঘটনায় নিন্দা জানিয়ে এনায়েতপুর থানা বিএনপির সদস্যসচিব মঞ্জুর শিকদার মঞ্জু বলেন, ‘এগুলো হয়রানিমূলক রাজনৈতিক মামলা। আমরা কেউই এই ঘটনার সঙ্গে জড়িত নই। আমরা এটা রাজনৈতিকভাবেই মোকাবিলা করব। এগুলো করে আমাদের জুলুম নির্যাতন করা হচ্ছে।’
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার বলেন, আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহজনক ২১ জনের নামসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলায় ইতিমধ্যেই অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের আজ আদালতে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগ কার্যালয়ে আগুনের ঘটনায় বিএনপির সন্দেহভাজন ৪১ নেতা-কর্মীর নামে মামলা করা হয়েছে। এ ঘটনায় ৯জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার বিকেলে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগার আলী বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলায় এনায়েতপুর থানা বিএনপির সদস্যসচিব মঞ্জুর শিকদার মঞ্জুসহ সন্দেহভাজন ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫-২০ জনকে। মামলায় ইতিমধ্যে ৯জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন এনায়েতপুর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার।
মামলার বাদী এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগার আলী মাস্টার বলেন, ‘কারা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছে তা সঠিকভাবে না জানায় সন্দেহজনকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমরা মনে করছি বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরাই আগুন দিয়েছিল।’
মামলার ঘটনায় নিন্দা জানিয়ে এনায়েতপুর থানা বিএনপির সদস্যসচিব মঞ্জুর শিকদার মঞ্জু বলেন, ‘এগুলো হয়রানিমূলক রাজনৈতিক মামলা। আমরা কেউই এই ঘটনার সঙ্গে জড়িত নই। আমরা এটা রাজনৈতিকভাবেই মোকাবিলা করব। এগুলো করে আমাদের জুলুম নির্যাতন করা হচ্ছে।’
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার বলেন, আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহজনক ২১ জনের নামসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলায় ইতিমধ্যেই অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের আজ আদালতে পাঠানো হয়েছে।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে মাছ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। সরকারি পুকুরের এসব মাছ গরিবদের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নিজেরাই ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন।
৪ ঘণ্টা আগে
প্রার্থী ঘোষণা নিয়ে রাজবাড়ীর দুটি আসনেই বিএনপিতে কোন্দল সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াত। তবে এসবের মধ্যেও বিএনপির প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাঁরা বলছেন, যেসব সমস্যা আছে, তা মিটে যাবে।
৪ ঘণ্টা আগে
দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
৫ ঘণ্টা আগেরাজধানীতে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে যন্ত্রাংশটিতে গুরুতর ত্রুটি চিহ্নিত হয়েছে। একই সঙ্গে অবকাঠামোর নকশাগত ত্রুটির কথাও বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এসব বিষয়ে অধিকতর তদন্ত করার কথা বলেছে কমিটি।
৫ ঘণ্টা আগে