Ajker Patrika

জ্যামে আটকা রাবি শিক্ষার্থীদের বাসে পাথর ছুড়ে পালিয়ে গেল দুর্বৃত্ত

প্রতিনিধি, রাজশাহী বিশ্ববিদ্যালয়
জ্যামে আটকা রাবি শিক্ষার্থীদের বাসে পাথর ছুড়ে পালিয়ে গেল দুর্বৃত্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের নিয়ে রংপুরগামী একটি বাসে পাথর ছুড়েছে এক দুর্বৃত্ত। এতে গাড়ির পেছনে অংশের গ্লাস ভেঙে গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার বগুড়া-গোবিন্দগঞ্জ রুটে এই ঘটনা ঘটে।

সম্প্রতি পরীক্ষা দিতে গিয়ে লকডাউনের আটকে পড়া শিক্ষার্থীদের তিনটি রুটে বাস দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী আজ সকালে শিক্ষার্থীদের নিয়ে রংপুর ও বগুড়া উদ্দেশে ক্যাম্পাস ছাড়ে বিশ্ববিদ্যালয়ের ১১টি বাস। এর মধ্যে একটি বাসে এক মোটরসাইকেল আরোহী পাথর ছুড়ে পালিয়ে যায়।

গাড়িতে পাথর ছোড়ার বিষয়টি নিশ্চিত করেন ওই বাসের যাত্রী শহীদুল ইসলাম নামে এক শিক্ষার্থী। তিনি বলেন, বগুড়া-গোবিন্দগঞ্জ রুটে আমাদের গাড়িটি দীর্ঘ সময় জ্যামে আটকে ছিল। একটু একটু করে গাড়ি এগোচ্ছিল। এরই মধ্যে রংপুর থেকে বগুড়ার দিকে আসা একটি মোটরসাইকেল আরোহীর সঙ্গে আমাদের গাড়ির ড্রাইভারের কথা-কাটাকাটি হয়। এই সময় গাড়িতে থাকা শিক্ষার্থীরা নিচে নেমে ওই মোটরসাইকেল আরোহীকে রাবি শিক্ষার্থী বলে পরিচয় দিলে তিনি চলে যান। পরে পেছন থেকে পাথর ছুড়ে বগুড়ার দিকে দ্রুত বাইক চালিয়ে চলে যান। এতে গাড়ির পেছনের অংশের গ্লাস ভেঙে যায়। তবে কেউ আঘাত পায়নি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক মকছিদুল হক বলেন, আজ রংপুর ও বগুড়ার উদ্দেশে বিভিন্ন রুটে আমাদের ১১টি গাড়ি গেছে। এর মধ্যে একটি গাড়িতে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে আমরা এরই মধ্যে গোবিন্দগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি। এর বাইরে বিস্তারিত এখনো কিছু বলা যাচ্ছে না। বাসটি ক্যাম্পাসে এলে বাসে থাকা স্টাফদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানতে পারবো।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলী গণমাধ্যমকে বলেন, একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। এ ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জানতে পেরেছি, গাড়ির একটা গ্লাস ভেঙে গেছে। কোনো শিক্ষার্থী আঘাত পায়নি। আমাদের গাড়িগুলো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে গেছে। শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে তারা ফেরার পথে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত