রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকদের বাড়ি নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাসহ তিনজনের বিরুদ্ধে। গত বুধবার সন্ধ্যায় মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর মতিহার থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী তিন শিক্ষক।
অভিযোগকারী শিক্ষকেরা হলেন ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমিরুল ইসলাম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হ্যাপি কুমার দাস এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক মো. ওসমান গণি।
অন্যদিকে অভিযুক্ত নেতারা হলেন, রাজশাহী মহানগর ৩০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ যুবলীগের সভাপতি মেহেদী হাসান ইয়ামিন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক এখলাছুর রহমান সাদ্দাম ও স্থানীয় প্রভাবশালী আল আমিন হোসেন।
সাধারণ ডায়েরি ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, নগরীর মতিহার থানার মির্জাপুর এলাকায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক-কর্মকর্তা মিলে প্রায় এগারো কাঠা জমিক্রম করে। গত ২৪ মে সন্ধ্যায় বাড়ি নির্মাণের অংশ হিসেবে শ্রমিকেরা মাটি কাটছিলেন। এ সময় মো. ইয়ামিন, মো. আল আমিন এবং মো. সাদ্দাম হোসেনের নেতৃত্বে আনুমানিক ১৫-২০ জনের একটি গ্রুপে ঘটনাস্থলে আসেন। তারা দেশীয় অস্ত্রসহ শ্রমিকদের ওপর হামলা চালিয়ে কাজ বন্ধ করে দেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের দুটি ট্রাক ও খননযন্ত্র ঘটনাস্থল থেকে সরাতে বাধ্য করেন। এ সময় তারা শ্রমিকদের হুমকি দিয়ে বলেন, তাদের অনুমতি ছাড়া কোনো নির্মাণকাজ করা যাবে না।
জানতে চাইলে বাড়ির মালিকানায় থাকা ফোকলোর বিভাগের শিক্ষক আমিরুল ইসলাম কনক বলেন, গত বুধবার শ্রমিকেরা কাজ করতে গেলে তারা তাদের ভয়ভীতি দেখায়। তাদের মারতে উদ্যত হয়। তারা বলে ‘আমাদের কথা ছাড়া এখানে কোনো কাজ হবে না।’
অভিযোগের বিষয়টি অস্বীকার করে যুবলীগ নেতা মেহেদী হাসান ইয়ামিন বলেন, ‘যে জায়গাটিতে বাড়ি নির্মাণ করা হচ্ছে সেটি ময়লা আবর্জনার স্তূপ ছিল। আমরা স্থানীয় কয়েকজন মিলে জায়গাটি পরিষ্কার করি। সে সময় শিক্ষকেরা কথা দিয়েছিলেন বাড়ি নির্মাণের কাজটি আমাদের দিয়ে করাবে। কিন্তু হঠাৎ করে দেখি বাইরের লোকজন গিয়ে কাজ করছে। পরবর্তীতে আমরা কথা বলতে গিয়েছিলাম। এখানে মারধরের কোনো ঘটনা ঘটেনি।’
ছাত্রলীগের সাবেক নেতা সাদ্দামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। আরেক অভিযুক্ত স্থানীয় বাসিন্দা আলামিন বলেন, ‘আমি কাজে বাধা দিইনি। গতকাল আমি সেখানে ছিলামই না।’
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেব।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকদের বাড়ি নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাসহ তিনজনের বিরুদ্ধে। গত বুধবার সন্ধ্যায় মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর মতিহার থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী তিন শিক্ষক।
অভিযোগকারী শিক্ষকেরা হলেন ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমিরুল ইসলাম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হ্যাপি কুমার দাস এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক মো. ওসমান গণি।
অন্যদিকে অভিযুক্ত নেতারা হলেন, রাজশাহী মহানগর ৩০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ যুবলীগের সভাপতি মেহেদী হাসান ইয়ামিন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক এখলাছুর রহমান সাদ্দাম ও স্থানীয় প্রভাবশালী আল আমিন হোসেন।
সাধারণ ডায়েরি ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, নগরীর মতিহার থানার মির্জাপুর এলাকায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক-কর্মকর্তা মিলে প্রায় এগারো কাঠা জমিক্রম করে। গত ২৪ মে সন্ধ্যায় বাড়ি নির্মাণের অংশ হিসেবে শ্রমিকেরা মাটি কাটছিলেন। এ সময় মো. ইয়ামিন, মো. আল আমিন এবং মো. সাদ্দাম হোসেনের নেতৃত্বে আনুমানিক ১৫-২০ জনের একটি গ্রুপে ঘটনাস্থলে আসেন। তারা দেশীয় অস্ত্রসহ শ্রমিকদের ওপর হামলা চালিয়ে কাজ বন্ধ করে দেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের দুটি ট্রাক ও খননযন্ত্র ঘটনাস্থল থেকে সরাতে বাধ্য করেন। এ সময় তারা শ্রমিকদের হুমকি দিয়ে বলেন, তাদের অনুমতি ছাড়া কোনো নির্মাণকাজ করা যাবে না।
জানতে চাইলে বাড়ির মালিকানায় থাকা ফোকলোর বিভাগের শিক্ষক আমিরুল ইসলাম কনক বলেন, গত বুধবার শ্রমিকেরা কাজ করতে গেলে তারা তাদের ভয়ভীতি দেখায়। তাদের মারতে উদ্যত হয়। তারা বলে ‘আমাদের কথা ছাড়া এখানে কোনো কাজ হবে না।’
অভিযোগের বিষয়টি অস্বীকার করে যুবলীগ নেতা মেহেদী হাসান ইয়ামিন বলেন, ‘যে জায়গাটিতে বাড়ি নির্মাণ করা হচ্ছে সেটি ময়লা আবর্জনার স্তূপ ছিল। আমরা স্থানীয় কয়েকজন মিলে জায়গাটি পরিষ্কার করি। সে সময় শিক্ষকেরা কথা দিয়েছিলেন বাড়ি নির্মাণের কাজটি আমাদের দিয়ে করাবে। কিন্তু হঠাৎ করে দেখি বাইরের লোকজন গিয়ে কাজ করছে। পরবর্তীতে আমরা কথা বলতে গিয়েছিলাম। এখানে মারধরের কোনো ঘটনা ঘটেনি।’
ছাত্রলীগের সাবেক নেতা সাদ্দামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। আরেক অভিযুক্ত স্থানীয় বাসিন্দা আলামিন বলেন, ‘আমি কাজে বাধা দিইনি। গতকাল আমি সেখানে ছিলামই না।’
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেব।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে