পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়ায় পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দিয়ে শ্রেণিকক্ষে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের (৪২) বিরুদ্ধে। ভুক্তভোগীর পরিবার থানায় মামলা করলে পুলিশ গতকাল সোমবার রাতে ওই শিক্ষককে গ্রেপ্তার করে। বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।
ভুক্তভোগী ওই শিক্ষার্থীর ভাই ও মামলার বাদী বলেন, দীর্ঘদিন থেকে তার বোনকে ওই শিক্ষক উত্ত্যক্ত করতেন। শিক্ষকের কথা মতো অনৈতিক কাজে রাজি না হওয়ায় তাকে ফেল করিয়ে দেওয়ার হুমকি দেন। ঘটনার দিন অর্থাৎ গতকাল সোমবার দুপুরের পর ইংরেজি বিষয়ে পড়ানোর কথা বলে বিদ্যালয়ের ফাঁকা একটি শ্রেণি কক্ষে তাকে ধর্ষণ করা হয়। পরে তার বোন বিষয়টি বাড়িতে এসে জানায়। এরপর ওই শিক্ষকের নামে থানায় মামলা দায়ের করা হয়।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ওই শিক্ষক বিদ্যালয়ের একজন দশম শ্রেণির ছাত্রীর সঙ্গে অনৈতিক কাজ করেছে বলে শুনেছি। তবে সেটা বিদ্যালয়ে নাকি বাইরে ঘটেছে তা জানা নেই। এরপর উভয় পক্ষকে গতকাল সোমবার বিকেলে বিদ্যালয়ে ডাকা হয়। কথা বলে, যদ্দুর বোঝা গেল তাতে ওই শিক্ষক অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকতে পারে।
এ বিষয়ে জানতে উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা আকতার জাহানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
বেলপুকুর থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, ভুক্তভোগী ওই ছাত্রীর ভাই সোমবার রাতে থানায় একটি অভিযোগ দিয়েছেন। তাৎক্ষণিক অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। সোমবার রাতেই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

রাজশাহীর পুঠিয়ায় পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দিয়ে শ্রেণিকক্ষে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের (৪২) বিরুদ্ধে। ভুক্তভোগীর পরিবার থানায় মামলা করলে পুলিশ গতকাল সোমবার রাতে ওই শিক্ষককে গ্রেপ্তার করে। বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।
ভুক্তভোগী ওই শিক্ষার্থীর ভাই ও মামলার বাদী বলেন, দীর্ঘদিন থেকে তার বোনকে ওই শিক্ষক উত্ত্যক্ত করতেন। শিক্ষকের কথা মতো অনৈতিক কাজে রাজি না হওয়ায় তাকে ফেল করিয়ে দেওয়ার হুমকি দেন। ঘটনার দিন অর্থাৎ গতকাল সোমবার দুপুরের পর ইংরেজি বিষয়ে পড়ানোর কথা বলে বিদ্যালয়ের ফাঁকা একটি শ্রেণি কক্ষে তাকে ধর্ষণ করা হয়। পরে তার বোন বিষয়টি বাড়িতে এসে জানায়। এরপর ওই শিক্ষকের নামে থানায় মামলা দায়ের করা হয়।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ওই শিক্ষক বিদ্যালয়ের একজন দশম শ্রেণির ছাত্রীর সঙ্গে অনৈতিক কাজ করেছে বলে শুনেছি। তবে সেটা বিদ্যালয়ে নাকি বাইরে ঘটেছে তা জানা নেই। এরপর উভয় পক্ষকে গতকাল সোমবার বিকেলে বিদ্যালয়ে ডাকা হয়। কথা বলে, যদ্দুর বোঝা গেল তাতে ওই শিক্ষক অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকতে পারে।
এ বিষয়ে জানতে উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা আকতার জাহানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
বেলপুকুর থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, ভুক্তভোগী ওই ছাত্রীর ভাই সোমবার রাতে থানায় একটি অভিযোগ দিয়েছেন। তাৎক্ষণিক অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। সোমবার রাতেই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
২৩ মিনিট আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে