বগুড়া প্রতিনিধি

বগুড়ায় জাহাঙ্গীর আকরাম কাজল (৬৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যুর পর তাঁর লাশ ফেলে রেখে আত্মসাৎ করা টাকা, বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল দুই বোনের হেফাজত থেকে উদ্ধার করেছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে বগুড়া শহরতলির হরিগাড়ি এলাকায় অতিথি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
উদ্ধার মালপত্রের মধ্যে রয়েছে ৫১ লাখ ৭৮ হাজার ৩৫০ টাকা, ২৪ হাজার ইউএস ডলার, ১ হাজার ২৫৬ সৌদি রিয়াল, প্রায় সাত ভরি সোনার গয়না, বেশ কয়েকটি হাতঘড়ি ও মূল্যবান জিনিসপত্র।
সদর থানার উপপরিদর্শক (এসআই) সামিনুল হক জানান, জাহাঙ্গীর আকরাম কাজল বগুড়া শহরতলির হরিগাড়ি এলাকায় অতিথি ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী। তিনি বিবাহিত না হওয়ায় ফিলিং স্টেশনের দোতলায় একাই বসবাস করতেন। গতকাল দুপুরের খাবার পর তিনি ঘুমিয়ে পড়েন। দীর্ঘ সময় ঘুম থেকে জেগে না উঠলে রাত ৯টার দিকে ফিলিং স্টেশনের কর্মচারীদের সন্দেহ হয়। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে স্থানীয় লোকজন ডেকে এনে দরজা ভেঙে কাজলকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, হৃদ্রোগে আক্রান্ত হয়ে কয়েক ঘণ্টা আগে তাঁর মৃত্যু হয়েছে। এরপর কাজলের লাশ ফিলিং স্টেশনে নিয়ে আসা হয়।
এসআই সামিনুল বলেন, জাহাঙ্গীর আকরাম কাজলের চার বোন, দুই ভাই। ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়ে তাঁর দুই বোন মোর্শেদা শাহনাজ কল্পনা, রায়হানা সাজিদ রত্নাসহ আরও কয়েকজন ফিলিং স্টেশনে যান। তাঁরা লাশ ফেলে রেখে ঘর থেকে টাকা, ডলার, সৌদি রিয়াল, ঘড়ি, আংটিসহ দামি জিনিসপত্র ব্যাগে ভরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ফিলিং স্টেশনের কর্মচারী ও স্থানীয় জনগণ তাঁদের ফিলিং স্টেশনের দোতলায় আটকে রাখেন। পরে তাঁরা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চান। খবর পেয়ে রাত ১টার দিকে সদর থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে দুই বোন ও তাঁদের সঙ্গে আসা লোকজনের হেফাজত থেকে লুট করা মালপত্র উদ্ধার করেন।
তবে মালপত্র আত্মসাতের চেষ্টার অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর আকরাম কাজলের ছোট বোন মোর্শেদা শাহনাজ কল্পনা বলেন, ‘বড় ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়ে আমরা ফিলিং স্টেশনে যাই। ভাইয়ের স্ত্রী-সন্তান না থাকায় তাঁর টাকাপয়সা হেফাজত করার চেষ্টা করি। পরে পুলিশ ও সেনাবাহিনী গেলে তাদের বুঝিয়ে দেওয়া হয়।’
এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, ব্যাংকের সহযোগিতায় টাকা, বৈদেশিক মুদ্রা গণনা করা হয়েছে। জব্দ তালিকা তৈরি করে আদালতে জমা দেওয়া হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বগুড়ায় জাহাঙ্গীর আকরাম কাজল (৬৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যুর পর তাঁর লাশ ফেলে রেখে আত্মসাৎ করা টাকা, বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল দুই বোনের হেফাজত থেকে উদ্ধার করেছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে বগুড়া শহরতলির হরিগাড়ি এলাকায় অতিথি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
উদ্ধার মালপত্রের মধ্যে রয়েছে ৫১ লাখ ৭৮ হাজার ৩৫০ টাকা, ২৪ হাজার ইউএস ডলার, ১ হাজার ২৫৬ সৌদি রিয়াল, প্রায় সাত ভরি সোনার গয়না, বেশ কয়েকটি হাতঘড়ি ও মূল্যবান জিনিসপত্র।
সদর থানার উপপরিদর্শক (এসআই) সামিনুল হক জানান, জাহাঙ্গীর আকরাম কাজল বগুড়া শহরতলির হরিগাড়ি এলাকায় অতিথি ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী। তিনি বিবাহিত না হওয়ায় ফিলিং স্টেশনের দোতলায় একাই বসবাস করতেন। গতকাল দুপুরের খাবার পর তিনি ঘুমিয়ে পড়েন। দীর্ঘ সময় ঘুম থেকে জেগে না উঠলে রাত ৯টার দিকে ফিলিং স্টেশনের কর্মচারীদের সন্দেহ হয়। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে স্থানীয় লোকজন ডেকে এনে দরজা ভেঙে কাজলকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, হৃদ্রোগে আক্রান্ত হয়ে কয়েক ঘণ্টা আগে তাঁর মৃত্যু হয়েছে। এরপর কাজলের লাশ ফিলিং স্টেশনে নিয়ে আসা হয়।
এসআই সামিনুল বলেন, জাহাঙ্গীর আকরাম কাজলের চার বোন, দুই ভাই। ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়ে তাঁর দুই বোন মোর্শেদা শাহনাজ কল্পনা, রায়হানা সাজিদ রত্নাসহ আরও কয়েকজন ফিলিং স্টেশনে যান। তাঁরা লাশ ফেলে রেখে ঘর থেকে টাকা, ডলার, সৌদি রিয়াল, ঘড়ি, আংটিসহ দামি জিনিসপত্র ব্যাগে ভরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ফিলিং স্টেশনের কর্মচারী ও স্থানীয় জনগণ তাঁদের ফিলিং স্টেশনের দোতলায় আটকে রাখেন। পরে তাঁরা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চান। খবর পেয়ে রাত ১টার দিকে সদর থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে দুই বোন ও তাঁদের সঙ্গে আসা লোকজনের হেফাজত থেকে লুট করা মালপত্র উদ্ধার করেন।
তবে মালপত্র আত্মসাতের চেষ্টার অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর আকরাম কাজলের ছোট বোন মোর্শেদা শাহনাজ কল্পনা বলেন, ‘বড় ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়ে আমরা ফিলিং স্টেশনে যাই। ভাইয়ের স্ত্রী-সন্তান না থাকায় তাঁর টাকাপয়সা হেফাজত করার চেষ্টা করি। পরে পুলিশ ও সেনাবাহিনী গেলে তাদের বুঝিয়ে দেওয়া হয়।’
এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, ব্যাংকের সহযোগিতায় টাকা, বৈদেশিক মুদ্রা গণনা করা হয়েছে। জব্দ তালিকা তৈরি করে আদালতে জমা দেওয়া হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৮ ঘণ্টা আগে