বগুড়া প্রতিনিধি

বগুড়ায় জাহাঙ্গীর আকরাম কাজল (৬৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যুর পর তাঁর লাশ ফেলে রেখে আত্মসাৎ করা টাকা, বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল দুই বোনের হেফাজত থেকে উদ্ধার করেছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে বগুড়া শহরতলির হরিগাড়ি এলাকায় অতিথি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
উদ্ধার মালপত্রের মধ্যে রয়েছে ৫১ লাখ ৭৮ হাজার ৩৫০ টাকা, ২৪ হাজার ইউএস ডলার, ১ হাজার ২৫৬ সৌদি রিয়াল, প্রায় সাত ভরি সোনার গয়না, বেশ কয়েকটি হাতঘড়ি ও মূল্যবান জিনিসপত্র।
সদর থানার উপপরিদর্শক (এসআই) সামিনুল হক জানান, জাহাঙ্গীর আকরাম কাজল বগুড়া শহরতলির হরিগাড়ি এলাকায় অতিথি ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী। তিনি বিবাহিত না হওয়ায় ফিলিং স্টেশনের দোতলায় একাই বসবাস করতেন। গতকাল দুপুরের খাবার পর তিনি ঘুমিয়ে পড়েন। দীর্ঘ সময় ঘুম থেকে জেগে না উঠলে রাত ৯টার দিকে ফিলিং স্টেশনের কর্মচারীদের সন্দেহ হয়। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে স্থানীয় লোকজন ডেকে এনে দরজা ভেঙে কাজলকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, হৃদ্রোগে আক্রান্ত হয়ে কয়েক ঘণ্টা আগে তাঁর মৃত্যু হয়েছে। এরপর কাজলের লাশ ফিলিং স্টেশনে নিয়ে আসা হয়।
এসআই সামিনুল বলেন, জাহাঙ্গীর আকরাম কাজলের চার বোন, দুই ভাই। ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়ে তাঁর দুই বোন মোর্শেদা শাহনাজ কল্পনা, রায়হানা সাজিদ রত্নাসহ আরও কয়েকজন ফিলিং স্টেশনে যান। তাঁরা লাশ ফেলে রেখে ঘর থেকে টাকা, ডলার, সৌদি রিয়াল, ঘড়ি, আংটিসহ দামি জিনিসপত্র ব্যাগে ভরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ফিলিং স্টেশনের কর্মচারী ও স্থানীয় জনগণ তাঁদের ফিলিং স্টেশনের দোতলায় আটকে রাখেন। পরে তাঁরা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চান। খবর পেয়ে রাত ১টার দিকে সদর থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে দুই বোন ও তাঁদের সঙ্গে আসা লোকজনের হেফাজত থেকে লুট করা মালপত্র উদ্ধার করেন।
তবে মালপত্র আত্মসাতের চেষ্টার অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর আকরাম কাজলের ছোট বোন মোর্শেদা শাহনাজ কল্পনা বলেন, ‘বড় ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়ে আমরা ফিলিং স্টেশনে যাই। ভাইয়ের স্ত্রী-সন্তান না থাকায় তাঁর টাকাপয়সা হেফাজত করার চেষ্টা করি। পরে পুলিশ ও সেনাবাহিনী গেলে তাদের বুঝিয়ে দেওয়া হয়।’
এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, ব্যাংকের সহযোগিতায় টাকা, বৈদেশিক মুদ্রা গণনা করা হয়েছে। জব্দ তালিকা তৈরি করে আদালতে জমা দেওয়া হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বগুড়ায় জাহাঙ্গীর আকরাম কাজল (৬৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যুর পর তাঁর লাশ ফেলে রেখে আত্মসাৎ করা টাকা, বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল দুই বোনের হেফাজত থেকে উদ্ধার করেছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে বগুড়া শহরতলির হরিগাড়ি এলাকায় অতিথি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
উদ্ধার মালপত্রের মধ্যে রয়েছে ৫১ লাখ ৭৮ হাজার ৩৫০ টাকা, ২৪ হাজার ইউএস ডলার, ১ হাজার ২৫৬ সৌদি রিয়াল, প্রায় সাত ভরি সোনার গয়না, বেশ কয়েকটি হাতঘড়ি ও মূল্যবান জিনিসপত্র।
সদর থানার উপপরিদর্শক (এসআই) সামিনুল হক জানান, জাহাঙ্গীর আকরাম কাজল বগুড়া শহরতলির হরিগাড়ি এলাকায় অতিথি ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী। তিনি বিবাহিত না হওয়ায় ফিলিং স্টেশনের দোতলায় একাই বসবাস করতেন। গতকাল দুপুরের খাবার পর তিনি ঘুমিয়ে পড়েন। দীর্ঘ সময় ঘুম থেকে জেগে না উঠলে রাত ৯টার দিকে ফিলিং স্টেশনের কর্মচারীদের সন্দেহ হয়। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে স্থানীয় লোকজন ডেকে এনে দরজা ভেঙে কাজলকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, হৃদ্রোগে আক্রান্ত হয়ে কয়েক ঘণ্টা আগে তাঁর মৃত্যু হয়েছে। এরপর কাজলের লাশ ফিলিং স্টেশনে নিয়ে আসা হয়।
এসআই সামিনুল বলেন, জাহাঙ্গীর আকরাম কাজলের চার বোন, দুই ভাই। ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়ে তাঁর দুই বোন মোর্শেদা শাহনাজ কল্পনা, রায়হানা সাজিদ রত্নাসহ আরও কয়েকজন ফিলিং স্টেশনে যান। তাঁরা লাশ ফেলে রেখে ঘর থেকে টাকা, ডলার, সৌদি রিয়াল, ঘড়ি, আংটিসহ দামি জিনিসপত্র ব্যাগে ভরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ফিলিং স্টেশনের কর্মচারী ও স্থানীয় জনগণ তাঁদের ফিলিং স্টেশনের দোতলায় আটকে রাখেন। পরে তাঁরা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চান। খবর পেয়ে রাত ১টার দিকে সদর থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে দুই বোন ও তাঁদের সঙ্গে আসা লোকজনের হেফাজত থেকে লুট করা মালপত্র উদ্ধার করেন।
তবে মালপত্র আত্মসাতের চেষ্টার অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর আকরাম কাজলের ছোট বোন মোর্শেদা শাহনাজ কল্পনা বলেন, ‘বড় ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়ে আমরা ফিলিং স্টেশনে যাই। ভাইয়ের স্ত্রী-সন্তান না থাকায় তাঁর টাকাপয়সা হেফাজত করার চেষ্টা করি। পরে পুলিশ ও সেনাবাহিনী গেলে তাদের বুঝিয়ে দেওয়া হয়।’
এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, ব্যাংকের সহযোগিতায় টাকা, বৈদেশিক মুদ্রা গণনা করা হয়েছে। জব্দ তালিকা তৈরি করে আদালতে জমা দেওয়া হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
৩৪ মিনিট আগে
ফিরোজ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ঢাকায় থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবার করে আসছিলেন। ঢাকায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রায় পাঁচ বছর আগে তিনি টঙ্গিবাড়ীর দক্ষিণ বেতকা গ্রামে খালুর বাড়িতে এসে বসবাস শুরু করেন। সেখানে থেকেই তিনি মাদকের কারবার চালিয়ে যাচ্ছিলেন।
৩৭ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৬ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৬ ঘণ্টা আগে