বগুড়া প্রতিনিধি

হত্যার ঘটনার ফুটেজ এবং তথ্যের সন্ধানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন সাংবাদিক কমলেশ মোহন্ত শানু। পাঁচ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মারা যান তিনি।
কমলেশ মোহন্ত শানু বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ পদে ছিলেন এবং বেসরকারি টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশনের বগুড়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে শুক্রবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে বাসের ধাক্কায় আহত হন তিনি। মোটরসাইকেলের আরোহী হয়ে মেডিকেল থেকে মোহাম্মদ আলী হাসপাতাল লিংক রোডে যাওয়ার পথে মহাসড়ক পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। এ ঘটনায় মোটরসাইকেল চালক সামান্য আহত হয়েছেন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সাংবাদিক শানুর মৃত্যুর তথ্য নিশ্চিত করে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু বলেন, ‘গত শুক্রবার নামাজগড় এলাকায় একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মরদেহের ফুটেজ এবং তথ্য নেওয়ার জন্য শানু শজিমেক হাসপাতালে যান। এরপর মোটরসাইকেল নিয়ে ফেরার পথে মেডিকেলের গেটে দুর্ঘটনার শিকার হন তিনি। মাথায় আঘাত পেয়ে পাঁচ দিন আইসিইউতে ছিলেন তিনি। আজ মারা গেলেন।’
মেডিকেল ফাঁড়ির উপপরিদর্শক লালন হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মেডিকেল কলেজ গেটের সামনে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় আহত হন বৈশাখী টিভির সাংবাদিক। আমরা গিয়ে তাঁকে উদ্ধার করে নিয়ে আসি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আইসিইউতে নেওয়া হয়। আজ মারা গেছেন। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাতের ফলে সাংবাদিক শানুর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

হত্যার ঘটনার ফুটেজ এবং তথ্যের সন্ধানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন সাংবাদিক কমলেশ মোহন্ত শানু। পাঁচ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মারা যান তিনি।
কমলেশ মোহন্ত শানু বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ পদে ছিলেন এবং বেসরকারি টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশনের বগুড়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে শুক্রবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে বাসের ধাক্কায় আহত হন তিনি। মোটরসাইকেলের আরোহী হয়ে মেডিকেল থেকে মোহাম্মদ আলী হাসপাতাল লিংক রোডে যাওয়ার পথে মহাসড়ক পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। এ ঘটনায় মোটরসাইকেল চালক সামান্য আহত হয়েছেন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সাংবাদিক শানুর মৃত্যুর তথ্য নিশ্চিত করে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু বলেন, ‘গত শুক্রবার নামাজগড় এলাকায় একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মরদেহের ফুটেজ এবং তথ্য নেওয়ার জন্য শানু শজিমেক হাসপাতালে যান। এরপর মোটরসাইকেল নিয়ে ফেরার পথে মেডিকেলের গেটে দুর্ঘটনার শিকার হন তিনি। মাথায় আঘাত পেয়ে পাঁচ দিন আইসিইউতে ছিলেন তিনি। আজ মারা গেলেন।’
মেডিকেল ফাঁড়ির উপপরিদর্শক লালন হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মেডিকেল কলেজ গেটের সামনে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় আহত হন বৈশাখী টিভির সাংবাদিক। আমরা গিয়ে তাঁকে উদ্ধার করে নিয়ে আসি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আইসিইউতে নেওয়া হয়। আজ মারা গেছেন। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাতের ফলে সাংবাদিক শানুর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে