Ajker Patrika

এনায়েতপুরে ১৫ পুলিশ সদস্য হত্যা মামলায় গ্রেপ্তার ১

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি  
মান্নান ফকির। ছবি: সংগৃহীত
মান্নান ফকির। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিরাজগঞ্জের এনায়েতপুরে ১৫ পুলিশ সদস্য হত্যাকাণ্ডের মামলায় অজ্ঞাত আসামি হিসেবে মান্নান ফকিরকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার বিকেলে জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজুগড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই দিন বিকেলেই তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তার মান্নান বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান ফকির ওরফে বদী ফকির এবং তাঁত ব্যবসায়ী সালাম ফকিরের ভাই।  

সেনাবাহিনীর বেলকুচি-এনায়েতপুরের দায়িত্বপ্রাপ্ত কর্নেল মারুফ জানান, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন মান্নান। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নিতে বিভিন্ন মহল থেকে তদবিরও শুরু হয়। শেষ পর্যন্ত মান্নানকে পুলিশের সাহায্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া অবৈধভাবে নদীর মধ্যে মান্নানের নির্মাণাধীন কফি হাউসে উচ্ছেদ অভিযান চালান।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী জানান, স্থানীয় মানুষের কাছে মান্নান যমুনাচরের ভূমিদস্যু ও বালুখেকো হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক, সংঘর্ষ ও বালি লুটের সাতটি মামলা রয়েছে।

ওসি বলেন, গত ৪ আগস্ট এনায়েতপুরে ১৫ পুলিশ হত্যাকাণ্ডের ঘটনায় ৬ জনের নামে এবং অজ্ঞাত ৪ হাজার জনকে আসামি করা হয়। এই মামলার অজ্ঞাত আসামি হিসেবে মান্নানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হলেও রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে না যাওয়ার সিদ্ধান্ত যদি বদলাতে হয় তখন, বিসিবিকে তামিমের প্রশ্ন

ঋণখেলাপিতে আটকে যেতে পারেন কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল

তরুণ অফিসাররা র‍্যাব থেকে এমন চরিত্র নিয়ে ফিরত যেন পেশাদার খুনি: ইকবাল করিম ভূঁইয়া

আইসিসিকে নতুন করে চিঠিতে কী লিখেছে বিসিবি

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত